তারকেশ্বর, 14 মে : গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক তৃণমূল কংগ্রেস নেতাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল । হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙ্গার ঘটনা । অভিযোগ, তারকেশ্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি লাল্টু চ্যাটার্জিকে খুনের হুমকি দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি মহারাজ নাগ । এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
লাল্টু চ্যাটার্জি বলেন, "মহারাজ নাগ এলাকায় অসামাজিক কাজকর্ম করে । এর আগেও আমার বাড়িতে এসে গুলি চালিয়ে প্রাণে মারার হুমকি দিয়েছিল মহারাজ । তৃণমূলের সঙ্গে ওর কোনও যোগযোগ নেই । সে একজন দাগি ক্রিমিন্যাল । গতরাতে 1 টা নাগাদ ফোন করে আমাকে খুন করে কুকুর দিয়ে খাওয়ানোর হুমকি দেয় ।"
মহারাজ নাগ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, "সমস্ত অভিযোগ ভুল। যে কেউ থানায় কমপ্লেন করতেই পারেন । দলের সবাই জানে যে কে কোন স্তরে আছেন । আমাকেও গতকাল বাড়িতে এসে হুমকি দিয়েছে । আমি থানায় অভিযোগ করব ।"
সূত্রের খবর, লাল্টু চ্যাটার্জি তারকেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান উত্তম কুণ্ডুর ঘনিষ্ঠ। অন্যদিকে মহারাজ নাগ এলাকার বিধায়ক তথা তৃণমূল নেতা রচপাল সিং-এর ঘনিষ্ঠ ।