ETV Bharat / state

উন্নয়ন নিয়ে দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তোপ তৃণমূল বিধায়কের - কানাইপুর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তোপ দাগলেন বিধায়ক প্রবীর ঘোষাল

বিধায়ক প্রবীর ঘোষালের অভিযোগ, তাঁর নামে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন কানাইপুর পঞ্চায়েতের প্রধান । তাঁর আরও অভিযোগ, নির্বাচনে হারানোর জন্য তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না ।

কানাইপুর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তোপ দাগলেন বিধায়ক প্রবীর ঘোষাল
কানাইপুর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তোপ দাগলেন বিধায়ক প্রবীর ঘোষাল
author img

By

Published : Jan 20, 2021, 10:48 PM IST

উত্তরপাড়া, 20 জানুয়ারি : কানাইপুর পঞ্চায়েতের রাস্তা সারাই ঘিরে তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব । বিধায়ক ও পঞ্চায়েত প্রধান একে অপরের বিরুদ্ধে সুর চড়ালেন । বিধায়কের অভিযোগ, তাঁকে নির্বাচনে হারানোর জন্যই রাস্তা সারানো হচ্ছে না । আর অভিযোগের তির কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদবের বিরুদ্ধে । উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছে । পালটা কানাইপুরের প্রধান আচ্ছেলাল যাদবের বক্তব্য, তিনি বিধায়কের পছন্দের মানুষ নন । তাই তাঁর বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে ।

প্রবীর ঘোষালের অভিযোগ, কোন্নগর স্টেশন থেকে দিল্লি রোড পর্যন্ত রাস্তা এক বছর হয়ে গেল খারাপ হয়েছে । গাড়ি চলাচল তো দূর, হাঁটাচলাও করা যায় না । এর ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে । পঞ্চায়েতের সদস্যরা বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি । এর আগেও এই রাস্তার উন্নয়ন নিয়ে মুখ খুলেছিলেন বিধায়ক । তারপরই কেএমডিএ-র মুখ্য ইঞ্জিনিয়ার রাস্তার অবস্থা খতিয়ে দেখেন । আচ্ছেলাল যাদবের নাম না করে প্রবীরবাবু বলেন, "আমারই দলের এক প্রধান অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন ওই ইঞ্জিনিয়ারকে । আমার নাম করে গালিগালাজ করা হয় ।"

আরও পড়ুন : বিক্ষুব্ধ-স্বর আটকে শনিবারের বারবেলায় স্বস্তি ফিরল তৃণমূল শিবিরে

বিধায়কের বক্তব্য, এসবের ফলে দলের ক্ষতি হচ্ছে । লোকসভা নির্বাচনের পর দলের রদবদল হয় । তারপর থেকে দলের মধ্যে অশান্তি লেগে রয়েছে । তাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত । কিন্তু তার জন্য কোনও ব্যবস্থা নেই বলে তিনি অভিযোগ করেন । পাশাপাশি প্রবীর ঘোষালের অভিযোগ, দলের মধ্যেই দু'টো ভাগ হয়ে গিয়েছে । সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পালটা মিছিল করতে নিষেধ করেছিলেন তিনি । কিন্তু তাঁকে অমান্য করে সিঙ্গুরে পালটা মিছিল করা হয় বলে অভিযোগ করেন তৃণমূল বিধায়ক । তাঁর মতে, বিরোধীদের এক্ষেত্রে লাভ হচ্ছে । পুরশুড়ায় আগামী 25 জানুয়ারি সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সভায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁকে জানানো হয়েছে বলে দাবি বিধায়কের । বাকি কেউ তাঁকে জানাননি বলে তাঁরক অভিযোগ ।

এদিকে বিধায়কের বিরুদ্ধে সুর চড়িয়েছেন আচ্ছেলাল যাদবও । তিনি বলেন, "বিধায়ক টিকিট পাবেন তারপরে তো নির্বাচনে লড়বেন । উত্তরপাড়া বিধানসভায় সেভাবে তাঁকে কাজ করতে দেখা যায়নি । বিধায়ক তহবিল থেকে কানাইপুর পঞ্চায়েতে একটা টাকাও তিনি দেননি" । আচ্ছেলাল যাদবের অভিযোগ, বিধায়ক অন্যদের সঙ্গে যোগসাজশ করে এসব কথা বলছেন । তিনি আসলে দলের ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন বলে তিনি অভিযোগ করেন ।

