ETV Bharat / state

"এবার জল কিনে সংসার চালাতে হবে", পানীয় জল না পেয়ে ক্ষোভ মহিলাদের - জল সংকট

এলাকার কোনও পুকুরে জল নেই ৷ বাড়ির টিউবওয়েলগুলিতেও জল উঠছে না ৷ দেখা দিয়েছে পানীয় জলের সংকট ৷ আর তাই ক্ষুব্ধ তারকেশ্বরের বালিগরি পঞ্চায়েতের কামারপাড়ার বাসিন্দারা ৷

টিউবওয়েলে জল উঠছে না
author img

By

Published : Aug 23, 2019, 9:55 PM IST

তারকেশ্বর, ২৩ অগাস্ট : এলাকার কোনও পুকুরে জল নেই ৷ বাড়ির টিউবওয়েলগুলিতেও জল উঠছে না ৷ দেখা দিয়েছে পানীয় জলের সংকট ৷ আর তাই ক্ষুব্ধ তারকেশ্বরের বালিগরি পঞ্চায়েতের কামারপাড়ার বাসিন্দারা ৷ এলাকার মহিলাদের বক্তব্য, পেট্রল কিনে গাড়ি চালাতে হয়, এবার জল কিনে সংসার চালাতে হবে ।

স্থানীয়রা বলছেন, গত বছরও এখানকার জলাশয়গুলিতে জল ছিল । কোনও অভাব ছিল না পানীয় জলের । কিন্তু গরম পড়ার পর থেকেই এলাকার জলাশয়গুলির জল শুকিয়ে যেতে শুরু করে । স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকার দুটি ইট ভাটা ভূগর্ভস্থ জলের ব্যবহার করছে যেটা বেআইনি । প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ এবার বৃষ্টিও হয়েছে সামান্য । ফলে ভূগর্ভস্থ জলে টান পড়েছে । যা এই এলাকার অন্যতম ভরসা ।

স্থানীয়র ও ফিরদৌস পারভিনের বক্তব্য

তারকেশ্বর পঞ্চায়ের সমিতির সভাপতি ফিরদৌস পারভিন বলেন, "এই ঘটনা জানতাম না । তবে এই জল সংকটের ব্যাপার খুব গুরুতর ।" হুগলি জেলা পরিষদের কৃষি-সেচ কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী বলেন, "জল সংকটের বিষয়টি আমাদের নজরে এসেছে । আপাতত গ্রামের মানুষ যাতে পানীয় জল পান তার ব্যবস্থা করা হবে । মাটির তলায় জলের স্তর নেমে যাওয়ায় পাণ্ডুয়া, গোঘাট ব্লককে রেড জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । সেখনে ডিপ টিউবওয়েলের অনুমতি দেওয়া বন্ধ করা হয়েছে । চাষের কাজে ভূগর্ভস্থ জলের ব্যবহার কমাতে সারফেস ওয়াটার ব্যবহার করা হচ্ছে । কেন জলের স্তর নেমে গেল তা দেখতে হবে । ২৭ অগাস্ট মুখ্যমন্ত্রী আসছেন প্রশাসনিক বৈঠকে । জেলা প্রশাসনের মাধ্যমে তাঁকে বিষয়টি জানানো হবে ।"

তারকেশ্বর, ২৩ অগাস্ট : এলাকার কোনও পুকুরে জল নেই ৷ বাড়ির টিউবওয়েলগুলিতেও জল উঠছে না ৷ দেখা দিয়েছে পানীয় জলের সংকট ৷ আর তাই ক্ষুব্ধ তারকেশ্বরের বালিগরি পঞ্চায়েতের কামারপাড়ার বাসিন্দারা ৷ এলাকার মহিলাদের বক্তব্য, পেট্রল কিনে গাড়ি চালাতে হয়, এবার জল কিনে সংসার চালাতে হবে ।

স্থানীয়রা বলছেন, গত বছরও এখানকার জলাশয়গুলিতে জল ছিল । কোনও অভাব ছিল না পানীয় জলের । কিন্তু গরম পড়ার পর থেকেই এলাকার জলাশয়গুলির জল শুকিয়ে যেতে শুরু করে । স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকার দুটি ইট ভাটা ভূগর্ভস্থ জলের ব্যবহার করছে যেটা বেআইনি । প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ এবার বৃষ্টিও হয়েছে সামান্য । ফলে ভূগর্ভস্থ জলে টান পড়েছে । যা এই এলাকার অন্যতম ভরসা ।

স্থানীয়র ও ফিরদৌস পারভিনের বক্তব্য

তারকেশ্বর পঞ্চায়ের সমিতির সভাপতি ফিরদৌস পারভিন বলেন, "এই ঘটনা জানতাম না । তবে এই জল সংকটের ব্যাপার খুব গুরুতর ।" হুগলি জেলা পরিষদের কৃষি-সেচ কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী বলেন, "জল সংকটের বিষয়টি আমাদের নজরে এসেছে । আপাতত গ্রামের মানুষ যাতে পানীয় জল পান তার ব্যবস্থা করা হবে । মাটির তলায় জলের স্তর নেমে যাওয়ায় পাণ্ডুয়া, গোঘাট ব্লককে রেড জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । সেখনে ডিপ টিউবওয়েলের অনুমতি দেওয়া বন্ধ করা হয়েছে । চাষের কাজে ভূগর্ভস্থ জলের ব্যবহার কমাতে সারফেস ওয়াটার ব্যবহার করা হচ্ছে । কেন জলের স্তর নেমে গেল তা দেখতে হবে । ২৭ অগাস্ট মুখ্যমন্ত্রী আসছেন প্রশাসনিক বৈঠকে । জেলা প্রশাসনের মাধ্যমে তাঁকে বিষয়টি জানানো হবে ।"

