ETV Bharat / state

Suvendu slams Abhishek: নব জোয়ার কর্মসূচিতে টাকা যোগাচ্ছে ডিয়ার লটারি, অভিযোগ শুভেন্দুর

নব জোয়ার কর্মসূচিতে টাকা যোগাচ্ছে ডিয়ার লটারি ৷ এমনই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী ৷

Etv Bharat
অভিযোগ শুভেন্দুর
author img

By

Published : May 10, 2023, 10:44 PM IST

অভিযোগ শুভেন্দুর

কোন্নগর, 10 মে: জনসভা থেকে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে, বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর দফতরের হানা প্রসঙ্গেও মুখ খুললেন শুভেন্দু ৷ তাঁর স্পষ্ট দাবি, কৃষ্ণ কল্যাণীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা এবং সোনার গয়না বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে আয়কর দফতরের আধিকারিকরা ৷ পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়েক নব জোয়ার এবং গ্রাম জনসংযোগ কর্মসূচির পিছনে ডিয়ার লটারির টাকা আছে বলেও অভিযোগ শুভেন্দুর ৷ যা নিয়েও সরাসরি তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু ৷

বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার এবং গ্রাম জনসংযোগ যাত্রার টাকা কে দিচ্ছে, তা নিয়েও কার্যত প্রশ্ন তুলেছেন শুভেন্দু ৷ তিনি বলেন, "অভিষেকের নব জোয়ার যাত্রার টাকা কে দিচ্ছে জানেন ?" এরপর অবশ্য এর উত্তরও দিয়েছেন শুভেন্দু ৷ তাঁর দাবি, ডিয়ার লটারি এই টাকা যোগাচ্ছে অভিষেককে। তাঁর আরও অভিযোগ, আয়কর দফতরকে ওই লটারি সংস্থা জানিয়েছে প্রতিমাসে তারা 25-30 হাজার টাকা এসবিআই-এর মাধ্যমে তৃণমূলের ইলেকট্ররালে দিচ্ছে। এদিন বিরোধী দলনেতা বলেন, "তথ্য এবং নথি আমি পেয়ে গিয়েছি। বাংলার কোটি কোটি মানুষকে বঞ্চিত করে এই যে ব্যবসা এটা আমরা বন্ধ করব।"

রিষড়ায় রাম নবমী শোভাযাত্রা থেকে গণ্ডগোল এবং রাজ্যে দূর্নীতি ও আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে কোন্নগর ধারসা থেকে উত্তরপাড়া দোলতলা ঘাট পর্যন্ত মিছিল করে বিজেপি। সেই মিছিলে এদিন যোগ দেন শুভেন্দু অধিকারী। সেই জনসভা থেকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্দেশে কটাক্ষের সুরে শুভেন্দু জানান, তিনি নাকি ভিতরে বিজেপি বাইরে তৃণমূল। তাঁর বাড়িতে তিনদিন ধরে আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি করেছে বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা।

তিনি এদিন বলেন, "আপনারা টিভিতে দেখেছেন ফলাফলটা দেখেননি। আমি যা বলি দায়িত্ব নিয়ে বলি। আয়কর দফতর তিন কোটি টাকা নগদ এবং ছয় কোটি টাকার সোনা নিয়ে গিয়েছে মমতা ভক্তের বাড়ি থেকে। আমার অভিযোগ যদি সত্যি হয় আয়কর দফতর টুইট করুক বা সংবাদ মাধ্যমকে জানিয়ে দিক।" শুভেন্দু অধিকারীর বক্তব্য, এর আগে সিপিএম মিছিল করেছে তাদের অনুমতির দরকার হয়নি। আর বিজেপি করলে আদালত থেকে অনুমতি নিয়ে আসতে হয়। কারণ হিসাবে তাঁর ব্যাখ্যা, সিপিএম এ রাজ্যে কংগ্রসের হাত ধরেছে। কংগ্রেস তৃণমূলকে দিল্লিতে আইনি সাহায্য করছে। এইভাবে সেটিং করেই সকলে চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: মহম্মদবাজারে দেউচা-পাচামি নিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে অভিষেক

