ETV Bharat / state

কনেযাত্রী বোঝাই গাড়িতে লরির ধাক্কায় মৃত এক, আহত ২০ - dead

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের, আহত ২০। ঘটনাটি হুগলির মহেশ্বরপুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের। আহতরা সবাই বিয়েবাড়ি থেকে ট্রাক্টরে চেপে ফিরছিলেন। কনেযাত্রী হিসেবে গুড়াপে গিয়েছিলেন তাঁরা।

কনেযাত্রী বোঝাই গাড়িতে লরির ধাক্কা
author img

By

Published : Feb 28, 2019, 1:53 PM IST

মহেশ্বরপুর (হুগলি), ২৮ ফেব্রুয়ারি : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের, আহত ২০। ঘটনাটি হুগলির মহেশ্বরপুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের। আহতরা সবাই বিয়েবাড়ি থেকে ট্রাক্টরে চেপে ফিরছিলেন। কনেযাত্রী হিসেবে গুড়াপে গিয়েছিলেন তাঁরা। সেই ট্রাক্টরে পিছন থেকে ধাক্কা মারে একটি লরি। ঘটনার পর পালিয়ে যায় চালক।

ভিডিয়োয় দেখুন

গতরাতে গুড়াপ থেকে কনেযাত্রী বোঝাই দুটি ট্রাক্টর বিয়েবাড়ি থেকে ফিরছিল। পথে দাদপুরের মহেশ্বরপুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে দাঁড়িয়েছিল ট্রাক্টর দুটি। হঠাৎই পিছন থেকে এসে একটি ট্রাক্টরের পিছনে ধাক্কা মারে একটি লরি। ঘটনায় আহত হন ২০ জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দাদপুর থানার পুলিশ। আহতদের চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মারা যান ১ জন। নাম গোপাল মান্ডি। বাকিদের চিকিৎসা চলছে।

মহেশ্বরপুর (হুগলি), ২৮ ফেব্রুয়ারি : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের, আহত ২০। ঘটনাটি হুগলির মহেশ্বরপুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের। আহতরা সবাই বিয়েবাড়ি থেকে ট্রাক্টরে চেপে ফিরছিলেন। কনেযাত্রী হিসেবে গুড়াপে গিয়েছিলেন তাঁরা। সেই ট্রাক্টরে পিছন থেকে ধাক্কা মারে একটি লরি। ঘটনার পর পালিয়ে যায় চালক।

ভিডিয়োয় দেখুন

গতরাতে গুড়াপ থেকে কনেযাত্রী বোঝাই দুটি ট্রাক্টর বিয়েবাড়ি থেকে ফিরছিল। পথে দাদপুরের মহেশ্বরপুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে দাঁড়িয়েছিল ট্রাক্টর দুটি। হঠাৎই পিছন থেকে এসে একটি ট্রাক্টরের পিছনে ধাক্কা মারে একটি লরি। ঘটনায় আহত হন ২০ জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দাদপুর থানার পুলিশ। আহতদের চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মারা যান ১ জন। নাম গোপাল মান্ডি। বাকিদের চিকিৎসা চলছে।

Intro:বিয়ে থেকে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায়।তাতে মৃত এক ব্যক্তি, আহত আরো কুড়ি।এরা প্রত্যেকেই ভর্তি চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে।তাদের বাড়ি ব্যাতায়। গতকাল গভীর রাতে গুরাপ থেকে ব্যাতা ফেরার সময় দাদপুরের মহেশ্বরপুরের কাছে দূর্ঘটনা ঘটে।তাতে হাসপাতালে নিয়ে এলে মৃত্যু হয় গোপাল মান্ডি ।বাকিদের চিকিৎসা চলছে।ঘাতক লরি ও ড্রাইভার পলাতক।ঘটানাস্থানে দাদপুর থানার পুলিশ।
Body:কনেযাত্রী বোঝাই দুটি ট্রাকটর গুঁড়াপে বিয়ে বাড়ি গিয়েছিল।ফেরার সময় মহেশ্বরপুরের কাছে দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে দাঁড়িয়ে ছিল।এর মধ্যে একটি ট্রাকটার কে পিছন থেকে একটি লরি ধাক্কা মেরে চলে যায়।আহত হয় ট্রাকটরের সব যাত্রীকে উদ্ধার করে ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠায় দাদপুর থানার পুলিশ।সেখানে মৃত্যু হয় গোপাল নামে এক কনেযাত্রীর।বাকিদের চিকিৎসা চলছে।
আহত সলমা মুর্মূ ও প্রশান্ত টুডু সবাই বাথরুম করার জন্য ট্রাকটার থেকে নিচে নেমে ছিলাম।আবার ট্রাক্টারটারে বসতেই এই দুর্ঘটনা।তার পর আমাদের বাড়িতে খবর দেওয়া হয়।অ্যাম্বুলেন্স ও ট্রাকটারে করে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.