Intro:Body:পেট্রোল কিনে গাড়ি চালাতে হয় এবার জল কিনে সংসার চালাতে হবে,এমনই বলছেন এলাকার গৃহ বধূরা।এমনই অবস্থার সম্মুখীন হতে চলেছেন হুগলীর তারকেশ্বরের বালিগরী পঞ্চায়েতের কামারপাড়ার বাসিন্দারা।
এলাকায় প্রায় প্রত্যেকটি পুকুর জল শুন্য।প্রায় কোনো বাড়ির টিউবওয়েলেই উঠছেনা না জল।ফলে পানীয় জলের সংকটে ভুগতে শুরু করেছে এলাকার বাসিন্দারা।গ্রামের একটি টিউবওয়েলে জল উঠছে তাই সেখানে পানীয় জলের জন্য পড়ছে লম্বা লাইন।
অনেকেই মনে করছেন বেঙ্গালোর চেন্নাইয়ের মত পরিস্থিতির সূচনা হলো নাকি হুগলীর তারকেশ্বরের এই এলাকায়।
সারা পৃথিবী জুড়ে যে জলের হাহাকার দেখা দেবে তার কারণ ভূগর্ভস্থ জলের পরিমান কমে যাওয়া।বিজ্ঞানীরা আগেই এর আভাস দিয়েছেন। বর্তমানে ব্যাঙ্গালোর চেন্নাই তার জ্বলন্ত উদাহরণ ।
স্বাধীনতা দিবসেও প্রধান মন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে জল সংকটের কথা।
সারা দেশ জুড়ে শুরু হয়েছে সতর্কতা মূলক ব্যবস্থা,জল অপচয় বন্ধে ব্যবস্থা গ্রহন।এখনই বিকল্প ব্যবস্থা না নিলে আগামী দিনে যে সঙ্কট দেখা দেবে তা হবে ভয়াবহ।
তাহলে কি এবার তারই আভাস পাওয়া গেলো হুগলির তারকেশ্বরের এই প্রত্যন্ত গ্রামে! স্থানীয়রা বলছেন গত বছরেও এখানকার জলাশয় গুলো ছিলো জলপূর্ণ।কোন অভাব ছিল না পানীয় জলের।কিন্ত গরম পরার পর থেকেই এলাকার জলাশয় গুলো জল শুকিয়ে যেতে শুরু করে।স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এই এলাকায় দুটি ইঁট ভাটা ভুগর্ভস্থ জলের ব্যবহার করছে যেটা বেআইনি।প্রশাসনকে জানানো হয়েছিল বহুদিন আগে কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।অন্য দিকে এবারে বৃষ্টি হয়েছে সামান্য।ফলে মাটির তলায় জলে টান পরেছে।তারকেশ্বরের এই গ্রামাঞ্চলে ট্যাপ ওয়াটার নেই ভূগর্ভস্থ জলই ভরসা।
তারকেশ্বর পঞ্চায়ের সমিতির সভাপতি ফিরদৌস পারভীন বলেন এই ঘটনা তিনি জানতেন না।তবে এই জল সংকটের ব্যাপার টা খুব গুরুতর।হুগলি জেলা পরিষদের কৃষি সেচ কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী বলেন,জল সংকটের বিষয়টি তাদের নজরে এসেছে।আপাতত গ্রামের মানুষ যাতে পানীয় জল পান তার ব্যবস্থা করা হবে।মাটির তলায় জলের স্তর নেমে যাওয়ায় পান্ডুয়া,গোঘাট ব্লককে রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।সেখনে ডিপ টিউবওয়েলের অনুমতি দেওয়া বন্ধ করা হয়েছে।চাষের কাজে ভূগর্ভস্থ জলের ব্যবহার কমাতে সারফেস ওয়াটার ব্যবহার করা হচ্ছে।জলধর জলভরো প্রকল্প আরো বাড়ানো হচ্ছে।তারকেশ্বর এলাকায় এটা ছিলো না।কেন জলের স্তর নেমে গেলো সেটা দেখতে হবে।আগামী ২৭ তারিখ মুখ্যমন্ত্রী আসছেন প্রশাসনিক বৈঠকে।জেলা প্রাশসনের মাধ্যমে তাকে বিষয়টি জানানো হবে।

wb_hgl_01_tarakeswar_water problem_copi_10007

B1) sanat koley(grambasi)
B2) bratin karmakar(grambasi)
B3) chobi koley(grambasi)
B4) monaj chakraborty(karmadhyakhya)
B5) firdous parvin(svapoti)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.