ETV Bharat / state

দরিদ্র সেবার নামে শোষণ চালাচ্ছে তৃণমূল : কেশব প্রসাদ মৌর্য - দরিদ্র সেবার নামে তৃণমূল শোষণ চালাচ্ছে, অভিযোগ কেশব প্রসাদ মৌর্যর

কেশব প্রসাদ মৌর্য বলেন, "বাংলার মানুষের সমস্যার সমাধান করবে বিজেপি । তৃণমূল দরিদ্র সেবার নামে শোষণ চালাচ্ছে ।"

Keshav Prasad Maurya slammed tmc over poor service
দরিদ্র সেবার নামে তৃণমূল শোষণ চালাচ্ছে, অভিযোগ কেশব প্রসাদ মৌর্যর
author img

By

Published : Jan 13, 2021, 5:45 PM IST

পোলবা, 13 জানুয়ারি : বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সাধারণ মানুষ । প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আরও অনেক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রাজ্যবাসী । এমনই অভিযোগ তুললেন বিজেপি নেতা ও উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য ।

হুগলির পোলবার সুলতানগাছায় আসেন কেশব প্রসাদ মৌর্য । তিনি বলেন, "বাংলার মানুষের কাছে আমাদের সংকল্প, তাঁদের সমস্ত সমস্যার সমাধান করবে বিজেপি ।" স্বামী বিবেকানন্দ নিয়ে রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, "শুধু বাংলাতেই স্বামীজির পুজো হয় না । গোটা ভারতবর্ষে তাঁকে সম্মান দেওয়া হয় । স্বামীজির পথে গোটা দেশ চলছে । কিন্তু পশ্চিমবাংলা চলতে পারেনি । এর জন্য দোষী সিপিআইএম-তৃণমূল । স্বামীজি বলেছিলেন, দরিদ্রের সেবা করা ভগবানের সেবার সমান । কিন্তু তৃণমূল দরিদ্রের সেবার নামে শোষণ চালাচ্ছে ।"

আরও পড়ুন : সৌরভকে দেখতে হাসপাতালে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী

কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে তিনি বলেন, "শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছে তা কেন্দ্র পালন করবে । কমিটি গঠিত হলে কৃষকরা আলোচনায় বসুন । তার পরবর্তী সিদ্ধান্ত যা হবে তা মেনে নেওয়া হবে । বিরোধীরা চায় না দেশের ভালো হোক । কৃষকদের পিছন থেকে সাহায্য করছে বেশ কয়েকটি দল । যারা মোদি বিরোধী ও বিজেপি বিরোধী, তারা এসব করছে ।"

পোলবা, 13 জানুয়ারি : বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সাধারণ মানুষ । প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আরও অনেক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রাজ্যবাসী । এমনই অভিযোগ তুললেন বিজেপি নেতা ও উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য ।

হুগলির পোলবার সুলতানগাছায় আসেন কেশব প্রসাদ মৌর্য । তিনি বলেন, "বাংলার মানুষের কাছে আমাদের সংকল্প, তাঁদের সমস্ত সমস্যার সমাধান করবে বিজেপি ।" স্বামী বিবেকানন্দ নিয়ে রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, "শুধু বাংলাতেই স্বামীজির পুজো হয় না । গোটা ভারতবর্ষে তাঁকে সম্মান দেওয়া হয় । স্বামীজির পথে গোটা দেশ চলছে । কিন্তু পশ্চিমবাংলা চলতে পারেনি । এর জন্য দোষী সিপিআইএম-তৃণমূল । স্বামীজি বলেছিলেন, দরিদ্রের সেবা করা ভগবানের সেবার সমান । কিন্তু তৃণমূল দরিদ্রের সেবার নামে শোষণ চালাচ্ছে ।"

আরও পড়ুন : সৌরভকে দেখতে হাসপাতালে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী

কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে তিনি বলেন, "শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছে তা কেন্দ্র পালন করবে । কমিটি গঠিত হলে কৃষকরা আলোচনায় বসুন । তার পরবর্তী সিদ্ধান্ত যা হবে তা মেনে নেওয়া হবে । বিরোধীরা চায় না দেশের ভালো হোক । কৃষকদের পিছন থেকে সাহায্য করছে বেশ কয়েকটি দল । যারা মোদি বিরোধী ও বিজেপি বিরোধী, তারা এসব করছে ।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.