ETV Bharat / state

কোন্নগর কলেজে অধ্যাপককে মারধর, অভিযুক্ত TMCP - college clash

কোন্নগরের হিরালাল পাল কলেজে অধ্যাপককে মারধরের অভিযোগ উঠল TMCP সদস্যদের বিরুদ্ধে ৷

কোন্নগরে কলেজে অধ্যাপককে মারধর, অভিযুক্ত TMCP
author img

By

Published : Jul 24, 2019, 7:15 PM IST

Updated : Jul 24, 2019, 9:03 PM IST

কোন্নগর, 24 জুলাই : কলেজ অধ্যাপককে মারধরের অভিযোগ উঠল TMCP সদস্যদের বিরুদ্ধে ৷ কোন্নগর নবগ্রাম হিরালাল পাল কলেজের ঘটনা ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে TMCP ৷

আজ হিরালাল কলেজে MA কোর্সের শেষ পরীক্ষা ছিল ৷ পরীক্ষার পর ছাত্রছাত্রীরা ক্লাসরুমে সেলফি তোলে ৷ সেই সময় ডিগ্রি কোর্সের ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের বচসা বাঁধে ৷ এরপর কলেজের অধ্যাপকদের মধ্যস্থতায় তখনকার মতো সব মিটে যায় ৷ অভিযোগ, এরপর কয়েকজন TMCP সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলার জন্য ছাত্রছাত্রীদের চাপ দিতে থাকে ৷ বলতে অস্বীকার করায় এক ছাত্রীকে মারধর করা হয় ৷ এমন কী কলেজে তালা মেরে ছাত্রীদের আটকে রাখা হয় বলে অভিযোগ ৷ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সুব্রত চ্যাটার্জি এই ঘটনার প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয় ৷

ভিডিয়োয় শুনুন অধ্যাপক সুব্রত চ্যাটার্জির বক্তব্য

যদিও TMCP-র তরফে এই অভিযোগ অস্বীকার করেছে ৷ তাদের দাবি, TMCP-র ছাত্রীদেরও মারধর করা হয়েছে । ছাত্ররা হয়ত অধ্যাপককে ধাক্কা দিতে পারে, তবে মারধর করা হয়নি । উত্তরপাড়া থানায় এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷

অধ্যাপককে মারধরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিদ্বজ্জনেরা । ভাষাবিদ পবিত্র সরকার বলেন, "নিন্দা আর ধিক্কার জানাই । অধ্যাপককে মারধর তৃণমূলের সংস্কৃতি হয়ে গেছে ।"

কোন্নগর, 24 জুলাই : কলেজ অধ্যাপককে মারধরের অভিযোগ উঠল TMCP সদস্যদের বিরুদ্ধে ৷ কোন্নগর নবগ্রাম হিরালাল পাল কলেজের ঘটনা ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে TMCP ৷

আজ হিরালাল কলেজে MA কোর্সের শেষ পরীক্ষা ছিল ৷ পরীক্ষার পর ছাত্রছাত্রীরা ক্লাসরুমে সেলফি তোলে ৷ সেই সময় ডিগ্রি কোর্সের ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের বচসা বাঁধে ৷ এরপর কলেজের অধ্যাপকদের মধ্যস্থতায় তখনকার মতো সব মিটে যায় ৷ অভিযোগ, এরপর কয়েকজন TMCP সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলার জন্য ছাত্রছাত্রীদের চাপ দিতে থাকে ৷ বলতে অস্বীকার করায় এক ছাত্রীকে মারধর করা হয় ৷ এমন কী কলেজে তালা মেরে ছাত্রীদের আটকে রাখা হয় বলে অভিযোগ ৷ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সুব্রত চ্যাটার্জি এই ঘটনার প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয় ৷

ভিডিয়োয় শুনুন অধ্যাপক সুব্রত চ্যাটার্জির বক্তব্য

যদিও TMCP-র তরফে এই অভিযোগ অস্বীকার করেছে ৷ তাদের দাবি, TMCP-র ছাত্রীদেরও মারধর করা হয়েছে । ছাত্ররা হয়ত অধ্যাপককে ধাক্কা দিতে পারে, তবে মারধর করা হয়নি । উত্তরপাড়া থানায় এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷

অধ্যাপককে মারধরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিদ্বজ্জনেরা । ভাষাবিদ পবিত্র সরকার বলেন, "নিন্দা আর ধিক্কার জানাই । অধ্যাপককে মারধর তৃণমূলের সংস্কৃতি হয়ে গেছে ।"

Intro:কলেজে অধ্যাপকে মারধর মারধর।অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে।ঘটনাটি হীরালাল পাল কলেজের।সূত্রপাত M.A তৃতীয় বর্ষের ছাত্রীদের পোস্ট সঙ্গে কয়েকজনের মধ্যে গন্ডগোল শুরু হয়।পরে তৃণমূল ছাত্র ইউনিয়ন তরফে বেশ কয়েকজন এসে মমতা ব্যানার্জি জিন্দাবাদ ও তৃণমুল জিন্দাবাদ বলার জন্য চাপ দেয় ।সেখানেই বাংলা বিভাগের এক অধ্যাপক সুব্রত চ্যাটার্জী এসে বারণ করলে।তাকে ধরে মারধর করে ছাত্র ইউনিয়নের ছেলেরা।
WB_HGL_KONNAGAR COLLAGE TEACHER MARDHOR_7203418Body:WB_HGL_KONNAGAR COLLAGE TEACHER MARDHOR_7203418Conclusion:
Last Updated : Jul 24, 2019, 9:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.