আরামবাগ, 15 সেপ্টেম্বর : রাজ্যে BJP ক্ষমতায় এলে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷ আরামবাগে দলীয় কর্মিসভায় এসে রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, যে সমস্ত পুলিশ তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে, দল ক্ষমতায় এলে তাদের সুন্দরবনে নিয়ে গিয়ে বাঘের পেটে খাওয়ানোর ব্যবস্থা করা হবে ৷
আজ আরামবাগে এসে দলীয় কর্মীদের সাথে একটি বৈঠক করেন ৷ সেখানে হাজির ছিলেন আরামবাগ BJP-র জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ সহ একাধিক কার্যকর্তা ৷ বৈঠক শেষে সায়ন্তন বসু বলেন, " বীরভূম জেলার BJP-র যুব সভাপতি ধ্রুব সাহাকে গ্রেপ্তার করা হয়েছে ৷ যারা আমাদের কার্যকর্তাকে খুন করল তাদের কাউকে ধরতে পারল না পুলিশ ৷ এখন তৃণমূলের ক্যাডারের পরিণত হয়েছে পুলিশ ৷ বীরভূমের যে সমস্ত পুলিশ কর্তারা এসব কাজ করেছেন তারা লিখে রেখে দিন, আমরা ক্ষমতায় আসলে তাঁদের সুন্দরবনের বাঘকে খাওয়ানো ব্যবস্থা করব ৷"
আরও পড়ুন : পশ্চিমবঙ্গে চপ, মুড়ি, বোমা, চোলাই ছাড়া আর কোনও শিল্প নেই : সায়ন্তন
পাশাপাশি আজ সায়ন্তন বসু কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারের আত্মগোপন প্রসঙ্গে বলেন, " উনি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ফেরার হতে পারেন ৷ তবে আইনের হাত অনেক লম্বা ৷ যা ব্যবস্থা নেওয়ার তা কোর্ট আর CBI নেবে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও এরকম কোনও ব্যক্তিকে বাঁচাতে পারবেন না ৷ " পুলিশের বিরুদ্ধে সায়ন্তন বসুর করা মন্তব্য প্রসঙ্গে আরামবাগের তৃণমূল নেতা তথা আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী বলেন, " পুলিশ আইনের রক্ষক৷ পুলিশ সমাজকে রক্ষা করে ৷ তাই এধরনের মন্তব্য থেকে ওঁর বিরত থাকা উচিত ৷"