অভিযোগ শুভেন্দুর

কোন্নগর, 10 মে: জনসভা থেকে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে, বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর দফতরের হানা প্রসঙ্গেও মুখ খুললেন শুভেন্দু ৷ তাঁর স্পষ্ট দাবি, কৃষ্ণ কল্যাণীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা এবং সোনার গয়না বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে আয়কর দফতরের আধিকারিকরা ৷ পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়েক নব জোয়ার এবং গ্রাম জনসংযোগ কর্মসূচির পিছনে ডিয়ার লটারির টাকা আছে বলেও অভিযোগ শুভেন্দুর ৷ যা নিয়েও সরাসরি তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু ৷

বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার এবং গ্রাম জনসংযোগ যাত্রার টাকা কে দিচ্ছে, তা নিয়েও কার্যত প্রশ্ন তুলেছেন শুভেন্দু ৷ তিনি বলেন, "অভিষেকের নব জোয়ার যাত্রার টাকা কে দিচ্ছে জানেন ?" এরপর অবশ্য এর উত্তরও দিয়েছেন শুভেন্দু ৷ তাঁর দাবি, ডিয়ার লটারি এই টাকা যোগাচ্ছে অভিষেককে। তাঁর আরও অভিযোগ, আয়কর দফতরকে ওই লটারি সংস্থা জানিয়েছে প্রতিমাসে তারা 25-30 হাজার টাকা এসবিআই-এর মাধ্যমে তৃণমূলের ইলেকট্ররালে দিচ্ছে। এদিন বিরোধী দলনেতা বলেন, "তথ্য এবং নথি আমি পেয়ে গিয়েছি। বাংলার কোটি কোটি মানুষকে বঞ্চিত করে এই যে ব্যবসা এটা আমরা বন্ধ করব।"

রিষড়ায় রাম নবমী শোভাযাত্রা থেকে গণ্ডগোল এবং রাজ্যে দূর্নীতি ও আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে কোন্নগর ধারসা থেকে উত্তরপাড়া দোলতলা ঘাট পর্যন্ত মিছিল করে বিজেপি। সেই মিছিলে এদিন যোগ দেন শুভেন্দু অধিকারী। সেই জনসভা থেকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্দেশে কটাক্ষের সুরে শুভেন্দু জানান, তিনি নাকি ভিতরে বিজেপি বাইরে তৃণমূল। তাঁর বাড়িতে তিনদিন ধরে আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি করেছে বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা।

তিনি এদিন বলেন, "আপনারা টিভিতে দেখেছেন ফলাফলটা দেখেননি। আমি যা বলি দায়িত্ব নিয়ে বলি। আয়কর দফতর তিন কোটি টাকা নগদ এবং ছয় কোটি টাকার সোনা নিয়ে গিয়েছে মমতা ভক্তের বাড়ি থেকে। আমার অভিযোগ যদি সত্যি হয় আয়কর দফতর টুইট করুক বা সংবাদ মাধ্যমকে জানিয়ে দিক।" শুভেন্দু অধিকারীর বক্তব্য, এর আগে সিপিএম মিছিল করেছে তাদের অনুমতির দরকার হয়নি। আর বিজেপি করলে আদালত থেকে অনুমতি নিয়ে আসতে হয়। কারণ হিসাবে তাঁর ব্যাখ্যা, সিপিএম এ রাজ্যে কংগ্রসের হাত ধরেছে। কংগ্রেস তৃণমূলকে দিল্লিতে আইনি সাহায্য করছে। এইভাবে সেটিং করেই সকলে চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: মহম্মদবাজারে দেউচা-পাচামি নিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে অভিষেক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.