ETV Bharat / state

ভদ্রেশ্বরসহ অন্য রেলস্টেশন সংলগ্ন সাবওয়েগুলি চওড়া করার দাবি হুগলিবাসীর

ভদ্রেশ্বর স্টেশন যাত্রী ও যানবাহনের যাতায়াতের জন্য একটি মাত্র সাবওয়ে । ফলে যানজটে পড়ে নাকাল শহরবাসী । দীর্ঘদিন ধরে এইভাবে চলছে । কোনও সুরাহা হয়নি । আজ পর্যন্ত হুগলির সাংসদ ও বিধায়কদের বারবার জানিয়েও একই পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন স্কুল পড়ুয়া থেকে মুমূর্ষ রোগী । তাই নতুন উড়ালপুলের দাবি করছেন হুগলি জেলার মানুষ ।

hooghly
hooghly
author img

By

Published : Jan 31, 2020, 1:56 PM IST

ভদ্রেশ্বর, 31 জানুয়ারি : আগামীকাল এই বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । বাজেট নিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার মানুষের রয়েছে একাধিক প্রত্যাশা । উন্নত অর্থনীতি ও অবস্থা আশা করে রয়েছেন তাঁরা । একইরকমভাবে হুগলি জেলার বাসিন্দাদেরও প্রত্যাশা রয়েছে রেল বাজেট নিয়ে । ভদ্রেশ্বর সহ অন্যান্য রেল স্টেশনের সঙ্গে যুক্ত সাবওয়েগুলিকে চওড়া করুক রেলকর্তৃপক্ষ । অথবা তৈরি হোক নতুন উড়ালপুল, দাবি করছেন হুগলি জেলার মানুষ ।

ভদ্রেশ্বর স্টেশন যাত্রী ও যানবাহনের যাতায়াতের জন্য একটি মাত্র সাবওয়ে । ফলে তীব্র যানজটে পড়ে নাকাল শহরবাসী । দীর্ঘদিন ধরে এইভাবে চলছে । কোনও সুরাহা হয়নি । আজ পর্যন্ত হুগলির সাংসদ ও বিধায়কদের বারবার জানিয়েও একই পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন স্কুল পড়ুয়া থেকে মুমূর্ষ রোগী । যানজটের ফলে দীর্ঘক্ষণ আটকে থাকে একাধিক যানবাহন ।

কী চাইছেন হুগলিবাসী ?

স্থানীয় মানুষের দাবি, বহু বছর আগে লোকসংখ্যা কম থাকায় একটি সাবওয়েতে যাতায়াত করা যেত । বর্তমানে নগরায়ণের ফলে মানুষ ও গাড়ির সংখ্যা বেড়েছেব । ফলে জি টি রোড ও দিল্লি রোডের সংযোগকারী এই স্টেশন রোড রুট মাঝেমধ্যেই পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায় । বিশেষ করে স্কুল ও অফিস যাওয়ার সময় মানুষের দুর্ভোগ বাড়ে । তারপরেও একটু বৃষ্টিতে জল জমে যায় রেল সাবওয়েতে । চলতি বছরের রেল বাজেটে ভদ্রেশ্বর সহ এই ধরণের সাবওয়েগুলিকে চওড়া করা অত্যন্ত প্রয়োজন অন্যথা উড়ালপুলের ব্যবস্থা করুক রেল কর্তৃপক্ষ । না হলে ভবিষ্যতে পুরোপুরি অবরুদ্ধ হয়ে যাবে ভদ্রেশ্বর রেলস্টেশন ।

আরও পড়ুন : বিপর্যস্ত ব্যবসা, কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে নদিয়ার তাঁত শিল্প

ভদ্রেশ্বর, 31 জানুয়ারি : আগামীকাল এই বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । বাজেট নিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার মানুষের রয়েছে একাধিক প্রত্যাশা । উন্নত অর্থনীতি ও অবস্থা আশা করে রয়েছেন তাঁরা । একইরকমভাবে হুগলি জেলার বাসিন্দাদেরও প্রত্যাশা রয়েছে রেল বাজেট নিয়ে । ভদ্রেশ্বর সহ অন্যান্য রেল স্টেশনের সঙ্গে যুক্ত সাবওয়েগুলিকে চওড়া করুক রেলকর্তৃপক্ষ । অথবা তৈরি হোক নতুন উড়ালপুল, দাবি করছেন হুগলি জেলার মানুষ ।

