ETV Bharat / state

শ্রীরামপুরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ তৃণমূল মহিলা কাউন্সিলরের - শ্রীরামপুর পৌরসভার 16নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর

প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা পৌনে বারোটা নাগাদ শ্রীরামপুর স্টেশনের ডাউন 2 নম্বর লাইনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন তৃণমূল কাউন্সিলর ৷ তবে আত্মহত্য়ার কারণ জানা যায়নি ৷ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে মৃতদেহ পাঠানো হয় ।

TMC leader Rama Nath suicide at Shrirampur railway station
রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তৃণমূল মহিলা কাউন্সিলর
author img

By

Published : Feb 10, 2020, 7:15 PM IST

Updated : Feb 10, 2020, 8:10 PM IST

শ্রীরামপুর, 10 ফেব্রুয়ারি : চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন এক মহিলা তৃণমূল কাউন্সিলর । সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ মৃতের নাম রমা নাথ (48) । ঘটনাটি শ্রীরামপুর স্টেশনের ৷ শেওড়াফুলি GRP দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে।

রমা নাথ শ্রীরামপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন । রমাদেবী ছিলেন শান্ত স্বভাবের ৷ বিয়ে করেননি ৷ বাড়িতে শয্যাশায়ী মা ৷ একদিকে জনগণের সেবা অন্যদিকে মায়ের দেখভাল ৷ মানসিক চাপ সামলাতে না পেরে হয়ত তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করছেন মৃতার ভাইপো জয় নাথ ৷

তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "সামনেই পৌরসভা নির্বাচন ৷ বেরিয়েছে প্রার্থী সংরক্ষণের তালিকা ৷ তপশিলি জাতি মহিলা সংরক্ষণের আওতায় পড়েছে শ্রীরামপুর পৌরসভার ওই 16 নম্বর ওয়ার্ড ৷ তাতে রমাদেবীর না দাঁড়ানোর সম্ভাবনাই প্রবল ৷ এছাড়া কোনও রাজনৈতিক কারণ নেই ৷ রাজনৈতিক বিবাদে জড়ানোর স্বভাব ওনার ছিল না ৷"

শ্রীরামপুরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ তৃণমূল মহিলা কাউন্সিলরের

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ 2 নম্বর ডাউন প্লাটফর্মে দাঁড়িয়েছিলেন রমাদেবী । হাওড়াগামী ডাউন শেওড়াফুলি লোকাল আসতেই ট্রেনের সামনে ঝাঁপ দেন ৷ ঘটনাস্থানে তাঁর মৃত্যু হয় । শেওড়াফুলি GRP দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায় ।

শ্রীরামপুর, 10 ফেব্রুয়ারি : চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন এক মহিলা তৃণমূল কাউন্সিলর । সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ মৃতের নাম রমা নাথ (48) । ঘটনাটি শ্রীরামপুর স্টেশনের ৷ শেওড়াফুলি GRP দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে।

রমা নাথ শ্রীরামপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন । রমাদেবী ছিলেন শান্ত স্বভাবের ৷ বিয়ে করেননি ৷ বাড়িতে শয্যাশায়ী মা ৷ একদিকে জনগণের সেবা অন্যদিকে মায়ের দেখভাল ৷ মানসিক চাপ সামলাতে না পেরে হয়ত তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করছেন মৃতার ভাইপো জয় নাথ ৷

তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "সামনেই পৌরসভা নির্বাচন ৷ বেরিয়েছে প্রার্থী সংরক্ষণের তালিকা ৷ তপশিলি জাতি মহিলা সংরক্ষণের আওতায় পড়েছে শ্রীরামপুর পৌরসভার ওই 16 নম্বর ওয়ার্ড ৷ তাতে রমাদেবীর না দাঁড়ানোর সম্ভাবনাই প্রবল ৷ এছাড়া কোনও রাজনৈতিক কারণ নেই ৷ রাজনৈতিক বিবাদে জড়ানোর স্বভাব ওনার ছিল না ৷"

শ্রীরামপুরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ তৃণমূল মহিলা কাউন্সিলরের

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ 2 নম্বর ডাউন প্লাটফর্মে দাঁড়িয়েছিলেন রমাদেবী । হাওড়াগামী ডাউন শেওড়াফুলি লোকাল আসতেই ট্রেনের সামনে ঝাঁপ দেন ৷ ঘটনাস্থানে তাঁর মৃত্যু হয় । শেওড়াফুলি GRP দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায় ।

Intro:রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তৃণমূল এক মহিলা কাউন্সিলর। মৃতের নাম রমা নাথ(৪৮)।ঘটনাটি শ্রীরামপুর স্টেশনের ২নম্বর লাইনের।তিনি শ্রীরামপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন।তবে কি কারণে এই আত্মহত্যা সেটা পরিষ্কার নয়।শারীরিক অসুস্থতা না অন্য কোন কারণ সেটাও পরিস্কার করেছে না পরিবার।
সোমবার বেলা পৌনে বারোটা নাগাদ শ্রীরামপুর স্টেশনের ডাউন ২ নম্বর লাইনে ঘটে এই ঘটনা।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এ দিন ২ নম্বর ডাউন প্লাটফর্মে দাঁড়িয়ে ছিলেন রমা নাথ।হাওড়া গামী ডাউন শেওড়াফুলি লোকাল আসতেই ট্রেনের সামনে ঝাঁপ দেন কাউন্সিলর,ঘটনাস্থানে তাঁর মৃত্যু হয়।শেওড়াফুলি জি আর পি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়।Body:WB_HGL_SRIRAMPUR COUNCILOR UNNATURAL DEATH_7203418Conclusion:
Last Updated : Feb 10, 2020, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.