খন্যান, 15 জুলাই : TMCP ও ABVP-র সংঘর্ষে রণক্ষেত্র হুগলির খন্যানের বিজয় নারায়ণ কলেজ । দু'পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় বলে অভিযোগ । যার জেরে জখম হয় উভয়পক্ষের 14 জন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে মোতায়েন পাণ্ডুয়া থানার পুলিশ ।
আজ খন্যানের বিজয় নারায়ণ কলেজে প্রথম বর্ষের ক্লাস শুরু হয় । বেলা 12টা নাগাদ গন্ডগোল বাধে । ABVP-র ছাত্র অরূপ ঘোষ জানায়, কলেজের 28 নম্বর রুমে থেকে ঝামেলার সূত্রপাত । তারা নতুন ছাত্র-ছাত্রীদের কলেজ সম্পর্কে নানা তথ্য দিচ্ছিল । সেই সময় TMCP-র ছেলেরা তাদের উপর চড়াও হয় । ঝামেলা করে । কয়েকজনকে মেরে কলেজের বাইরে বের করে দেয় । কলেজগেটের কাছেও কয়েকজনকে ইট ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে ।
যদিও অভিযোগ অস্বীকার করেছে TMCP । তাদের পালটা অভিযোগ, ছাত্ররা কলেজগেটে দলীয় পোস্টার লাগাচ্ছিল । ABVP-র ছাত্ররা পোস্টার লাগাতে বাধা দেয় । পোস্টার ও ফ্লেক্স ছিড়ে দেয় । বাধা দিলে তাদের মারধরও করা হয় । জখমদের হাসপাতালে নিয়ে সেখানে হামলা চালায় ABVP-র বহিরাগত দুষ্কৃতীরা ।
পাণ্ডুয়া থানার পুলিশ সূত্রে খবর, জখমদের ইটাচুনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় । তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় । পাণ্ডুয়ার তৃণমূল নেতা অসিত চ্যাটার্জি বলেন, "আমরা এই ধরনের ঘটনার নিন্দা করি । ছাত্ররা ছাত্রসংসদ করবে, রাজনীতি করবে । কিন্তু বহিরাগতরা ছাত্রদের মারধর করছে । আমরা এর প্রতিবাদ জানাচ্ছি । আমরা থানায় অভিযোগ করেছি ।"
এদিকে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থানে আসে পাণ্ডুয়া থানার পুলিশ । তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পুলিশের তরফে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।