শ্রীরামপুর, 10 ফেব্রুয়ারি : চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন এক মহিলা তৃণমূল কাউন্সিলর । সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ মৃতের নাম রমা নাথ (48) । ঘটনাটি শ্রীরামপুর স্টেশনের ৷ শেওড়াফুলি GRP দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে।
রমা নাথ শ্রীরামপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন । রমাদেবী ছিলেন শান্ত স্বভাবের ৷ বিয়ে করেননি ৷ বাড়িতে শয্যাশায়ী মা ৷ একদিকে জনগণের সেবা অন্যদিকে মায়ের দেখভাল ৷ মানসিক চাপ সামলাতে না পেরে হয়ত তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করছেন মৃতার ভাইপো জয় নাথ ৷
তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "সামনেই পৌরসভা নির্বাচন ৷ বেরিয়েছে প্রার্থী সংরক্ষণের তালিকা ৷ তপশিলি জাতি মহিলা সংরক্ষণের আওতায় পড়েছে শ্রীরামপুর পৌরসভার ওই 16 নম্বর ওয়ার্ড ৷ তাতে রমাদেবীর না দাঁড়ানোর সম্ভাবনাই প্রবল ৷ এছাড়া কোনও রাজনৈতিক কারণ নেই ৷ রাজনৈতিক বিবাদে জড়ানোর স্বভাব ওনার ছিল না ৷"
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ 2 নম্বর ডাউন প্লাটফর্মে দাঁড়িয়েছিলেন রমাদেবী । হাওড়াগামী ডাউন শেওড়াফুলি লোকাল আসতেই ট্রেনের সামনে ঝাঁপ দেন ৷ ঘটনাস্থানে তাঁর মৃত্যু হয় । শেওড়াফুলি GRP দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায় ।