ETV Bharat / state

করোনা আক্রান্ত চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার - করোনা পজেটিভ

নির্বাচনে পরিশ্রমের কারণে এমনিতেই শারীরিক ভাবে দুর্বল ছিলেন অসিত বাবু । তারউপর করোনা সংক্রমণের ফলেই স্বভাবতই আরও অসুস্থ পড়েছেন তিনি । তবে শ্বাস কষ্টের সেভাবে কোনও সমস্যা নেই । তিনি আপাতত চুঁচুড়ায় বাড়িতে হোম আইসলেশনে আছেন ।

অসিত মজুমদার
অসিত মজুমদার
author img

By

Published : Apr 16, 2021, 2:52 PM IST

চুঁচুড়া , 16 এপ্রিল : করোনা আক্রান্ত হলেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার । বুধবার তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে । সেই সঙ্গে তাঁর ড্রাইভার ও আক্রান্ত হন । গত কয়েকমাস ধরে ভোটের প্রচারের কাজে মিটিং মিছিল করেছেন তিনি । ভোট মিটতেই তিনি আক্রান্ত হন ।

জানা গিয়েছে, নির্বাচনে পরিশ্রমের কারণে এমনিতেই শারীরিকভাবে দুর্বল ছিলেন অসিতবাবু । তার উপর করোনা সংক্রমণের ফলেই স্বভাবতই আরও অসুস্থ পড়েছেন তিনি । তবে শ্বাসকষ্টের সেভাবে কোনও সমস্যা নেই । তিনি আপাতত চুঁচুড়ায় তাঁর নিজের বাড়িতে হোম আইসলেশনে আছেন । চিকিৎসা চলছে ।

স্থানীয়রা বলছেন, গতবছরে করোনার সময় কখনও দমকলের সাথে নিজেই সানিটাইজেশনের জন্য রাস্তায় নেমেছিলেন অসিতবাবু । আবার কখনও মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য বাড়ি বাড়ি চাল ডাল আলু বিতরণ করেছেন ।

আরও পডুন : অনির্দিষ্টকালের জন্য বন্ধ তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ

চুঁচুড়া , 16 এপ্রিল : করোনা আক্রান্ত হলেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার । বুধবার তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে । সেই সঙ্গে তাঁর ড্রাইভার ও আক্রান্ত হন । গত কয়েকমাস ধরে ভোটের প্রচারের কাজে মিটিং মিছিল করেছেন তিনি । ভোট মিটতেই তিনি আক্রান্ত হন ।

জানা গিয়েছে, নির্বাচনে পরিশ্রমের কারণে এমনিতেই শারীরিকভাবে দুর্বল ছিলেন অসিতবাবু । তার উপর করোনা সংক্রমণের ফলেই স্বভাবতই আরও অসুস্থ পড়েছেন তিনি । তবে শ্বাসকষ্টের সেভাবে কোনও সমস্যা নেই । তিনি আপাতত চুঁচুড়ায় তাঁর নিজের বাড়িতে হোম আইসলেশনে আছেন । চিকিৎসা চলছে ।

স্থানীয়রা বলছেন, গতবছরে করোনার সময় কখনও দমকলের সাথে নিজেই সানিটাইজেশনের জন্য রাস্তায় নেমেছিলেন অসিতবাবু । আবার কখনও মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য বাড়ি বাড়ি চাল ডাল আলু বিতরণ করেছেন ।

আরও পডুন : অনির্দিষ্টকালের জন্য বন্ধ তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.