ETV Bharat / state

Tapasi Maliks Father on Mamata : 'দিদি আমায় ভালবাসেন না, পরিত্যাগ করেছেন', মমতার অনুষ্ঠানে ডাক না পেয়ে অভিমান তাপসীর বাবার - Mamata Banerjee in singur

মুখ্যমন্ত্রীর সভায় ডাক না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক (Tapasi Maliks Father did not get invitation in Mamata Banerjee programme) ৷

Tapasi Maliks Father on Mamata
মমতার অনুষ্ঠানে ডাক না পেয়ে অভিমান তাপসীর বাবার
author img

By

Published : Jun 3, 2022, 10:23 PM IST

Updated : Jun 3, 2022, 10:30 PM IST

সিঙ্গুর, 3 জুন : শুক্রবার সিঙ্গুরের বাজেমেলিয়ায় এসে সিঙ্গুরের জমি আন্দোলন ও তাপসী মালিক নাম করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in singur) । অথচ ব্রাত্য থেকে গেলেন তাপসী মালিকের বাবা-মা । বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক (Tapasi Maliks Father on Mamata Banerjee) ৷ মুখ্যমন্ত্রী তাঁকে ডাকেননি বলে অভিযোগও করেছেন তিনি ৷ "আমি দিদিকে ভালবাসলেও, দিদি আর আমাকে ভালবাসেন না" বলেও মন্তব্য করেছেন মনোরঞ্জনবাবু ৷

এদিন সিঙ্গুরের বাজেমেলিয়ায় সন্তোষী মায়ের মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়, নতুন একটি রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধনও করেন তিনি ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে কেন তাঁরা ডাক পেলেন না, সেই প্রশ্ন তুলেছেন তাপসী মালিকের বাবা ৷ সেই তাপসী মালিক যাকে সিঙ্গুর জমি আন্দোলন পর্বে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল রাজ্যের তৎকালীন শাসকদল সিপিএমের বিরুদ্ধে ৷ যে তাপসী মালিকের মৃত্যু ও তারপর তৈরি হওয়া ক্ষোভ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন বঙ্গ-রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল, সেই তাপসীর বাবাকে কেন এদিন ডাকা হল না সেই প্রশ্ন উঠছে ৷ এ প্রসঙ্গে মনোরঞ্জন মালিক বলেন, "সকালে বেচারাম মান্না ফোন করে জানান এটা সরকারি অনুষ্ঠান । তাই আমাকে না ডাকার বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না । আমার বক্তব্য, এটা যদি সরকারি অনুষ্ঠানই হয় তাহলে সিঙ্গুরের মাতঙ্গিনী অর্থাৎ সরস্বতী দেবী মঞ্চে উঠলেন কি করে ! তাঁর বেলা কি সরকারি অনুষ্ঠান ছিল না এটা । আর যে তাপসী মালিককে নিয়ে সারা বাংলা তোলপাড় হল, সেই তাপসীর বাবা-মাকে ডাকার ক্ষমতা দিদির হল না । দিদিকে আমি ভালবাসতাম, আমাকে দিদি আর ভালবাসেন না । আমি এত কিছু করলাম অথচ ডাক পেলাম না । এর দায় দিদির । আমি মুখ্যমন্ত্রীকে অভিযোগ করছি । সারা বাংলার মানুষ ভাবল আমাকে দিদি পরিত্যাগ করেছেন ।"

মমতার অনুষ্ঠানে ডাক না পেয়ে অভিমান তাপসীর বাবার

আরও পড়ুন : রেলকে ছাড়াই কামারকুণ্ডু রেলব্রিজের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

এবিষয়ে সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না বলেন, "এটা সম্পূর্ণ সরকারি অনুষ্ঠান । এই অনুষ্ঠানে জেলাশাসক ও সিএম এর অনুমোদনে নিমন্ত্রণ করা হয়েছে । আমরা ব্যক্তিগতভাবে মনোরঞ্জন বাবুকে ডেকেছিলাম । স্টেজের পাশে থাকার জন্য । মুখ্যমন্ত্রী যদি বলেন তখন ডেকে নেওয়া হবে । সেটা উনি শোনেননি । সরস্বতী দেবী পাশে ছিলেন, তাঁকে স্টেজের ওপর ডাকা হয়েছিল । কে রাজনীতি করল এটা দেখার দরকার নেই । মমতা বন্দ্যোপাধ্যায় সোজা পথে চলছেন আমরাও তাঁর সঙ্গে আছি ।"

