ETV Bharat / state

পুলিশ অফিসারদের সুন্দরবনের বাঘকে দিয়ে খাওয়াব : সায়ন্তন - sayantan bose in arambagh

আরামবাগে দলীয় কর্মিসভায় এসে রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, যে সমস্ত পুলিশ তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে, দল ক্ষমতায় এলে তাদের সুন্দরবনে নিয়ে গিয়ে বাঘের পেটে খাওয়ানোর ব্যবস্থা করা হবে ৷

সায়ন্তন বসু
author img

By

Published : Sep 15, 2019, 11:45 PM IST

আরামবাগ, 15 সেপ্টেম্বর : রাজ্যে BJP ক্ষমতায় এলে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷ আরামবাগে দলীয় কর্মিসভায় এসে রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, যে সমস্ত পুলিশ তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে, দল ক্ষমতায় এলে তাদের সুন্দরবনে নিয়ে গিয়ে বাঘের পেটে খাওয়ানোর ব্যবস্থা করা হবে ৷

আজ আরামবাগে এসে দলীয় কর্মীদের সাথে একটি বৈঠক করেন ৷ সেখানে হাজির ছিলেন আরামবাগ BJP-র জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ সহ একাধিক কার্যকর্তা ৷ বৈঠক শেষে সায়ন্তন বসু বলেন, " বীরভূম জেলার BJP-র যুব সভাপতি ধ্রুব সাহাকে গ্রেপ্তার করা হয়েছে ৷ যারা আমাদের কার্যকর্তাকে খুন করল তাদের কাউকে ধরতে পারল না পুলিশ ৷ এখন তৃণমূলের ক্যাডারের পরিণত হয়েছে পুলিশ ৷ বীরভূমের যে সমস্ত পুলিশ কর্তারা এসব কাজ করেছেন তারা লিখে রেখে দিন, আমরা ক্ষমতায় আসলে তাঁদের সুন্দরবনের বাঘকে খাওয়ানো ব্যবস্থা করব ৷"

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে চপ, মুড়ি, বোমা, চোলাই ছাড়া আর কোনও শিল্প নেই : সায়ন্তন

পাশাপাশি আজ সায়ন্তন বসু কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারের আত্মগোপন প্রসঙ্গে বলেন, " উনি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ফেরার হতে পারেন ৷ তবে আইনের হাত অনেক লম্বা ৷ যা ব্যবস্থা নেওয়ার তা কোর্ট আর CBI নেবে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও এরকম কোনও ব্যক্তিকে বাঁচাতে পারবেন না ৷ " পুলিশের বিরুদ্ধে সায়ন্তন বসুর করা মন্তব্য প্রসঙ্গে আরামবাগের তৃণমূল নেতা তথা আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী বলেন, " পুলিশ আইনের রক্ষক৷ পুলিশ সমাজকে রক্ষা করে ৷ তাই এধরনের মন্তব্য থেকে ওঁর বিরত থাকা উচিত ৷"

আরামবাগ, 15 সেপ্টেম্বর : রাজ্যে BJP ক্ষমতায় এলে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷ আরামবাগে দলীয় কর্মিসভায় এসে রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, যে সমস্ত পুলিশ তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে, দল ক্ষমতায় এলে তাদের সুন্দরবনে নিয়ে গিয়ে বাঘের পেটে খাওয়ানোর ব্যবস্থা করা হবে ৷

আজ আরামবাগে এসে দলীয় কর্মীদের সাথে একটি বৈঠক করেন ৷ সেখানে হাজির ছিলেন আরামবাগ BJP-র জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ সহ একাধিক কার্যকর্তা ৷ বৈঠক শেষে সায়ন্তন বসু বলেন, " বীরভূম জেলার BJP-র যুব সভাপতি ধ্রুব সাহাকে গ্রেপ্তার করা হয়েছে ৷ যারা আমাদের কার্যকর্তাকে খুন করল তাদের কাউকে ধরতে পারল না পুলিশ ৷ এখন তৃণমূলের ক্যাডারের পরিণত হয়েছে পুলিশ ৷ বীরভূমের যে সমস্ত পুলিশ কর্তারা এসব কাজ করেছেন তারা লিখে রেখে দিন, আমরা ক্ষমতায় আসলে তাঁদের সুন্দরবনের বাঘকে খাওয়ানো ব্যবস্থা করব ৷"

