ETV Bharat / state

মায়ের রান্নাঘরে অর্ধেক ডিম ! কটাক্ষ লকেটের - মায়ের রান্নাঘর

গতকাল চন্দননগরের জাহ্নবী হোটেলে মায়ের রান্নাঘর প্রকল্পে গরিবদের পাতে দেওয়া হয়েছে অর্ধেক ডিম । এতে তাঁরা বিনা অভিযোগে তৃপ্তি করে খেলেও শুরু হয়েছে রাজনৈতিক সমালোচনা ।

west bengal assembly election 2021
চন্দননগরে অর্ধেক ডিম ভাতেও খুশি
author img

By

Published : Feb 17, 2021, 1:34 PM IST

চন্দননগর, 17 ফেব্রুয়ারি : মায়ের রান্নাঘর শুরু হয়ে গিয়েছে সোমবার থেকে । মাত্র পাঁচ টাকার বিনিময়ে মিলছে দুপরের খাবার ডিম ভাত । তবে গতকাল চন্দননগরের চিত্র অন্যরকম । কথা মতো ডিমই দেওয়া হয়েছে । তবে অর্ধেক । তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । তবে অর্ধেক ডিম নিয়ে কোনও অভিযোগ নেই এলাকার দুঃস্থ মানুষেরা । আনন্দেই খেয়েছেন তাঁরা ।

15 ফেব্রুয়ারি থেকে কলকাতাসহ রাজ্যের 27 টি জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেছেন মা প্রকল্প । এবং কী কী খাবার দেওয়া হবে সেটাও তিনি সেটাও তিনি জানিয়ে দিয়েছেন । চন্দননগরে রবীন্দ্রভবনের পাশে জাহ্নবী হোটেলে এই মা কিচেন চালু হয়েছে । তাতে রয়েছে প্রতিদিন 50 জনের খাবারের ব্যবস্থা । গতকাল ওই 50 জনের পাতে কথা মতো ভাত তরকারি সবই পড়েছে তবে ডিমের বেলা অর্ধেক । অভিযোগ নেই তাতে । খুশি মনে খেলেন পিছিয়ে পড়া গরিব মানুষেরা ।

তবে অর্ধেক ডিম দেওয়ার এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা । বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, "অর্ধেক ডিম মানুষের কাছে, অর্ধেক ডিম কালীঘাটে । এখানেও কাটমানি খাচ্ছে । ভোটের জন্যে এই প্রকল্প । গরিব মানুষদের খাওয়ানোর হলে লকডাউনেই খাওয়াতে পারতেন । তা না করে ভোটের মুখে শুরু করেছেন । সেখানেও কাটমানি । মানুষ এদের বুঝে গেছে ।"

মায়ের রান্নাঘরে অর্ধেক ডিম ভাতেও খুশি

আরও পড়ুন : রাজ্য়ের ডিম-ভাত নিয়ে তৃণমূলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ বিজেপির, পালটা জবাব ফিরহাদের

তবে অর্ধেক ডিমের দেওয়ার ব্যাপারে চন্দননগর পৌরনিগমের কমিশনার স্বপন কুমার কুণ্ডু বলেন, "আপাতত জাহ্নবী ক্যান্টিনে 50 জনের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে । প্রতিদিন গোটা ডিম দেওয়া হচ্ছে ।" মঙ্গলবার অর্ধেক ডিম দেওয়া নিয়ে কিছুটা সাফাই দিয়ে তিনি বলেন, ওইদিন লোক সংখ্যা বেশি থাকায় কর্মীরা অর্ধেক ডিম দিয়েছে ।

চন্দননগর, 17 ফেব্রুয়ারি : মায়ের রান্নাঘর শুরু হয়ে গিয়েছে সোমবার থেকে । মাত্র পাঁচ টাকার বিনিময়ে মিলছে দুপরের খাবার ডিম ভাত । তবে গতকাল চন্দননগরের চিত্র অন্যরকম । কথা মতো ডিমই দেওয়া হয়েছে । তবে অর্ধেক । তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । তবে অর্ধেক ডিম নিয়ে কোনও অভিযোগ নেই এলাকার দুঃস্থ মানুষেরা । আনন্দেই খেয়েছেন তাঁরা ।

15 ফেব্রুয়ারি থেকে কলকাতাসহ রাজ্যের 27 টি জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেছেন মা প্রকল্প । এবং কী কী খাবার দেওয়া হবে সেটাও তিনি সেটাও তিনি জানিয়ে দিয়েছেন । চন্দননগরে রবীন্দ্রভবনের পাশে জাহ্নবী হোটেলে এই মা কিচেন চালু হয়েছে । তাতে রয়েছে প্রতিদিন 50 জনের খাবারের ব্যবস্থা । গতকাল ওই 50 জনের পাতে কথা মতো ভাত তরকারি সবই পড়েছে তবে ডিমের বেলা অর্ধেক । অভিযোগ নেই তাতে । খুশি মনে খেলেন পিছিয়ে পড়া গরিব মানুষেরা ।

তবে অর্ধেক ডিম দেওয়ার এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা । বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, "অর্ধেক ডিম মানুষের কাছে, অর্ধেক ডিম কালীঘাটে । এখানেও কাটমানি খাচ্ছে । ভোটের জন্যে এই প্রকল্প । গরিব মানুষদের খাওয়ানোর হলে লকডাউনেই খাওয়াতে পারতেন । তা না করে ভোটের মুখে শুরু করেছেন । সেখানেও কাটমানি । মানুষ এদের বুঝে গেছে ।"

মায়ের রান্নাঘরে অর্ধেক ডিম ভাতেও খুশি

আরও পড়ুন : রাজ্য়ের ডিম-ভাত নিয়ে তৃণমূলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ বিজেপির, পালটা জবাব ফিরহাদের

তবে অর্ধেক ডিমের দেওয়ার ব্যাপারে চন্দননগর পৌরনিগমের কমিশনার স্বপন কুমার কুণ্ডু বলেন, "আপাতত জাহ্নবী ক্যান্টিনে 50 জনের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে । প্রতিদিন গোটা ডিম দেওয়া হচ্ছে ।" মঙ্গলবার অর্ধেক ডিম দেওয়া নিয়ে কিছুটা সাফাই দিয়ে তিনি বলেন, ওইদিন লোক সংখ্যা বেশি থাকায় কর্মীরা অর্ধেক ডিম দিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.