ETV Bharat / state

Viral Video of TMC Leader : সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীর ভাইরাল ভিডিয়ো, অস্বস্তিতে রিষড়া তৃণমূল - Viral Video of TMC MP Aparupa Poddars Husband Sakir Ali

আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীর ভাইরাল ভিডিয়োর জেরে অস্বস্তিতে হুগলি তৃণমূল নেতৃত্ব ৷ এক প্রাথমিক স্কুল শিক্ষক এবং তাঁর পরিবারকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ সাংসদের স্বামী তথা রিষড়া পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সাকির আলির বিরুদ্ধে (Viral Video of TMC MP Aparupa Poddars Husband Sakir Ali) ৷

viral-video-of-tmc-mp-aparupa-poddars-husband-sakir-ali
viral-video-of-tmc-mp-aparupa-poddars-husband-sakir-ali
author img

By

Published : Jan 29, 2022, 1:22 PM IST

Updated : Jan 29, 2022, 1:50 PM IST

রিষড়া, 29 জানুয়ারি : ফেব্রুয়ারি মাসে রাজ্যের একশোর বেশি পৌরসভার সম্ভাব্য নির্বাচন ৷ তার আগে রিষড়া পৌরসভা এলাকার একটি ভাইরাল ভিডিয়োকে ঘিরে অস্বস্তিতে শাসকদল তৃণমূল (Viral Video of TMC Leader) ৷ ভিডিয়োটি রিষড়া পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সাকির আলির বলে দাবি করা হয়েছে (Viral Video of TMC MP Aparupa Poddars Husband Sakir Ali) ৷ আরও নির্দিষ্ট করে বললে, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলির (ইটিভি ভারত ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ৷ যেখানে সাকির আলির বিরুদ্ধে তাঁর লোকজন নিয়ে একটি বাড়িতে ঢুকে মহিলাদের গালাগালি করতে শোনা গিয়েছে ৷

আর যে বাড়িতে সাকির আলি ঢুকেছেন বলে অভিযোগ ৷ সেটি রিষড়া বাঘখাল উর্দু প্রাথমিক স্কুলের শিক্ষক নাসিম আখতারের বাড়ি ৷ অভিযোগ, 2021 সালের 6 সেপ্টেম্বর রাতে লোকজন নিয়ে গিয়ে নাসিম আখতার সহ তাঁর পরিবারকে ওই বাড়ি থেকে বের করে দেন সাকির আলি ৷ এমনকি বাড়ির মহিলাদের হেনস্থার অভিযোগও উঠেছে ৷ নাসিম আখতার এবং তাঁর স্ত্রী আনসারি খাতুন আরামবাগের সাংসদের স্বামীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছেন ৷ যদিও, পাল্টা নাসিম আখতার ও তাঁর পরিবারের বিরুদ্ধে বাড়িটি জবর দখল করার অভিযোগ এনেছেন সাকির আলি ৷

নাসিম আখতার অভিযোগ করেছেন, তিনি 2020 সালে বাড়িটি কেনার পর দেড় লক্ষ টাকা তোলা নেন সাকির ৷ এর পর আরও 10 লক্ষ টাকা চান সাকির আলি ৷ সেই টাকা দিতে অস্বীকার করায় নাসিমকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ সেই মামলায় আপাতত জামিনে মুক্ত প্রাথমিকের স্কুল শিক্ষক ৷ তাঁরা ওই বাড়িতে না থাকলেও এখনও আতঙ্কে রয়েছেন বলে জানান নাসিম এবং তাঁর স্ত্রী ৷

দলীয় সাংসদের স্বামীর ভিডিয়ো ভাইরাল হওয়ায় অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির

আরও পড়ুন : Viral Video of Dhulian TMC Leader : জলের বদলে বিষ দেওয়ার হুমকি! ধুলিয়ানে তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক

যদিও, নাসিম আখতারের বিরুদ্ধে ওই বাড়িটি এক গরিব বৃদ্ধার থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন সাকির আলি ৷ তিনি ভাইরাল ভিডিয়োটি সত্যি বলে মানলেও, কিছু কিছু ক্ষেত্রে এডিট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, আরিফা খাতুন নামে এক বৃদ্ধার প্রথম স্বামীর বাড়ি সেটি ৷ নাসিম আখতার তাঁকে তাড়িয়ে বাড়িটি দখল নিতে চেয়েছিল বলে অভিযোগ ৷ পুরো ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন স্কুল শিক্ষক নাসিম আখতার ৷

