ETV Bharat / state

ব্যান্ডেলে মিনি টর্নেডোতে ক্ষতিগ্রস্ত মানুষদের দুয়ারে ত্রাণ - Asit Mazumdar

এদিন ব্যান্ডেলে মিনি টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের দুয়ারে ত্রাণের ব্যবস্থা করল রাজ্য সরকার । যশ ঘূর্ণিঝড়ের কিছু আগেই ক্ষণিকের জন্য মিনি টর্নেডো সৃষ্টি হয় হালিশহর ও চুঁচুড়া পৌরসভার 4 ,5 ও 6 নম্বর ওয়ার্ডে । প্রাকৃতিক দুর্যোগে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় মানুষের । যশ ঘূর্ণিঝড়ের পরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন দুয়ার ত্রাণ কর্মসূচির । চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ত্রাণ শিবিরের কাজ দেখতে যান ও বলেন আবেদন পত্র ক্ষতিয়ে দেখে 1লা জুলাই থেকে 7 জুলাই এর মধ্যে ত্রাণের টাকা আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে ।

ব্যান্ডেলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের দুয়ারে ত্রাণ দিল সরকার
ব্যান্ডেলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের দুয়ারে ত্রাণ দিল সরকার
author img

By

Published : Jun 4, 2021, 12:17 PM IST

ব্যান্ডেল, 4 জুন : ব্যান্ডেলে মিনি টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের দুয়ারে ত্রাণের ব্যবস্থা করল রাজ্য সরকার । হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে হুগলি গার্লস হাই স্কুলে ত্রাণশিবির করা হয়েছে । যশ ঘূর্ণিঝড়ের কিছু আগেই ক্ষণিকের জন্য মিনি টর্নেডো সৃষ্টি হয় হালিশহর ও চুঁচুড়া পৌরসভার 4 ,5 ও 6 নম্বর ওয়ার্ডে । এই ছোট টর্নেডোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ব্যান্ডেল চার্চ সংলগ্ন এলাকায় এবং হুগলি চুঁচুড়া পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে । কয়েকশো বাড়ি-ঘর ভাঙা থেকে দোকান উড়িয়ে নিয়ে যায় ঘূর্ণিঝড়ে । লন্ডভন্ড করে দেয়, গাছ ভেঙে পড়ে, সমস্ত পরিষেবা কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয় । প্রাকৃতিক দুর্যোগে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় মানুষের । সেই দিনই চুঁচুড়া বিধায়ক ও সাংসদ লকেট চট্টোপাধ্যায় ক্ষতিগ্রস্তদের আশ্বাস দেন । বিধায়ক অবশ্য সরকারি সাহায্যের জন্য আবেদন ব্যবস্থা করবে বলে আগেই জানিয়েছিলেন ।

করোনা পরিস্থিতিতে মানুষকে যাতে সরকারি দফতরে হন্য হয়ে ঘুরতে না হয় , সেই কারণে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন দুয়ারে সরকারে মত দুয়ারে ত্রাণের । তার ক্ষতিপূরণের ব্যবস্থা করে জেলা প্রশাসন । আবেদনের ভিত্তিতে 19 তারিখ থেকে ক্ষতির পরিমাণ দেখা হবে । 1 জুলাই থেকে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা ঢুকবে । বৃহস্পতিবার থেকে তিন দিন চলবে এই আবেদন জমা নেওয়ার কাজ ।

