ETV Bharat / state

ত্রিকোণ প্রেমের জের, পোলবায় খুনের হুমকি যুবককে - খুনের হুমকি

পোলবার ডুবিরভেড়ির এলাকায় যুবককে খুনের হুমকির অভিযোগ । গ্রেপ্তার দুই ।

youth threatened
youth threatened
author img

By

Published : Nov 1, 2020, 11:06 PM IST

পোলবা, 1 নভেম্বর : ত্রিকোণ প্রেমের জেরে যুবককে খুনের হুমকির অভিযোগ । গ্রেপ্তার দুই । পোলবার ডুবিরভেড়ির এলাকার ঘটনা ।

স্থানীয়রা জানিয়েছেন, পোলবার ডুবিরভেড়ি গ্রামে সঞ্জু কামিলার বাড়িতে গতরাতে দুটি বাইকে তিন মদ্যপ যুবক এসে গালিগালাজ শুরু করে । এমনকী সঞ্জুকে খুনের হুমকিও দিতে থাকে তারা । সেই সময় সঞ্জু বাড়িতে ছিল না, কাজে গিয়েছিল । চন্দননগর সুভাষপল্লির বাসিন্দা পরিচয় দেয় ওই তিন যুবক ।

জানা গিয়েছে, সিঙ্গুরের নোয়াপাড়ার এক যুবতিকে সঞ্জু ভালোবাসে । স্থানীয় সূত্রে খবর, ওই যুবতির সঙ্গে সুভাষপল্লির টুকাই মণ্ডল নামে এক যুবকেরও সম্পর্ক আছে । যুবতির কাছ থেকে সরে না গেলে সঞ্জুকে খুন করবে বলে হুমকি দিতে থাকে সুভাষপল্লির ওই তিনজন ।

তাদের আটকে রেখে পুলিশে খবর দেয় গ্রামবাসীরা । পোলবা থানার পুলিশ গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় । ঘটনাস্থান থেকে চম্পট দেয় একজন । তবে, খুনের হুমকির পিছনে প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ ।

অন্যদিকে, সঞ্জু কামিলা বলেন, "গতকাল চন্দননগর থেকে তিনজন হুমকি দিতে এসেছিল । আমি সিঙ্গুরের একটি মেয়েকে ভালোবাসি । ফোনে কথা হত । টুকাই মেয়েটির কাছ থেকে আমার মেসেজ দেখেছে । এরপরই মদ্যপ অবস্থায় আমাকে খুনের হুমকি দিতে এসেছিল ।"

পোলবা, 1 নভেম্বর : ত্রিকোণ প্রেমের জেরে যুবককে খুনের হুমকির অভিযোগ । গ্রেপ্তার দুই । পোলবার ডুবিরভেড়ির এলাকার ঘটনা ।

স্থানীয়রা জানিয়েছেন, পোলবার ডুবিরভেড়ি গ্রামে সঞ্জু কামিলার বাড়িতে গতরাতে দুটি বাইকে তিন মদ্যপ যুবক এসে গালিগালাজ শুরু করে । এমনকী সঞ্জুকে খুনের হুমকিও দিতে থাকে তারা । সেই সময় সঞ্জু বাড়িতে ছিল না, কাজে গিয়েছিল । চন্দননগর সুভাষপল্লির বাসিন্দা পরিচয় দেয় ওই তিন যুবক ।

জানা গিয়েছে, সিঙ্গুরের নোয়াপাড়ার এক যুবতিকে সঞ্জু ভালোবাসে । স্থানীয় সূত্রে খবর, ওই যুবতির সঙ্গে সুভাষপল্লির টুকাই মণ্ডল নামে এক যুবকেরও সম্পর্ক আছে । যুবতির কাছ থেকে সরে না গেলে সঞ্জুকে খুন করবে বলে হুমকি দিতে থাকে সুভাষপল্লির ওই তিনজন ।

তাদের আটকে রেখে পুলিশে খবর দেয় গ্রামবাসীরা । পোলবা থানার পুলিশ গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় । ঘটনাস্থান থেকে চম্পট দেয় একজন । তবে, খুনের হুমকির পিছনে প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ ।

অন্যদিকে, সঞ্জু কামিলা বলেন, "গতকাল চন্দননগর থেকে তিনজন হুমকি দিতে এসেছিল । আমি সিঙ্গুরের একটি মেয়েকে ভালোবাসি । ফোনে কথা হত । টুকাই মেয়েটির কাছ থেকে আমার মেসেজ দেখেছে । এরপরই মদ্যপ অবস্থায় আমাকে খুনের হুমকি দিতে এসেছিল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.