ETV Bharat / state

তারকেশ্বরে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন, অভিযোগ BJP-র দিকে - tarakeshwar

তৃণমূল দলীয় কার্যালয়ে গতকাল রাতে আগুন লাগে ৷ তৃণমূলের অভিযোগ, বেশ কিছু দিন ধরে এলাকায় BJP উত্তেজনা তৈরি করছে ৷ এটি ওদেরই কাজ৷

TMC officee
author img

By

Published : Sep 25, 2019, 4:50 PM IST

তারকেশ্বর , 25 সেপ্টেম্বর : তারকেশ্বরের ভীমপুর এলাকার তৃণমূল দলীয় কার্যালয়ে গতকাল রাতে আগুন লাগে ৷ অভিযোগের তীর BJP-র দিকে ৷ বেশ কয়েকদিন ধরে BJP-র সভা এবং মিছিল ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ তৃণমূলের সদস্যদের সঙ্গে বচসাও হয় ৷ কয়েকদিন ধরে পরিবেশ উত্তপ্ত ছিল ৷ গতকাল রাতে দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং আগুন লাগার পর তৃণমূল কর্মীদের অভিযোগ BJP কর্মীরা কাজটি করেছেন ৷

তারকেশ্বর ব্লকের তৃণমূলের কার্যকারী সভাপতি লাল্টু চট্টোপাধ্যায় বলেন, "বেশ কিছু দিন ধরে এলাকায় BJP উত্তেজনা তৈরি করছে ৷ গতকাল রাতে আমাদের একটি দলীয় কার্যালয়ে আগুন লাগানো হয় । এটা ওদেরই কাজ । আমরা তারকেশ্বর থানায় অভিযোগ জানাব । "

অভিযোগ অস্বীকার করে BJP ৷ তাদের জানায় এই রকম কোনও ঘটনার সঙ্গে তারা যুক্ত নয় ৷ BJP এই ধরণের নিম্নরুচির কাজে বিশ্বাস করে না ৷ এই বিষয়ে স্থানীয় BJP নেতা লাল্টু বাগ বলেন, "আমাদের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয় । এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷"

তারকেশ্বর , 25 সেপ্টেম্বর : তারকেশ্বরের ভীমপুর এলাকার তৃণমূল দলীয় কার্যালয়ে গতকাল রাতে আগুন লাগে ৷ অভিযোগের তীর BJP-র দিকে ৷ বেশ কয়েকদিন ধরে BJP-র সভা এবং মিছিল ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ তৃণমূলের সদস্যদের সঙ্গে বচসাও হয় ৷ কয়েকদিন ধরে পরিবেশ উত্তপ্ত ছিল ৷ গতকাল রাতে দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং আগুন লাগার পর তৃণমূল কর্মীদের অভিযোগ BJP কর্মীরা কাজটি করেছেন ৷

তারকেশ্বর ব্লকের তৃণমূলের কার্যকারী সভাপতি লাল্টু চট্টোপাধ্যায় বলেন, "বেশ কিছু দিন ধরে এলাকায় BJP উত্তেজনা তৈরি করছে ৷ গতকাল রাতে আমাদের একটি দলীয় কার্যালয়ে আগুন লাগানো হয় । এটা ওদেরই কাজ । আমরা তারকেশ্বর থানায় অভিযোগ জানাব । "

অভিযোগ অস্বীকার করে BJP ৷ তাদের জানায় এই রকম কোনও ঘটনার সঙ্গে তারা যুক্ত নয় ৷ BJP এই ধরণের নিম্নরুচির কাজে বিশ্বাস করে না ৷ এই বিষয়ে স্থানীয় BJP নেতা লাল্টু বাগ বলেন, "আমাদের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয় । এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷"

Intro:Body:তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে ঘটনা হুগলীর তারকেশ্বরের ভিমপুর এলাকার।
অভিযোগ গত কাল রাত্রে কেউ বা কারা তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয়।বেশ কিছু দিন ধরেই এলাকায় বিজেপির মিটিং মিছিল নিয়ে উত্তেজনা তৈরি হয়।এটা বিজেপি আশ্রিত দুষ্কৃতী দের কাজ বলে অভিযোগ তৃণমূলের।
যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
তারকেশ্বর ব্লকের তৃণমূলের কার্যকারী সভাপতি লাল্টু চ্যাটার্জি বলেন গত কাল রাত্রে আমাদের একটি দলীয় কার্যালয়ে আগুন লাগানো হয়।কে কারা লাগিয়েছে সেটা জানা নেই ।তবে বেশ কিছু দিন ধরেই এলাকায় বিজেপির মিটিং মিছিল নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে এটা ওদেরই কাজ।আমরা তারকেশ্বর থানায় অভিযোগ জানাবো।
যদিও বিজেপির বিরুদ্ধের ওঠা অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিজেপি নেতা লাল্টু বাগ বলেন আমাদের কেউ এই ঘটনার সাথে জড়িত নয়।ওটা তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্ধ।তাছাড়া তারকেশ্বর বিধানসভায় বিজেপির উত্থান দেখে বিজেপিকে দমানোর চক্রান্ত করা হচ্ছে।


wb_hgl_01_tarakeswar_tmc ofice fire_copi_10007

B_1_লাল্টু চ্যাটার্জি(তৃণমূল)
B_2_লাল্টু বাগ(বিজেপি)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.