ব্যান্ডেলে মিনি টর্নেডোতে ক্ষতিগ্রস্ত মানুষদের দুয়ারে ত্রাণ দিল সরকার

আরও পড়ুন... কোভিড সংকটে মানুষের পাশে বিবেক ওবেরয়, দান 25 লাখ টাকা

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার অসহায় মানুষের জন্য ত্রাণ শিবিরের কাজ দেখতে যান । পরে তিনি বলেন,রাজ্য সরকার মানবিক তাই যশ ঘূর্ণিঝড়ের পরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন দুয়ার ত্রাণ কর্মসূচির । ঝড় বৃষ্টিতে যাদের বাড়ি ঘর চাষের জমি, গবাদি পশু, পুকুরের মাছ চাষের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে । 19 জুন থেকে থেকে 30 তারিখ পর্যন্ত চলবে আবেদন পত্র ক্ষতিয়ে দেখার কাজ । 1 জুলাই থেকে 7 জুলাই এর মধ্যে ত্রাণের টাকা আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে । এখানে দল ধর্ম দেখে না । যারা ক্ষতিগ্রস্ত তারা সবাই ক্ষতিপূরণ পাবে ।

ব্যান্ডেল, 4 জুন : ব্যান্ডেলে মিনি টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের দুয়ারে ত্রাণের ব্যবস্থা করল রাজ্য সরকার । হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে হুগলি গার্লস হাই স্কুলে ত্রাণশিবির করা হয়েছে । যশ ঘূর্ণিঝড়ের কিছু আগেই ক্ষণিকের জন্য মিনি টর্নেডো সৃষ্টি হয় হালিশহর ও চুঁচুড়া পৌরসভার 4 ,5 ও 6 নম্বর ওয়ার্ডে । এই ছোট টর্নেডোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ব্যান্ডেল চার্চ সংলগ্ন এলাকায় এবং হুগলি চুঁচুড়া পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে । কয়েকশো বাড়ি-ঘর ভাঙা থেকে দোকান উড়িয়ে নিয়ে যায় ঘূর্ণিঝড়ে । লন্ডভন্ড করে দেয়, গাছ ভেঙে পড়ে, সমস্ত পরিষেবা কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয় । প্রাকৃতিক দুর্যোগে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় মানুষের । সেই দিনই চুঁচুড়া বিধায়ক ও সাংসদ লকেট চট্টোপাধ্যায় ক্ষতিগ্রস্তদের আশ্বাস দেন । বিধায়ক অবশ্য সরকারি সাহায্যের জন্য আবেদন ব্যবস্থা করবে বলে আগেই জানিয়েছিলেন ।

করোনা পরিস্থিতিতে মানুষকে যাতে সরকারি দফতরে হন্য হয়ে ঘুরতে না হয় , সেই কারণে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন দুয়ারে সরকারে মত দুয়ারে ত্রাণের । তার ক্ষতিপূরণের ব্যবস্থা করে জেলা প্রশাসন । আবেদনের ভিত্তিতে 19 তারিখ থেকে ক্ষতির পরিমাণ দেখা হবে । 1 জুলাই থেকে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা ঢুকবে । বৃহস্পতিবার থেকে তিন দিন চলবে এই আবেদন জমা নেওয়ার কাজ ।

ব্যান্ডেলে মিনি টর্নেডোতে ক্ষতিগ্রস্ত মানুষদের দুয়ারে ত্রাণ দিল সরকার

আরও পড়ুন... কোভিড সংকটে মানুষের পাশে বিবেক ওবেরয়, দান 25 লাখ টাকা

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার অসহায় মানুষের জন্য ত্রাণ শিবিরের কাজ দেখতে যান । পরে তিনি বলেন,রাজ্য সরকার মানবিক তাই যশ ঘূর্ণিঝড়ের পরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন দুয়ার ত্রাণ কর্মসূচির । ঝড় বৃষ্টিতে যাদের বাড়ি ঘর চাষের জমি, গবাদি পশু, পুকুরের মাছ চাষের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে । 19 জুন থেকে থেকে 30 তারিখ পর্যন্ত চলবে আবেদন পত্র ক্ষতিয়ে দেখার কাজ । 1 জুলাই থেকে 7 জুলাই এর মধ্যে ত্রাণের টাকা আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে । এখানে দল ধর্ম দেখে না । যারা ক্ষতিগ্রস্ত তারা সবাই ক্ষতিপূরণ পাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.