ETV Bharat / state

Tapasi Maliks Father on Mamata : 'দিদি আমায় ভালবাসেন না, পরিত্যাগ করেছেন', মমতার অনুষ্ঠানে ডাক না পেয়ে অভিমান তাপসীর বাবার

মুখ্যমন্ত্রীর সভায় ডাক না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক (Tapasi Maliks Father did not get invitation in Mamata Banerjee programme) ৷

Tapasi Maliks Father on Mamata
মমতার অনুষ্ঠানে ডাক না পেয়ে অভিমান তাপসীর বাবার
author img

By

Published : Jun 3, 2022, 10:23 PM IST

Updated : Jun 3, 2022, 10:30 PM IST

সিঙ্গুর, 3 জুন : শুক্রবার সিঙ্গুরের বাজেমেলিয়ায় এসে সিঙ্গুরের জমি আন্দোলন ও তাপসী মালিক নাম করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in singur) । অথচ ব্রাত্য থেকে গেলেন তাপসী মালিকের বাবা-মা । বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক (Tapasi Maliks Father on Mamata Banerjee) ৷ মুখ্যমন্ত্রী তাঁকে ডাকেননি বলে অভিযোগও করেছেন তিনি ৷ "আমি দিদিকে ভালবাসলেও, দিদি আর আমাকে ভালবাসেন না" বলেও মন্তব্য করেছেন মনোরঞ্জনবাবু ৷

এদিন সিঙ্গুরের বাজেমেলিয়ায় সন্তোষী মায়ের মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়, নতুন একটি রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধনও করেন তিনি ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে কেন তাঁরা ডাক পেলেন না, সেই প্রশ্ন তুলেছেন তাপসী মালিকের বাবা ৷ সেই তাপসী মালিক যাকে সিঙ্গুর জমি আন্দোলন পর্বে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল রাজ্যের তৎকালীন শাসকদল সিপিএমের বিরুদ্ধে ৷ যে তাপসী মালিকের মৃত্যু ও তারপর তৈরি হওয়া ক্ষোভ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন বঙ্গ-রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল, সেই তাপসীর বাবাকে কেন এদিন ডাকা হল না সেই প্রশ্ন উঠছে ৷ এ প্রসঙ্গে মনোরঞ্জন মালিক বলেন, "সকালে বেচারাম মান্না ফোন করে জানান এটা সরকারি অনুষ্ঠান । তাই আমাকে না ডাকার বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না । আমার বক্তব্য, এটা যদি সরকারি অনুষ্ঠানই হয় তাহলে সিঙ্গুরের মাতঙ্গিনী অর্থাৎ সরস্বতী দেবী মঞ্চে উঠলেন কি করে ! তাঁর বেলা কি সরকারি অনুষ্ঠান ছিল না এটা । আর যে তাপসী মালিককে নিয়ে সারা বাংলা তোলপাড় হল, সেই তাপসীর বাবা-মাকে ডাকার ক্ষমতা দিদির হল না । দিদিকে আমি ভালবাসতাম, আমাকে দিদি আর ভালবাসেন না । আমি এত কিছু করলাম অথচ ডাক পেলাম না । এর দায় দিদির । আমি মুখ্যমন্ত্রীকে অভিযোগ করছি । সারা বাংলার মানুষ ভাবল আমাকে দিদি পরিত্যাগ করেছেন ।"

মমতার অনুষ্ঠানে ডাক না পেয়ে অভিমান তাপসীর বাবার

আরও পড়ুন : রেলকে ছাড়াই কামারকুণ্ডু রেলব্রিজের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

এবিষয়ে সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না বলেন, "এটা সম্পূর্ণ সরকারি অনুষ্ঠান । এই অনুষ্ঠানে জেলাশাসক ও সিএম এর অনুমোদনে নিমন্ত্রণ করা হয়েছে । আমরা ব্যক্তিগতভাবে মনোরঞ্জন বাবুকে ডেকেছিলাম । স্টেজের পাশে থাকার জন্য । মুখ্যমন্ত্রী যদি বলেন তখন ডেকে নেওয়া হবে । সেটা উনি শোনেননি । সরস্বতী দেবী পাশে ছিলেন, তাঁকে স্টেজের ওপর ডাকা হয়েছিল । কে রাজনীতি করল এটা দেখার দরকার নেই । মমতা বন্দ্যোপাধ্যায় সোজা পথে চলছেন আমরাও তাঁর সঙ্গে আছি ।"

