ETV Bharat / state

সিঙ্গুরের মানুষের প্রত্যাশা পূরণই তাঁর প্রধান লক্ষ্য, জানালেন বেচারাম - becharam manna

স্বাধীন মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের আগে সোমবার মন্দিরে পুজো দিয়ে সিঙ্গুর থেকে কলকাতা রওনা দেন বেচারাম মান্না ৷ জানান, সিঙ্গুর তাঁকে বিধায়ক করেছে ৷ তাই সিঙ্গুরের মানুষের প্রত্যাশা পূরণ করাই তাঁর প্রধান লক্ষ্য ৷

wb_hgl_Minister Becharam Mannar's goal is to fulfill the expectations of the people of Singur_7203418
সিঙ্গুরের মানুষের প্রত্যাশা পূরণই তাঁর প্রধান লক্ষ্য, জানালেন বেচারাম
author img

By

Published : May 10, 2021, 2:18 PM IST

সিঙ্গুর, 10 মে : স্বাধীন মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার আগে মন্দিরে পুজো দিয়ে সিঙ্গুর থেকে কলকাতায় রওনা দিলেন বেচারাম মান্না ৷ তিনি আগে রাজ্য়ের কৃষি প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন ৷ তাঁর হাত ধরেই সিঙ্গুরের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে হারিয়ে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ৷ পাশাপাশি, হুগলিরই হরিপাল বিধানসভা আসনে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন বেচারামের স্ত্রী করবী মান্না ৷

মন্দিরে পুজো দিয়ে কলকাতা রওনা দেন বেচারাম মান্না ৷

বেচারামের মতে, সিঙ্গুরের মানুষের বিশ্বাসেই ফের জয়লাভ করেছেন তিনি ৷ আর তাই সিঙ্গুরের মানুষের জন্য কাজ করতে অঙ্গীকারবদ্ধ তাঁদের বিধায়ক ৷ পাশাপাশি, আবার তাঁকে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেচারাম মান্না ৷

সোমবার স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে কলকাতা রওনা দেন সিঙ্গুরের বিধায়ক ৷ বাড়ি থেকে বেরোনোর আগে দলের কর্মী, সমর্থকরা ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান তাঁকে ৷

আরও পড়ুন : জিতে মাস্টার মশাইকে 'গদ্দার' বললেন বেচারাম

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেচারাম বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় আগেও আমাকে দায়িত্ব দিয়েছিলেন ৷ তা আমি পালন করেছি ৷ এবারও দায়িত্ব দিয়েছেন ৷ মানুষের কল্যাণে কাজ করব ৷ আমাদের প্রথম লক্ষ্য, কোভিড মোকাবিলায় জয় লাভ করা ৷ পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কাজ করব ৷ যে বিভাগের মন্ত্রী হব, সেখানেই মানুষের জন্য কাজ করব ৷ সিঙ্গুর ও হরিপালের মানুষ যেভাবে আমাকে ও আমার স্ত্রীকে নির্বাচিত করেছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ৷ সিঙ্গুরের মানুষের প্রত্যাশা পূরণ করাই আমার প্রধান লক্ষ্য ৷’’

সিঙ্গুর, 10 মে : স্বাধীন মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার আগে মন্দিরে পুজো দিয়ে সিঙ্গুর থেকে কলকাতায় রওনা দিলেন বেচারাম মান্না ৷ তিনি আগে রাজ্য়ের কৃষি প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন ৷ তাঁর হাত ধরেই সিঙ্গুরের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে হারিয়ে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ৷ পাশাপাশি, হুগলিরই হরিপাল বিধানসভা আসনে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন বেচারামের স্ত্রী করবী মান্না ৷

মন্দিরে পুজো দিয়ে কলকাতা রওনা দেন বেচারাম মান্না ৷

বেচারামের মতে, সিঙ্গুরের মানুষের বিশ্বাসেই ফের জয়লাভ করেছেন তিনি ৷ আর তাই সিঙ্গুরের মানুষের জন্য কাজ করতে অঙ্গীকারবদ্ধ তাঁদের বিধায়ক ৷ পাশাপাশি, আবার তাঁকে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেচারাম মান্না ৷

সোমবার স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে কলকাতা রওনা দেন সিঙ্গুরের বিধায়ক ৷ বাড়ি থেকে বেরোনোর আগে দলের কর্মী, সমর্থকরা ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান তাঁকে ৷

আরও পড়ুন : জিতে মাস্টার মশাইকে 'গদ্দার' বললেন বেচারাম

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেচারাম বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় আগেও আমাকে দায়িত্ব দিয়েছিলেন ৷ তা আমি পালন করেছি ৷ এবারও দায়িত্ব দিয়েছেন ৷ মানুষের কল্যাণে কাজ করব ৷ আমাদের প্রথম লক্ষ্য, কোভিড মোকাবিলায় জয় লাভ করা ৷ পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কাজ করব ৷ যে বিভাগের মন্ত্রী হব, সেখানেই মানুষের জন্য কাজ করব ৷ সিঙ্গুর ও হরিপালের মানুষ যেভাবে আমাকে ও আমার স্ত্রীকে নির্বাচিত করেছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ৷ সিঙ্গুরের মানুষের প্রত্যাশা পূরণ করাই আমার প্রধান লক্ষ্য ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.