ETV Bharat / state

রাস্তা সারাইয়ের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীর - latest news of hooghly

রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখাল গ্রামবাসী । বহুদিন ধরেই রাস্তা খানাখন্দে ভরা । প্রশাসনের কাছে বারবার রাস্তা সারাইয়ের আর্জি করলেও কোনও লাভ হয়নি । আজ আরামবাগ থেকে বর্ধমান যাওয়ার রাস্তায় নৈশড়ায় অবরোধ করে তারা ।

বিক্ষোভ
বিক্ষোভ
author img

By

Published : Jun 6, 2020, 10:24 PM IST

আরামবাগ, 6 জুন: রাস্তা সারাইয়ের দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা । আরামবাগ থেকে বর্ধমান যাওয়ার রাস্তায় নৈশড়ায় অবরোধ করে বিক্ষোভ দেখায় শ'খানেক গ্রামবাসী । পরে আরামবাগ থানার পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ ।

হুগলির আরামবাগ থেকে বর্ধমান যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল । খানাখন্দে ভরতি । স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায় । প্রায়ই গাড়ি উলটে ঘটে দুর্ঘটনা । দুর্ভোগ পোহাতে হয় স্কুল পড়ুয়াদের । এমন কী কৃষিজ পণ্য বাজারে নিয়ে যেতেও অসুবিধার সম্মুখীন হয় চাষিরা । এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারে দাবি জানিয়ে আসছে । কিন্তু, এখনও সংস্কার না হওয়ায় ক্ষোভ জমছিল মানুষের মধ্যে । আজ সকালে নৈশড়া এলাকায় মাল ভরতি একটি লরি উলটে বিপত্তি ঘটে । বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচে পথচলতি কয়েকজন । তারপরই রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ শুরু করে উত্তেজিত জনতা ।

দু'ঘন্টার উপর ধরে চলে অবরোধ । নৈশড়া, দাসপাড়া, দক্ষিণপাড়া, কৃতিচন্দ্রপুরসহ কয়েকটি গ্রামের মানুষ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান । অবরোধের জেরে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে পড়ে যান চলাচল । ঘটনাস্থানে আসে আরামবাগ থানার পুলিশ । প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত রাস্তা মেরামতির কাজ শুরু হবে বলে আশ্বাস দেওয়া হয় । এরপর অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা । তবে রাস্তা সারাইয়ের কাজ দ্রুত শুরু না হলে আগামী দিনে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে স্থানীয়রা ।

আরামবাগ, 6 জুন: রাস্তা সারাইয়ের দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা । আরামবাগ থেকে বর্ধমান যাওয়ার রাস্তায় নৈশড়ায় অবরোধ করে বিক্ষোভ দেখায় শ'খানেক গ্রামবাসী । পরে আরামবাগ থানার পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ ।

হুগলির আরামবাগ থেকে বর্ধমান যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল । খানাখন্দে ভরতি । স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায় । প্রায়ই গাড়ি উলটে ঘটে দুর্ঘটনা । দুর্ভোগ পোহাতে হয় স্কুল পড়ুয়াদের । এমন কী কৃষিজ পণ্য বাজারে নিয়ে যেতেও অসুবিধার সম্মুখীন হয় চাষিরা । এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারে দাবি জানিয়ে আসছে । কিন্তু, এখনও সংস্কার না হওয়ায় ক্ষোভ জমছিল মানুষের মধ্যে । আজ সকালে নৈশড়া এলাকায় মাল ভরতি একটি লরি উলটে বিপত্তি ঘটে । বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচে পথচলতি কয়েকজন । তারপরই রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ শুরু করে উত্তেজিত জনতা ।

দু'ঘন্টার উপর ধরে চলে অবরোধ । নৈশড়া, দাসপাড়া, দক্ষিণপাড়া, কৃতিচন্দ্রপুরসহ কয়েকটি গ্রামের মানুষ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান । অবরোধের জেরে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে পড়ে যান চলাচল । ঘটনাস্থানে আসে আরামবাগ থানার পুলিশ । প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত রাস্তা মেরামতির কাজ শুরু হবে বলে আশ্বাস দেওয়া হয় । এরপর অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা । তবে রাস্তা সারাইয়ের কাজ দ্রুত শুরু না হলে আগামী দিনে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে স্থানীয়রা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.