কানাইপুর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তোপ দাগলেন বিধায়ক প্রবীর ঘোষাল

উত্তরপাড়া, 20 জানুয়ারি : কানাইপুর পঞ্চায়েতের রাস্তা সারাই ঘিরে তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব । বিধায়ক ও পঞ্চায়েত প্রধান একে অপরের বিরুদ্ধে সুর চড়ালেন । বিধায়কের অভিযোগ, তাঁকে নির্বাচনে হারানোর জন্যই রাস্তা সারানো হচ্ছে না । আর অভিযোগের তির কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদবের বিরুদ্ধে । উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছে । পালটা কানাইপুরের প্রধান আচ্ছেলাল যাদবের বক্তব্য, তিনি বিধায়কের পছন্দের মানুষ নন । তাই তাঁর বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে ।

প্রবীর ঘোষালের অভিযোগ, কোন্নগর স্টেশন থেকে দিল্লি রোড পর্যন্ত রাস্তা এক বছর হয়ে গেল খারাপ হয়েছে । গাড়ি চলাচল তো দূর, হাঁটাচলাও করা যায় না । এর ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে । পঞ্চায়েতের সদস্যরা বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি । এর আগেও এই রাস্তার উন্নয়ন নিয়ে মুখ খুলেছিলেন বিধায়ক । তারপরই কেএমডিএ-র মুখ্য ইঞ্জিনিয়ার রাস্তার অবস্থা খতিয়ে দেখেন । আচ্ছেলাল যাদবের নাম না করে প্রবীরবাবু বলেন, "আমারই দলের এক প্রধান অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন ওই ইঞ্জিনিয়ারকে । আমার নাম করে গালিগালাজ করা হয় ।"

আরও পড়ুন : বিক্ষুব্ধ-স্বর আটকে শনিবারের বারবেলায় স্বস্তি ফিরল তৃণমূল শিবিরে

বিধায়কের বক্তব্য, এসবের ফলে দলের ক্ষতি হচ্ছে । লোকসভা নির্বাচনের পর দলের রদবদল হয় । তারপর থেকে দলের মধ্যে অশান্তি লেগে রয়েছে । তাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত । কিন্তু তার জন্য কোনও ব্যবস্থা নেই বলে তিনি অভিযোগ করেন । পাশাপাশি প্রবীর ঘোষালের অভিযোগ, দলের মধ্যেই দু'টো ভাগ হয়ে গিয়েছে । সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পালটা মিছিল করতে নিষেধ করেছিলেন তিনি । কিন্তু তাঁকে অমান্য করে সিঙ্গুরে পালটা মিছিল করা হয় বলে অভিযোগ করেন তৃণমূল বিধায়ক । তাঁর মতে, বিরোধীদের এক্ষেত্রে লাভ হচ্ছে । পুরশুড়ায় আগামী 25 জানুয়ারি সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সভায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁকে জানানো হয়েছে বলে দাবি বিধায়কের । বাকি কেউ তাঁকে জানাননি বলে তাঁরক অভিযোগ ।

এদিকে বিধায়কের বিরুদ্ধে সুর চড়িয়েছেন আচ্ছেলাল যাদবও । তিনি বলেন, "বিধায়ক টিকিট পাবেন তারপরে তো নির্বাচনে লড়বেন । উত্তরপাড়া বিধানসভায় সেভাবে তাঁকে কাজ করতে দেখা যায়নি । বিধায়ক তহবিল থেকে কানাইপুর পঞ্চায়েতে একটা টাকাও তিনি দেননি" । আচ্ছেলাল যাদবের অভিযোগ, বিধায়ক অন্যদের সঙ্গে যোগসাজশ করে এসব কথা বলছেন । তিনি আসলে দলের ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন বলে তিনি অভিযোগ করেন ।

কানাইপুর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তোপ দাগলেন বিধায়ক প্রবীর ঘোষাল

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.