ETV Bharat / state

TMC Factionalism: মমতা-অভিষেকের সমালোচনা ! অঞ্চল সভাপতি ও প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলেরই - মমতা বন্দ্যোপাধ্যায়

পঞ্চায়েত নির্বাচনের আগে নবগ্রামে তৃণমূল অঞ্চল সভাপতি ও প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ শাসকদলেরই কর্মীদের (TMC Factionalism) ৷ তাঁদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের সমালোচনা করার অভিযোগ উঠেছে ৷

TMC Factionalism
TMC Factionalism
author img

By

Published : Dec 15, 2022, 2:00 PM IST

অঞ্চল সভাপতি ও প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলেরই

হুগলি, 15 ডিসেম্বর: আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) ৷ তার আগেই তৃণমূলের দলাদলি শুরু (TMC Factionalism)। হুগলির ঘটনা দেখে সেটাই মনে করছেন রাজনীতিবিদরা ৷

সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সমালোচনা করা একটি অডিয়ো ভাইরাল হয় ৷ সেই অডিয়ো সামনে আসার পরই তোলপাড় উত্তরপাড়ার নবগ্রামে । তৃণমূল অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদার ও প্রধান শিবানী দত্তের মধ্যে হয়েছিল এই কথোপকথন ৷ তাঁরাই মমতা ও অভিষেকের সমালোচনা করেন বলে অভিযোগ ৷

যদিও এই কথোপকথন সম্পূর্ণ কালিমালিপ্ত করার জন্য করা হয়েছে বলে দাবি প্রধানের । আর এই অভিযোগে বুধবার সন্ধ্যায় বিক্ষোভ দেখায় তৃণমূলের অন্য এক পক্ষ (TMC workers protest against regional President and Pradhan) ৷ বুকে ফেস্টুন, হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে এসে নবগ্রাম তৃণমূল কংগ্রেসের অফিসে বিক্ষোভ দেখাতে থাকে তারা ।

TMC Factionalism
নবগ্রাম তৃণমূল কংগ্রেসের অফিসে বিক্ষোভ

অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদারকে পার্টি অফিসে আসতে দেওয়া যাবে না । এই দাবি তুলে বিক্ষোভ সামিল হয় তৃণমূল কর্মীরা । বিক্ষোভকারীদের দাবি, বিজেপির দালাল হয়ে কাজ করছে অঞ্চল সভাপতি ও প্রধান । নবগ্রামের তৃণমূল কংগ্রেসকে নষ্ট করার চক্রান্ত করছে তাঁরা ।

তবে তৃণমূল পঞ্চায়েত প্রধান শিবানী দত্ত বলেন, "এসব ওদের চক্রান্ত । আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই চলছি । আমরা জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুঁইনের কাছে বিষয়টি জানিয়েছি । উচ্চ নেতৃত্ব সমস্ত ব্যবস্থা নেবে ।"

আরও পড়ুন: তৃণমূল বিধায়কের নামে 'চিটিংবাজ' ও 'ধান্দাবাজ' লেখা পোস্টার হাওড়ায়

বিজেপির নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন, "তৃণমূলের কর্মীরা নেতাদের বিরুদ্ধে মুখ খুলছে । তৃণমূলের মধ্যে পাঁচিল তৈরি হয়ে যাচ্ছে । পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে । তারা কোটি কোটি টাকা লুঠেছে । আবাস যোজনার বাড়ি নিয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝানোর চেষ্টা করছে । অথচ তৃণমূলের লোকেরা ভুল বুঝছে না, তো সাধারণ মানুষ কী করে ভুল বুঝবে ।"

অঞ্চল সভাপতি ও প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলেরই

হুগলি, 15 ডিসেম্বর: আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) ৷ তার আগেই তৃণমূলের দলাদলি শুরু (TMC Factionalism)। হুগলির ঘটনা দেখে সেটাই মনে করছেন রাজনীতিবিদরা ৷

সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সমালোচনা করা একটি অডিয়ো ভাইরাল হয় ৷ সেই অডিয়ো সামনে আসার পরই তোলপাড় উত্তরপাড়ার নবগ্রামে । তৃণমূল অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদার ও প্রধান শিবানী দত্তের মধ্যে হয়েছিল এই কথোপকথন ৷ তাঁরাই মমতা ও অভিষেকের সমালোচনা করেন বলে অভিযোগ ৷

যদিও এই কথোপকথন সম্পূর্ণ কালিমালিপ্ত করার জন্য করা হয়েছে বলে দাবি প্রধানের । আর এই অভিযোগে বুধবার সন্ধ্যায় বিক্ষোভ দেখায় তৃণমূলের অন্য এক পক্ষ (TMC workers protest against regional President and Pradhan) ৷ বুকে ফেস্টুন, হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে এসে নবগ্রাম তৃণমূল কংগ্রেসের অফিসে বিক্ষোভ দেখাতে থাকে তারা ।

TMC Factionalism
নবগ্রাম তৃণমূল কংগ্রেসের অফিসে বিক্ষোভ

অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদারকে পার্টি অফিসে আসতে দেওয়া যাবে না । এই দাবি তুলে বিক্ষোভ সামিল হয় তৃণমূল কর্মীরা । বিক্ষোভকারীদের দাবি, বিজেপির দালাল হয়ে কাজ করছে অঞ্চল সভাপতি ও প্রধান । নবগ্রামের তৃণমূল কংগ্রেসকে নষ্ট করার চক্রান্ত করছে তাঁরা ।

তবে তৃণমূল পঞ্চায়েত প্রধান শিবানী দত্ত বলেন, "এসব ওদের চক্রান্ত । আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই চলছি । আমরা জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুঁইনের কাছে বিষয়টি জানিয়েছি । উচ্চ নেতৃত্ব সমস্ত ব্যবস্থা নেবে ।"

আরও পড়ুন: তৃণমূল বিধায়কের নামে 'চিটিংবাজ' ও 'ধান্দাবাজ' লেখা পোস্টার হাওড়ায়

বিজেপির নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন, "তৃণমূলের কর্মীরা নেতাদের বিরুদ্ধে মুখ খুলছে । তৃণমূলের মধ্যে পাঁচিল তৈরি হয়ে যাচ্ছে । পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে । তারা কোটি কোটি টাকা লুঠেছে । আবাস যোজনার বাড়ি নিয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝানোর চেষ্টা করছে । অথচ তৃণমূলের লোকেরা ভুল বুঝছে না, তো সাধারণ মানুষ কী করে ভুল বুঝবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.