হুগলি, 29 এপ্রিল : আজ চণ্ডীতলার কৃষ্ণরামপুরে জনসভা করবেন নরেন্দ্র মোদি । তার আগে সেখানকার একাধিক রাস্তায় ব্যানার ও ওভারহেড গেট লাগানো হয়েছে । এনিয়ে BJP-র বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস । তাদের অভিযোগ, নির্বাচনের সময় সরকারি জায়গায় প্রচার করছে BJP। নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করা হয়েছে ।
নরেন্দ্র মোদির জনসভা উপলক্ষ্যে ডানকুনি থেকে চণ্ডীতলা পর্যন্ত পাঁচটি গেট লাগানো হয়েছে । সেগুলি জাতীয় সড়ক ও রাজ্য সড়কে লাগানো হয়েছে বলে তৃণমূলের বক্তব্য । নির্বাচনী বিধি অনুযায়ী সরকারি জায়গায় কোনও রাজনৈতিক বিজ্ঞাপন লাগানো যায় না । যদিও এর আগে সব দলের বিজ্ঞাপন সরকারি জায়গা থেকে খুলে দেওয়া হয়েছিল ।
BJP-র বক্তব্য, ওই গোট ও ব্যানারগুলি জনসভার জন্য লাগানো হয়েছে । দলীয় নেতা সুমন ঘোষ বলেন, "আমরা শুনলাম নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে । বিষয়টি খতিয়ে দেখছি ।"