ETV Bharat / state

Young Man On Electric Post : ইলেকট্রিক পোস্টে উঠে নৃত্য যুবকের - ইলেকট্রিক পোস্টে উঠে নৃত্য যুবকের

আরামবাগের গড়বাড়ি এলাকায় মূল সড়কের পাশে একটি ইলেকট্রিক পোস্টের উপর নৃত্য এক যুবকের (Young Man On Electric Post) ৷ অনুমান, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ৷

Young Man dance news
ইলেকট্রিক পোস্টে উঠে নৃত্য যুবকের
author img

By

Published : May 7, 2022, 1:30 PM IST

আরামবাগ , 7 মে : ইলেকট্রিক পোস্টে উঠে নৃত্য এক যুবকের (Young Man On Electric Post) ৷ বিষয়টি নজরে আসতেই এলাকার মানুষজন তাঁকে ইলেকট্রিক খুটি থেকে নামার অনুরোধ করেন । সেই যুবক তখন হঠাৎ ঝাঁপ দেন মাটিতে ৷ ঘটনাটি আরামবাগের গড়বাড়ি এলাকার ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে গড়বাড়ি এলাকায় মূল সড়কের পাশে একটি ইলেকট্রিক পোস্টের উপর এক যুবক উঠে পড়েন । বিষয়টি নজরে আসতেই এলাকার মানুষজন তাঁকে ইলেকট্রিক খুঁটি থেকে নামার অনুরোধ করেন । কিন্তু কোনও কথাতেই কর্ণপাত করেননি তিনি ৷ উল্টে ইলেকট্রিক পোস্টের উপর নাচ করতে শুরু করেন । অবশেষে খবর দেওয়া হয় আরামবাগ থানা ও দমকল বিভাগে । তারাও এসে যুবককে ইলেকট্রিক পোস্ট থেকে নামতে অনুরোধ করেন । কিন্তু নামেননি । অবশেষে সটান খুঁটির মাথা থেকে মাটিতে ঝাঁপ দেন যুবক ।

ইলেকট্রিক পোস্টে উঠে নৃত্য যুবকের

আরও পড়ুন : রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের এটিএম ভাঙার চেষ্টায় গ্রেফতার মানসিক ভারসাম্যহীন যুবক

ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায় । যদিও ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি । এলাকার মানুষের অনুমান, ওই যুবক মানসিক ভারসাম্যহীন।

আরামবাগ , 7 মে : ইলেকট্রিক পোস্টে উঠে নৃত্য এক যুবকের (Young Man On Electric Post) ৷ বিষয়টি নজরে আসতেই এলাকার মানুষজন তাঁকে ইলেকট্রিক খুটি থেকে নামার অনুরোধ করেন । সেই যুবক তখন হঠাৎ ঝাঁপ দেন মাটিতে ৷ ঘটনাটি আরামবাগের গড়বাড়ি এলাকার ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে গড়বাড়ি এলাকায় মূল সড়কের পাশে একটি ইলেকট্রিক পোস্টের উপর এক যুবক উঠে পড়েন । বিষয়টি নজরে আসতেই এলাকার মানুষজন তাঁকে ইলেকট্রিক খুঁটি থেকে নামার অনুরোধ করেন । কিন্তু কোনও কথাতেই কর্ণপাত করেননি তিনি ৷ উল্টে ইলেকট্রিক পোস্টের উপর নাচ করতে শুরু করেন । অবশেষে খবর দেওয়া হয় আরামবাগ থানা ও দমকল বিভাগে । তারাও এসে যুবককে ইলেকট্রিক পোস্ট থেকে নামতে অনুরোধ করেন । কিন্তু নামেননি । অবশেষে সটান খুঁটির মাথা থেকে মাটিতে ঝাঁপ দেন যুবক ।

ইলেকট্রিক পোস্টে উঠে নৃত্য যুবকের

আরও পড়ুন : রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের এটিএম ভাঙার চেষ্টায় গ্রেফতার মানসিক ভারসাম্যহীন যুবক

ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায় । যদিও ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি । এলাকার মানুষের অনুমান, ওই যুবক মানসিক ভারসাম্যহীন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.