সিঙ্গুর, 3 জুন : শুক্রবার সিঙ্গুরের বাজেমেলিয়ায় এসে সিঙ্গুরের জমি আন্দোলন ও তাপসী মালিক নাম করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in singur) । অথচ ব্রাত্য থেকে গেলেন তাপসী মালিকের বাবা-মা । বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক (Tapasi Maliks Father on Mamata Banerjee) ৷ মুখ্যমন্ত্রী তাঁকে ডাকেননি বলে অভিযোগও করেছেন তিনি ৷ "আমি দিদিকে ভালবাসলেও, দিদি আর আমাকে ভালবাসেন না" বলেও মন্তব্য করেছেন মনোরঞ্জনবাবু ৷

এদিন সিঙ্গুরের বাজেমেলিয়ায় সন্তোষী মায়ের মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়, নতুন একটি রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধনও করেন তিনি ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে কেন তাঁরা ডাক পেলেন না, সেই প্রশ্ন তুলেছেন তাপসী মালিকের বাবা ৷ সেই তাপসী মালিক যাকে সিঙ্গুর জমি আন্দোলন পর্বে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল রাজ্যের তৎকালীন শাসকদল সিপিএমের বিরুদ্ধে ৷ যে তাপসী মালিকের মৃত্যু ও তারপর তৈরি হওয়া ক্ষোভ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন বঙ্গ-রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল, সেই তাপসীর বাবাকে কেন এদিন ডাকা হল না সেই প্রশ্ন উঠছে ৷ এ প্রসঙ্গে মনোরঞ্জন মালিক বলেন, "সকালে বেচারাম মান্না ফোন করে জানান এটা সরকারি অনুষ্ঠান । তাই আমাকে না ডাকার বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না । আমার বক্তব্য, এটা যদি সরকারি অনুষ্ঠানই হয় তাহলে সিঙ্গুরের মাতঙ্গিনী অর্থাৎ সরস্বতী দেবী মঞ্চে উঠলেন কি করে ! তাঁর বেলা কি সরকারি অনুষ্ঠান ছিল না এটা । আর যে তাপসী মালিককে নিয়ে সারা বাংলা তোলপাড় হল, সেই তাপসীর বাবা-মাকে ডাকার ক্ষমতা দিদির হল না । দিদিকে আমি ভালবাসতাম, আমাকে দিদি আর ভালবাসেন না । আমি এত কিছু করলাম অথচ ডাক পেলাম না । এর দায় দিদির । আমি মুখ্যমন্ত্রীকে অভিযোগ করছি । সারা বাংলার মানুষ ভাবল আমাকে দিদি পরিত্যাগ করেছেন ।"

মমতার অনুষ্ঠানে ডাক না পেয়ে অভিমান তাপসীর বাবার

আরও পড়ুন : রেলকে ছাড়াই কামারকুণ্ডু রেলব্রিজের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

এবিষয়ে সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না বলেন, "এটা সম্পূর্ণ সরকারি অনুষ্ঠান । এই অনুষ্ঠানে জেলাশাসক ও সিএম এর অনুমোদনে নিমন্ত্রণ করা হয়েছে । আমরা ব্যক্তিগতভাবে মনোরঞ্জন বাবুকে ডেকেছিলাম । স্টেজের পাশে থাকার জন্য । মুখ্যমন্ত্রী যদি বলেন তখন ডেকে নেওয়া হবে । সেটা উনি শোনেননি । সরস্বতী দেবী পাশে ছিলেন, তাঁকে স্টেজের ওপর ডাকা হয়েছিল । কে রাজনীতি করল এটা দেখার দরকার নেই । মমতা বন্দ্যোপাধ্যায় সোজা পথে চলছেন আমরাও তাঁর সঙ্গে আছি ।"

Last Updated : Jun 3, 2022, 10:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.