ETV Bharat / state

করোনা বিধি শিকেয় তুলে আরামবাগে চলছে মেলা, উদাসীন প্রশাসন - রাংতাখালি

করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে আরামবাগে চলছে রামনবমীর মেলা ৷ প্রশাসনের উদাসীনতায় চিন্তার ভাঁজ বিশেষজ্ঞ মহলে ৷ দেশজুড়ে যেখানে মৃত্যু মিছিল চলছে , সেখানে কীভাবে আটদিনের এই মেলার অনুমতি দিল প্রশাসন ?

করোনা বিধি শিকেয় তুলে আরামবাগে চলছে মেলা, উদাসীন প্রশাসন
করোনা বিধি শিকেয় তুলে আরামবাগে চলছে মেলা, উদাসীন প্রশাসন
author img

By

Published : Apr 25, 2021, 1:09 PM IST

আরামবাগ , 25 এপ্রিল : দিন দিন বেড়েই চলেছে করোনার ভয়াবহতা ৷ সকলকে অযথা বাইরে বেরোতে মানা করছেন চিকিৎসকরা ৷ এরকম একটা পরিস্থিতিতে আরামবাগের রাংতাখালি এলাকায় রামনবমী উপলক্ষ্যে মেলা চলছে ৷ যার ফলে জনসমাগমও বেশ ভালই হচ্ছে ৷ বাড়ছে সংক্রমণের আশঙ্কা ৷

মেলা কমিটির অবশ্য এ নিয়ে কোনও হেলদোল নেই ৷ প্রায় 85 বছরের পুরানো এই মেলা আট দিন ধরে চলে বলে জানা গিয়েছে কমিটির তরফ থেকে । গত বছর করোনা পরিস্থিতির জন্য মেলা পুরোপুরি বন্ধ থাকলেও এ বছর মেলা করোনা বিধি মেনেই চলছে বলে মেলা কমিটির দাবি ।

শনিবার ছিল এই মেলার চতুর্থ দিন ৷ যদিও মেলার চতুর্থ দিনেও দেখা গেল দোকানদার থেকে খরিদ্দার কারওর মুখেই মাস্ক নেই ৷ নেই করোনা বিধি পালনের কোনও চিহ্ন ৷ সংক্রমণের তোয়াক্কা না করেই চলছে মেলায় ঘোরা থেকে দেদার কেনাকাটা । এমনকি প্রতিরাত্রেই চলছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ।

করোনাকে তোয়াক্কা করেই আরামবাগে চলছে মেলা

আরও পড়ুন : করোনার দৈনিক সংক্রমণ সাড়ে তিন লাখের কাছে, মৃত আরও 2,767

করোনার দ্বিতীয় ঢেউয়ে যেখানে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ । গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে যেখানে বিভিন্ন উদ্যোগ নেওয়া শুরু হয়েছে । সেখানে কীভাবে এই মেলা চলছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞ মহল । প্রশ্ন উঠেছে প্রশাসনের উদাসীনতা নিয়েও ।


যদিও মেলা কমিটির দাবি, তারা করোনার প্রতিটি নিয়ম মেনেই এই মেলা করছে । প্রশাসন অবশ্য এ বিষয়ে মুখ খোলেনি ।

আরামবাগ , 25 এপ্রিল : দিন দিন বেড়েই চলেছে করোনার ভয়াবহতা ৷ সকলকে অযথা বাইরে বেরোতে মানা করছেন চিকিৎসকরা ৷ এরকম একটা পরিস্থিতিতে আরামবাগের রাংতাখালি এলাকায় রামনবমী উপলক্ষ্যে মেলা চলছে ৷ যার ফলে জনসমাগমও বেশ ভালই হচ্ছে ৷ বাড়ছে সংক্রমণের আশঙ্কা ৷

মেলা কমিটির অবশ্য এ নিয়ে কোনও হেলদোল নেই ৷ প্রায় 85 বছরের পুরানো এই মেলা আট দিন ধরে চলে বলে জানা গিয়েছে কমিটির তরফ থেকে । গত বছর করোনা পরিস্থিতির জন্য মেলা পুরোপুরি বন্ধ থাকলেও এ বছর মেলা করোনা বিধি মেনেই চলছে বলে মেলা কমিটির দাবি ।

শনিবার ছিল এই মেলার চতুর্থ দিন ৷ যদিও মেলার চতুর্থ দিনেও দেখা গেল দোকানদার থেকে খরিদ্দার কারওর মুখেই মাস্ক নেই ৷ নেই করোনা বিধি পালনের কোনও চিহ্ন ৷ সংক্রমণের তোয়াক্কা না করেই চলছে মেলায় ঘোরা থেকে দেদার কেনাকাটা । এমনকি প্রতিরাত্রেই চলছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ।

করোনাকে তোয়াক্কা করেই আরামবাগে চলছে মেলা

আরও পড়ুন : করোনার দৈনিক সংক্রমণ সাড়ে তিন লাখের কাছে, মৃত আরও 2,767

করোনার দ্বিতীয় ঢেউয়ে যেখানে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ । গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে যেখানে বিভিন্ন উদ্যোগ নেওয়া শুরু হয়েছে । সেখানে কীভাবে এই মেলা চলছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞ মহল । প্রশ্ন উঠেছে প্রশাসনের উদাসীনতা নিয়েও ।


যদিও মেলা কমিটির দাবি, তারা করোনার প্রতিটি নিয়ম মেনেই এই মেলা করছে । প্রশাসন অবশ্য এ বিষয়ে মুখ খোলেনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.