ভদ্রেশ্বর স্টেশন যাত্রী ও যানবাহনের যাতায়াতের জন্য একটি মাত্র সাবওয়ে । ফলে তীব্র যানজটে পড়ে নাকাল শহরবাসী । দীর্ঘদিন ধরে এইভাবে চলছে । কোনও সুরাহা হয়নি । আজ পর্যন্ত হুগলির সাংসদ ও বিধায়কদের বারবার জানিয়েও একই পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন স্কুল পড়ুয়া থেকে মুমূর্ষ রোগী । যানজটের ফলে দীর্ঘক্ষণ আটকে থাকে একাধিক যানবাহন ।

কী চাইছেন হুগলিবাসী ?

স্থানীয় মানুষের দাবি, বহু বছর আগে লোকসংখ্যা কম থাকায় একটি সাবওয়েতে যাতায়াত করা যেত । বর্তমানে নগরায়ণের ফলে মানুষ ও গাড়ির সংখ্যা বেড়েছেব । ফলে জি টি রোড ও দিল্লি রোডের সংযোগকারী এই স্টেশন রোড রুট মাঝেমধ্যেই পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায় । বিশেষ করে স্কুল ও অফিস যাওয়ার সময় মানুষের দুর্ভোগ বাড়ে । তারপরেও একটু বৃষ্টিতে জল জমে যায় রেল সাবওয়েতে । চলতি বছরের রেল বাজেটে ভদ্রেশ্বর সহ এই ধরণের সাবওয়েগুলিকে চওড়া করা অত্যন্ত প্রয়োজন অন্যথা উড়ালপুলের ব্যবস্থা করুক রেল কর্তৃপক্ষ । না হলে ভবিষ্যতে পুরোপুরি অবরুদ্ধ হয়ে যাবে ভদ্রেশ্বর রেলস্টেশন ।

আরও পড়ুন : বিপর্যস্ত ব্যবসা, কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে নদিয়ার তাঁত শিল্প

Intro:ভদ্রেশ্বর স্টেশন যাত্রী ও যানবাহনের যাতায়াতের জন্য একটি মাত্র সাবওয়ে ।আর তার ফলেই তীব্র যানজটে পরে নাকাল শহরবাসী। দীর্ঘদিন ধরে এইভাবে চলে গেলেও কোন সুরাহা হয়নি ।আজ পর্যন্ত হুগলি সাংসদ ও বিধায়কে বারবার জানিয়েও একই পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন স্কুল পড়ুয়া থেকে মুমূর্ষু রোগী। এই যানজটের ফলে দীর্ঘক্ষন আটকে থাকে একাধিক যানবাহন ।স্থানীয় মানুষের দাবি বহু বছর আগে লোক সংখ্যা কম থাকায় একটি সাবওয়েতে যাতায়াত করা যেত। বর্তমানে নগরায়নের ফলে মানুষ গাড়ি সংখ্যা বেড়েছে। ফলে জি টি রোড ও দিল্লি রোড এর সংযোগকারী এই স্টেশন রোড রুটি মাঝেমধ্যেই পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায়। বিশেষ করে স্কুল অফিস টাইম গুলিতেই মানুষের দুর্ভোগ বাড়ে।তার পরেও একটু বৃষ্টিতেই জলমগ্ন হয় রেল সাবওয়ে টি। চলতি বছরের রেল বাজেটে ভদ্রেশ্বর সহ এই ধরনের সাবওয়ে গুলিকে চওড়া করা অত্যন্ত প্রয়োজন অন্যথা উড়ালপুলের ব্যবস্থা করুক রেল কর্তৃপক্ষ। না হলে ভবিষ্যতে পুরোপুরি অবরুদ্ধ হয়ে যাবে ভদ্রেশ্বর রেলস্টেশন।


Body:WB_HGL_BHADRESWAR RAIL SUBWAY PROBLEM_7203418


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.