চুঁচুড়া, 23 অগস্ট : পুজোর আগেই প্রাইমারিতে নিয়োগের দাবিতে বিক্ষোভ চুঁচুড়ায়। টেট পরীক্ষায় উত্তীর্ণদের প্রতিশ্রুতি দেওয়া সত্বেও চাকুরি না মেলায় বিক্ষোভ শুরু হল । বিক্ষোভ মিছিলে 'খেলা হবে' স্লোগান উঠল ৷ নিয়োগের খেলা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হল ।
এদিন প্রাথমিক টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখান চুঁচুড়ার জেলা শাসকের অফিসের সামনে ৷ জেলা শাসককে ডেপুটেশন দেন তাঁরা ৷ 2014 সালের টেট পাশ করে এখনও নিয়োগপত্র পাননি এই চাকরিপ্রার্থীরা । সম্প্রতি 16 হাজার 500 জনকে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে বলে জানায় পর্ষদ। এর পর প্রায় 12 হাজার হবু শিক্ষকের তালিকা প্রকাশিত হয়। তাতে নাম নেই এই টেট পাশ করা চাকরিপ্রার্থীদের। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো তাঁদেরও নিয়োগ পাওয়ার কথা। দ্রুত নিয়োগের দাবিতে মিছিল করে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন চাকরিপ্রার্থীরা ।
সোমবার চাকরিপ্রার্থীদের একতা মঞ্চের রাজ্য সম্পাদক অচিন্ত্যপ্রসাদ সামন্ত বলেন, "মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে ঘোষণা করেছিলেন প্রাইমারি টেট পাশ করা কুড়ি হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। প্রথমে 16 হাজার 500 জনকে নিয়োগ করা হবে । বাকিদেরও ধাপে ধাপে নিয়োগ করা হবে। 16 হাজার 500 জনের যে তালিকা পর্ষদ প্রকাশ করে, সেই তালিকায় আমাদের রাখা হয়নি । মুখ্যমন্ত্রী বলেছিলেন, সকলকে নিয়োগ করা হবে। তবে কেন আমাদের মেধাতালিকা থেকে বাদ দেওয়া হল। কিভাবে বাদ দেওয়া হল। কত নম্বরের কারণে, কীসের জন্য সেটা আমাদের জানানো হয়নি । আমাদের নম্বর পর্যন্ত দেখানো হয়নি ।"
আরও পড়ুন: Tet Agitation : চাকরির দাবিতে ‘খেলা হবে’ আন্দোলনে 2014-র টেট উত্তীর্ণরা
তিনি আরও বলেন, "2014 সালে যাঁরা প্রাইমারি টেট পাশ করেছেন। তাঁদের সকলকে নিয়োগ করতে হবে । এই দাবিতেই আমাদের বিক্ষোভ ।"