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে চপ, মুড়ি, বোমা, চোলাই ছাড়া আর কোনও শিল্প নেই : সায়ন্তন

পাশাপাশি আজ সায়ন্তন বসু কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারের আত্মগোপন প্রসঙ্গে বলেন, " উনি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ফেরার হতে পারেন ৷ তবে আইনের হাত অনেক লম্বা ৷ যা ব্যবস্থা নেওয়ার তা কোর্ট আর CBI নেবে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও এরকম কোনও ব্যক্তিকে বাঁচাতে পারবেন না ৷ " পুলিশের বিরুদ্ধে সায়ন্তন বসুর করা মন্তব্য প্রসঙ্গে আরামবাগের তৃণমূল নেতা তথা আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী বলেন, " পুলিশ আইনের রক্ষক৷ পুলিশ সমাজকে রক্ষা করে ৷ তাই এধরনের মন্তব্য থেকে ওঁর বিরত থাকা উচিত ৷"

Intro:Body:যে সমস্ত পুলিশ তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে, বিজেপি ক্ষমতায় এলে সেই সমস্ত পুলিশদের সুন্দরবনে নিয়ে গিয়ে বাঘের পেটে খাওয়ানোর ব্যবস্থা করব। আরামবাগের দলীয় কর্মী সভায় এসে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

রবিবার আরামবাগে এসে দলীয় কর্মী দের সাথে একটি গোপন বৈঠক করেন। সেখানে হাজির ছিলেন আরামবাগ বিজেপি এর জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ সহ একাধিক কার্যকর্তা।
বৈঠক শেষে তিনি সাংবাদিক দের মুখোমুখি হয়ে সায়ান্তন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের উনারা দলের সদস্য পদ গ্রহণ করেছেন এখনো কোনো দায়িত্ব পাননি।
পার্টির কোন দায়িত্ব নিয়ে কাজ করছে এমন কোন পরিস্থিতি তৈরি হয়নি। উনারা কোন দলে থাকবেন বা না থাকবেন সেটা ওনারাই ঠিক করবেন।
পুলিশ কমিশনার রাজীব কুমার প্রসঙ্গে বলেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উনি ফেরার হতে পারেন। আইনের হাত অনেক লম্বা যা ব্যবস্থা নেওয়ার কোর্ট বা সিবিআই নেবে।মমতা বন্দোপাধ্যায় চাইলেও এরকম কোন ব্যক্তিকে বাঁচাতে পারবে না।
বীরভূম জেলার বিজেপির যুব সভাপতি কে গ্রেফতার করার প্রসঙ্গে তিনি বলেন যারা আমাদের কার্যকর্তা কে খুন করল তাদের কাউকে ধরতে পারল না পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করল পুলিশ এখন তৃণমূলের ক্যাডারের পরিণত হয়েছে বীরভূমের যে সমস্ত পুলিশ কর্তারা এসব কাজ করছেন তারা লিখে রেখে দিন আমরা ক্ষমতায় আসলে তাদের কে সুন্দরবনের বাঘের পেটে খাওয়ানো ব্যবস্থা করব।
সায়ন্তনের পুলিশের বিরুদ্ধে করা মন্তব্য প্রসঙ্গে আরামবাগ তৃণমূল নেতা তথা আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী বলেন পুলিশ আইনের রক্ষক,পুলিশ সমাজ কে রক্ষা করে তাই এধরণের হিংসাত্বক মন্তব্য থেকে উনি যেন বিরত থাকেন তার জন্য অনুরোধ করছি।আপনারা উন্নয়ন করুন।আপনারা দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন।আরামবাগে রেল বন্ধ করে রেখেছেন ।এ ধরণের কথা না বলে উন্নয়নের কথা বলুন।

wb_hgl_01_arambagh_sayantan_copi_10007

B_1_ সায়ন্তন বসু।
B_2_স্বপন নন্দী(আরামবাগ তৃণমূল নেতা)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.