আরামবাগ, 11 অগাস্ট : আরামবাগে উদ্ধার তৃণমূল কর্মীর মৃতদেহ । নাম শেখ নজরুল ইসলাম । বাড়ি আরামবাগ থানার পুইন গ্রামে । তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তাঁকে কেউ বা কারা খুন করেছে ।
গতকাল সন্ধ্যায় আরামবাগ 30 নম্বর রেলগেটের কাছে নজরুলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । খবর দেওয়া হয় থানায় । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ।
নজরুলের পরিবার জানিয়েছে, বিকেলের দিকে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন । সন্ধ্যায় মৃতদেহ পড়ে থাকার খবর আসে । তৃণমূল নেতৃত্ব মনে করছে, নজরুলকে খুন করা হয়েছে । দাবি, তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল । আরামবাগ পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা স্বপন নন্দী বলেন, "নজরুল আমাদের সক্রিয় কর্মী ছিল । ওর দেহ উদ্ধার হয় রেলগেটের পাশের ঝোপ থেকে । কীভাবে সেখানে গেল ? নিশ্চয়ই খুন করা হয়েছে ।"
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।