যদিও গোটা ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে (TMC Inner Clash) দায়ী করেছে বিরোধীরা ৷ তাদের মতে, রিষড়া তৃণমূলের জাহিদ হাসান খান এবং সাকির আলি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে ৷ প্রসঙ্গত, সম্প্রতি অভিষেকের ডায়মন্ডহারবার মডেল নিয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা এবং তা নিয়ে কল্যাণের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন সাংসদ অপরূপা পোদ্দার ৷ গোটা ঘটনায় সংসদীয় কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অপরূপাকে পোদ্দারকে ভর্ৎসনা করেন বলে খবর ৷ আর সেই রেশ যখন টাটকা ৷ তখনই অপরূপার স্বামীর ভাইরাল ভিডিয়ো পৌর নির্বাচনের আগে হুগলি তৃণমূল নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছে ৷

রিষড়া, 29 জানুয়ারি : ফেব্রুয়ারি মাসে রাজ্যের একশোর বেশি পৌরসভার সম্ভাব্য নির্বাচন ৷ তার আগে রিষড়া পৌরসভা এলাকার একটি ভাইরাল ভিডিয়োকে ঘিরে অস্বস্তিতে শাসকদল তৃণমূল (Viral Video of TMC Leader) ৷ ভিডিয়োটি রিষড়া পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সাকির আলির বলে দাবি করা হয়েছে (Viral Video of TMC MP Aparupa Poddars Husband Sakir Ali) ৷ আরও নির্দিষ্ট করে বললে, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলির (ইটিভি ভারত ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ৷ যেখানে সাকির আলির বিরুদ্ধে তাঁর লোকজন নিয়ে একটি বাড়িতে ঢুকে মহিলাদের গালাগালি করতে শোনা গিয়েছে ৷

আর যে বাড়িতে সাকির আলি ঢুকেছেন বলে অভিযোগ ৷ সেটি রিষড়া বাঘখাল উর্দু প্রাথমিক স্কুলের শিক্ষক নাসিম আখতারের বাড়ি ৷ অভিযোগ, 2021 সালের 6 সেপ্টেম্বর রাতে লোকজন নিয়ে গিয়ে নাসিম আখতার সহ তাঁর পরিবারকে ওই বাড়ি থেকে বের করে দেন সাকির আলি ৷ এমনকি বাড়ির মহিলাদের হেনস্থার অভিযোগও উঠেছে ৷ নাসিম আখতার এবং তাঁর স্ত্রী আনসারি খাতুন আরামবাগের সাংসদের স্বামীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছেন ৷ যদিও, পাল্টা নাসিম আখতার ও তাঁর পরিবারের বিরুদ্ধে বাড়িটি জবর দখল করার অভিযোগ এনেছেন সাকির আলি ৷

নাসিম আখতার অভিযোগ করেছেন, তিনি 2020 সালে বাড়িটি কেনার পর দেড় লক্ষ টাকা তোলা নেন সাকির ৷ এর পর আরও 10 লক্ষ টাকা চান সাকির আলি ৷ সেই টাকা দিতে অস্বীকার করায় নাসিমকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ সেই মামলায় আপাতত জামিনে মুক্ত প্রাথমিকের স্কুল শিক্ষক ৷ তাঁরা ওই বাড়িতে না থাকলেও এখনও আতঙ্কে রয়েছেন বলে জানান নাসিম এবং তাঁর স্ত্রী ৷

দলীয় সাংসদের স্বামীর ভিডিয়ো ভাইরাল হওয়ায় অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির

আরও পড়ুন : Viral Video of Dhulian TMC Leader : জলের বদলে বিষ দেওয়ার হুমকি! ধুলিয়ানে তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক

যদিও, নাসিম আখতারের বিরুদ্ধে ওই বাড়িটি এক গরিব বৃদ্ধার থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন সাকির আলি ৷ তিনি ভাইরাল ভিডিয়োটি সত্যি বলে মানলেও, কিছু কিছু ক্ষেত্রে এডিট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, আরিফা খাতুন নামে এক বৃদ্ধার প্রথম স্বামীর বাড়ি সেটি ৷ নাসিম আখতার তাঁকে তাড়িয়ে বাড়িটি দখল নিতে চেয়েছিল বলে অভিযোগ ৷ পুরো ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন স্কুল শিক্ষক নাসিম আখতার ৷

যদিও গোটা ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে (TMC Inner Clash) দায়ী করেছে বিরোধীরা ৷ তাদের মতে, রিষড়া তৃণমূলের জাহিদ হাসান খান এবং সাকির আলি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে ৷ প্রসঙ্গত, সম্প্রতি অভিষেকের ডায়মন্ডহারবার মডেল নিয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা এবং তা নিয়ে কল্যাণের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন সাংসদ অপরূপা পোদ্দার ৷ গোটা ঘটনায় সংসদীয় কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অপরূপাকে পোদ্দারকে ভর্ৎসনা করেন বলে খবর ৷ আর সেই রেশ যখন টাটকা ৷ তখনই অপরূপার স্বামীর ভাইরাল ভিডিয়ো পৌর নির্বাচনের আগে হুগলি তৃণমূল নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছে ৷

Last Updated : Jan 29, 2022, 1:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.