ETV Bharat / state

আরামবাগে তৃণমূল কর্মীর মৃত্যু, ঝোপ থেকে উদ্ধার দেহ - শেখ নজরুল ইসলাম

গতকাল সন্ধ্যায় আরামবাগ 30 নম্বর রেলগেটের কাছে তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার হয় । নাম শেখ নজরুল ইসলাম । তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তাঁকে কেউ বা কারা খুন করেছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 11, 2019, 5:52 AM IST

Updated : Aug 11, 2019, 7:11 AM IST

আরামবাগ, 11 অগাস্ট : আরামবাগে উদ্ধার তৃণমূল কর্মীর মৃতদেহ । নাম শেখ নজরুল ইসলাম । বাড়ি আরামবাগ থানার পুইন গ্রামে । তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তাঁকে কেউ বা কারা খুন করেছে ।

গতকাল সন্ধ্যায় আরামবাগ 30 নম্বর রেলগেটের কাছে নজরুলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । খবর দেওয়া হয় থানায় । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ।

নজরুলের পরিবার জানিয়েছে, বিকেলের দিকে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন । সন্ধ্যায় মৃতদেহ পড়ে থাকার খবর আসে । তৃণমূল নেতৃত্ব মনে করছে, নজরুলকে খুন করা হয়েছে । দাবি, তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল । আরামবাগ পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা স্বপন নন্দী বলেন, "নজরুল আমাদের সক্রিয় কর্মী ছিল । ওর দেহ উদ্ধার হয় রেলগেটের পাশের ঝোপ থেকে । কীভাবে সেখানে গেল ? নিশ্চয়ই খুন করা হয়েছে ।"

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

আরামবাগ, 11 অগাস্ট : আরামবাগে উদ্ধার তৃণমূল কর্মীর মৃতদেহ । নাম শেখ নজরুল ইসলাম । বাড়ি আরামবাগ থানার পুইন গ্রামে । তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তাঁকে কেউ বা কারা খুন করেছে ।

গতকাল সন্ধ্যায় আরামবাগ 30 নম্বর রেলগেটের কাছে নজরুলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । খবর দেওয়া হয় থানায় । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ।

নজরুলের পরিবার জানিয়েছে, বিকেলের দিকে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন । সন্ধ্যায় মৃতদেহ পড়ে থাকার খবর আসে । তৃণমূল নেতৃত্ব মনে করছে, নজরুলকে খুন করা হয়েছে । দাবি, তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল । আরামবাগ পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা স্বপন নন্দী বলেন, "নজরুল আমাদের সক্রিয় কর্মী ছিল । ওর দেহ উদ্ধার হয় রেলগেটের পাশের ঝোপ থেকে । কীভাবে সেখানে গেল ? নিশ্চয়ই খুন করা হয়েছে ।"

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

Intro:Body:তৃণমূল কর্মীর মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হুগলীর আরামবাগে। মৃত ব্যক্তির নাম শেখ নজরুল ইসলাম (৩৯) বাড়ি আরামবাগ থানার পুইন গ্রামে।তাকে কেউ বা কারা খুন করেছে বলে অভিযোগ করা হচ্ছে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে।
আজ সন্ধ্যায় হুগলির আরামবাগের ৩০ নং রেল গেটের কাছ থেকে শেখ নজরুল ইসলামের মৃত দেহ পরে থাকতে দেখে স্থানীয়রা।থানায় খবর দিলে আরামবাগ থানার পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে।

এদিন বিকালে নজরুল বাড়ি থেকে বের হয়েছিলেন আরামবাগ আসার উদ্দেশ্যে।তার পর থেকে তিনি আর বাড়ি ফেরেন নি। সন্ধ্যায় তার দেহ উদ্ধার করে আরামবাগ থানার পুলিশ।

তৃণমূলের পক্ষ থেকে দাবী নজরুল তাদের সক্রিয় কর্মী ছিল।তার মাথায় আঘাতের চিন্হ আছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।তাকে চক্রান্ত করে খুন করা হয়েছে বলেই অভিযোগ।এবং ঘটনার প্রকৃত তদন্ত করার দাবি তুলেছেন তারা।

নজরুল কি ভাবে রেল গেটের কাছে এলো এবং তাকে খুন করা হয়েছে কিনা তদন্ত শুরু করেছে পুলিশ।

আরামবাগের তৃণমূল নেতা তথা আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী বলেন নজরুল আমাদের সক্রিয় কর্মী ছিল।তার দেহ উদ্ধার হয় রেলগেটের পাশের ঝোপে।কিভাবে সে এখানে এলো।তাকে নিশ্চয় খুন করা হয়েছে।তার গলায় আঘাতের চিন্হ আছে।বিরোধীরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে।

wb_hgl_01_arambagh_tmc murdar_copi_10007

B_1_স্বপন নন্দী(তৃণমূল নেতা)Conclusion:
Last Updated : Aug 11, 2019, 7:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.