সিঙ্গুর, 3 জুন : শুক্রবার সিঙ্গুরের বাজেমেলিয়ায় এসে সিঙ্গুরের জমি আন্দোলন ও তাপসী মালিক নাম করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in singur) । অথচ ব্রাত্য থেকে গেলেন তাপসী মালিকের বাবা-মা । বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক (Tapasi Maliks Father on Mamata Banerjee) ৷ মুখ্যমন্ত্রী তাঁকে ডাকেননি বলে অভিযোগও করেছেন তিনি ৷ "আমি দিদিকে ভালবাসলেও, দিদি আর আমাকে ভালবাসেন না" বলেও মন্তব্য করেছেন মনোরঞ্জনবাবু ৷

এদিন সিঙ্গুরের বাজেমেলিয়ায় সন্তোষী মায়ের মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়, নতুন একটি রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধনও করেন তিনি ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে কেন তাঁরা ডাক পেলেন না, সেই প্রশ্ন তুলেছেন তাপসী মালিকের বাবা ৷ সেই তাপসী মালিক যাকে সিঙ্গুর জমি আন্দোলন পর্বে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল রাজ্যের তৎকালীন শাসকদল সিপিএমের বিরুদ্ধে ৷ যে তাপসী মালিকের মৃত্যু ও তারপর তৈরি হওয়া ক্ষোভ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন বঙ্গ-রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল, সেই তাপসীর বাবাকে কেন এদিন ডাকা হল না সেই প্রশ্ন উঠছে ৷ এ প্রসঙ্গে মনোরঞ্জন মালিক বলেন, "সকালে বেচারাম মান্না ফোন করে জানান এটা সরকারি অনুষ্ঠান । তাই আমাকে না ডাকার বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না । আমার বক্তব্য, এটা যদি সরকারি অনুষ্ঠানই হয় তাহলে সিঙ্গুরের মাতঙ্গিনী অর্থাৎ সরস্বতী দেবী মঞ্চে উঠলেন কি করে ! তাঁর বেলা কি সরকারি অনুষ্ঠান ছিল না এটা । আর যে তাপসী মালিককে নিয়ে সারা বাংলা তোলপাড় হল, সেই তাপসীর বাবা-মাকে ডাকার ক্ষমতা দিদির হল না । দিদিকে আমি ভালবাসতাম, আমাকে দিদি আর ভালবাসেন না । আমি এত কিছু করলাম অথচ ডাক পেলাম না । এর দায় দিদির । আমি মুখ্যমন্ত্রীকে অভিযোগ করছি । সারা বাংলার মানুষ ভাবল আমাকে দিদি পরিত্যাগ করেছেন ।"

মমতার অনুষ্ঠানে ডাক না পেয়ে অভিমান তাপসীর বাবার

আরও পড়ুন : রেলকে ছাড়াই কামারকুণ্ডু রেলব্রিজের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

এবিষয়ে সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না বলেন, "এটা সম্পূর্ণ সরকারি অনুষ্ঠান । এই অনুষ্ঠানে জেলাশাসক ও সিএম এর অনুমোদনে নিমন্ত্রণ করা হয়েছে । আমরা ব্যক্তিগতভাবে মনোরঞ্জন বাবুকে ডেকেছিলাম । স্টেজের পাশে থাকার জন্য । মুখ্যমন্ত্রী যদি বলেন তখন ডেকে নেওয়া হবে । সেটা উনি শোনেননি । সরস্বতী দেবী পাশে ছিলেন, তাঁকে স্টেজের ওপর ডাকা হয়েছিল । কে রাজনীতি করল এটা দেখার দরকার নেই । মমতা বন্দ্যোপাধ্যায় সোজা পথে চলছেন আমরাও তাঁর সঙ্গে আছি ।"

Last Updated : Jun 3, 2022, 10:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.