ETV Bharat / state

CAA, NRC-র সমর্থনে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি - Hoogly

রাজ্য তথা দেশ যখন NRC ও CAA-র বিরোধিতায় উত্তাল, তখন তারই সমর্থনে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন হুগলির সিঙ্গুরের BJP নেতা ও কর্মীরা৷ NRC ও CAA-র সমর্থনে প্রায় 50 জন নিজেদের মতামত পোস্টকার্ডে লিখে তা জমা দিলেন সিঙ্গুর পোস্ট অফিসে৷

Letter to PM for CAA, NRC from Singur
CAA, NRC-র সমর্থনে খোলা চিঠি
author img

By

Published : Feb 2, 2020, 2:17 PM IST

সিঙ্গুর, 2 ফেব্রুয়ারি: CAA-র সমর্থনে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি পাঠালেন সিঙ্গুরের BJP নেতা ও কর্মীরা৷ গতকাল সিঙ্গুর পোস্ট অফিসের পোস্ট বক্সে চিঠি জমা দেওয়ার পর তারা জানান, এই কর্মসূচি রোজই চলবে এবং প্রত্যেক বাড়িতে গিয়ে প্রচার চালানো হবে৷

একদিকে রাজ্য তথা দেশ যখন NRC ও CAA-র বিরোধিতায় উত্তাল, তখন তারই সমর্থনে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন হুগলির সিঙ্গুরের BJP নেতা ও কর্মীরা৷ NRC ও CAA-র সমর্থনে প্রায় 50 জন নিজেদের মতামত পোস্টকার্ডে লিখে তা জমা দিলেন সিঙ্গুর পোস্ট অফিসে৷ NRC ও CAA-র মতো প্রধানমন্ত্রীকে আরও সাহসী পদক্ষেপ করতে এই বার্তা বলে জানান তারা৷ ‘জয় শ্রীরাম’ ও ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি দেন BJP নেতা ও কর্মীরা৷ এই কর্মসূচি রোজই চলবে বলে BJP-র পক্ষ থেকে জানানো হয়েছে৷ পাশাপাশি, স্থানীয় এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়েও প্রচার চালানো হবে বলে জানান তারা৷ এদিকে, হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না জানান, BJP যতই CAA ও NRC নিয়ে প্রচার করুক, মানুষ ওদের বিপক্ষেই রয়েছে৷ মানুষ প্রতিবাদ করছে বলে BJP আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে বলে জানান তৃণমূল বিধায়ক৷

CAA, NRC-র সমর্থনে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি

সিঙ্গুর, 2 ফেব্রুয়ারি: CAA-র সমর্থনে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি পাঠালেন সিঙ্গুরের BJP নেতা ও কর্মীরা৷ গতকাল সিঙ্গুর পোস্ট অফিসের পোস্ট বক্সে চিঠি জমা দেওয়ার পর তারা জানান, এই কর্মসূচি রোজই চলবে এবং প্রত্যেক বাড়িতে গিয়ে প্রচার চালানো হবে৷

একদিকে রাজ্য তথা দেশ যখন NRC ও CAA-র বিরোধিতায় উত্তাল, তখন তারই সমর্থনে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন হুগলির সিঙ্গুরের BJP নেতা ও কর্মীরা৷ NRC ও CAA-র সমর্থনে প্রায় 50 জন নিজেদের মতামত পোস্টকার্ডে লিখে তা জমা দিলেন সিঙ্গুর পোস্ট অফিসে৷ NRC ও CAA-র মতো প্রধানমন্ত্রীকে আরও সাহসী পদক্ষেপ করতে এই বার্তা বলে জানান তারা৷ ‘জয় শ্রীরাম’ ও ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি দেন BJP নেতা ও কর্মীরা৷ এই কর্মসূচি রোজই চলবে বলে BJP-র পক্ষ থেকে জানানো হয়েছে৷ পাশাপাশি, স্থানীয় এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়েও প্রচার চালানো হবে বলে জানান তারা৷ এদিকে, হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না জানান, BJP যতই CAA ও NRC নিয়ে প্রচার করুক, মানুষ ওদের বিপক্ষেই রয়েছে৷ মানুষ প্রতিবাদ করছে বলে BJP আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে বলে জানান তৃণমূল বিধায়ক৷

CAA, NRC-র সমর্থনে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি
Intro:Body:CAA-র সমর্থনে সরাসরি প্রধানমন্ত্রীকে খোলা চিঠি পাঠালো সিঙ্গুরের বিজেপি নেতা কর্মীরা।
সিঙ্গুরে ব্লকের বিজেপির পক্ষ থেকে সরকারী পোষ্টকার্ডে নিজস্ব নাম ফোন নাম্বার সহ CAA কে সমর্থন জানিয়ে সিঙ্গুর পোষ্ট অফিসে লাইন দিয়ে খোলা চিঠি পোষ্ট করা হল। এই কর্মসূচী রোজ ই চলবে বলে জানান বিজেপি নেতারা। বিজেপি নেতা মধুসূদন দাস জানান, CAA-র সমর্থনে সাধরণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সাথে এইভাবে প্রধান মন্ত্রীর দফতরে সরাসরি চিঠি লিখে এই আইনকে সমর্থন জানানোর জন‍্য ও আবেদন করা হবে সাধরণ মানুষ কে।যাতে প্রধানমন্ত্রী আরো সাহসী পদক্ষেপ নিতে পারেন।
এই ঠিকানায় চিঠি পাঠান বিজেপি নেতা কর্মীরা, Prime minister residence
7,Lok kalyan marg,
Race couse road,
New Delhi 110011।

যদিও এই বিষয়ে তৃণমূল নেতা তথা হরিপাল বিধায়ক বেচারাম মান্না বলেন Caa এবং nrc নিয়ে মানুষ যেভাবে ওদের বিরুদ্ধে গেছে ওরা যতই চেষ্টা করুক মানুষ ওদের সমর্থন করবে না।মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছে।খোলা চিঠি লিখুক আর যাই করুক মানুষ ওদের পক্ষে নেই।caa এবং nrc বিরুদ্ধে মানুষ পথে নেমেছে তাই ওরা আতঙ্কগ্রস্ত। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন কে সমর্থন করছে বিজেপির পাশে নেই।

wb_hgl_01_singur_caa suport post card_copi_10007

B_1_মধুসূদন দাস (বিজেপি)
B_2_বেচারাম মান্না(তৃণমূল)
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.