হুগলি, 7 ডিসেম্বর: বিধায়কের 'নীতি পুলিশি' ৷ যুবককে কান ধরে ওঠবস করিয়ে বিতর্কে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ৷ পোলবার এক স্বাস্থ্যকর্মীকে হুমকি দেওয়ার অভিযোগে ওই যুবককে কান ধরে ওঠবস করান তিনি ৷ হোয়াটঅ্যাপে ভাইরাল এই ভিডিয়ো ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে ৷ ঘটনায় চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা।
মঙ্গলবার বিকালে পোলবা হাসপাতালের স্বাস্থ্য কর্মী শুভজিৎ বন্দ্যোপাধ্য়ায় ব্যান্ডেল কাজিডাঙা থেকে বাড়ি ফিরছিলেন । অভিযোগ, সেই সময়ই ওই এলাকার তিন যুবক পথ আটকে হেনস্তা করে ৷ ঘটনার সময়েই ওই রাস্তা দিয়ে যাচ্ছিল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার । কিছু ঘটছে দেখেই দাঁড়িয়ে পড়েন তিনি । কী হয়েছে জিজ্ঞাসা করতেই স্বাস্থ্য কর্মী সমস্ত বিষয়টি জানান ৷ এরপরই বিধায়ক ওই যুবকদের সবক শেখাতে একজনকে কান ধরে ওঠবোস করান ও ধমক দেন ৷ বাকিরা চম্পট দেয় বিধায়ককে দেখে ৷ বিধায়কের ওই কাজ নিমেষের মধ্যে হোয়াটস অ্যাপে ছড়িয়ে পড়ে ৷ আর সেই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় হয় চুঁচুড়া।
তৃণমূল বিধায়ককে কটাক্ষ করে বিজেপি নেতা বলেন, "বিধায়ক শাস্তি দেওয়ার কে । এরজন্য পুলিশ প্রশাসন আছে। যদি কেউ কোনও দোষ করে তার জন্য পুলিশ ব্যবস্থা নেবে। আর বিধায়ক নিজে বলছেন আইন হাতে তুলে না নিতে। আর এক যুবককে রাস্তায় কান ধরে ওঠবোস করাচ্ছেন । আবার সেই ভিডিয়ো ভাইরাল করছেন অন্য আরেকজন। ওই যুবক যদি অন্যায় করে থাকে তাহলে বিধায়ক কেন পুলিশ ডাকলেন না । এই ঘটনা নিন্দা জনক।"
যদিও 'নীতি পুলিশি'তে একটুও দমেননি বিধায়ক অসিত মজুমদার ৷ নিজের হয়ে সাফাই দিয়েই তিনি বলেন, "আমি পোলবা ও মগরা হাসপাতালের রোগি কল্যাণ সমিতির চেয়ারম্যান । বাড়ি ফেরার সময় দেখি পোলবা হাসপাতালের এক কর্মীকে ধরে হেনস্তা করছে কয়েকজন । মারমুখী অবস্থায় চড়াও হয়েছে। ওকে একটু শিক্ষা দেওয়ার জন্য এলাকায় কান ধরে ওঠবস করিয়েছি । বলেছি কোনও মানুষকে দাঁড় করিয়ে বিচার করবে না । বিচার করার জন্য থানা আছে । কেউ অন্যায় করলে থানায় নিয়ে যাবে।"
ঘটনা প্রসঙ্গেই পোলবা হাসপাতালের কর্মী শুভজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে একটি ডায়েরি করেছি সমস্ত ঘটনা জানিয়ে । বিনা কারণে তিন যুবক গাড়ি নিয়ে আমার পথ আটকায় । মদ্যপ অবস্থায় আমাকে আটকে হেনস্তা করে তারা । তখন বিধায়ক চলে আসেন। আমাকে সাহায্য করেন।"
আরও পড়ুন: