ETV Bharat / state

ধোনি আউট হতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের - khanakul

ধোনি আউট হতেই স্বপ্নভঙ্গের যন্ত্রণা সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ক্রিকেটপ্রেমীর ।

ধোনি
author img

By

Published : Jul 11, 2019, 5:58 PM IST

খানাকুল, 11 জুলাই : নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হারের পর বিশ্বজয়ের স্বপ্ন শেষ কোহলিদের। স্বপ্নভঙ্গ হয়েছে কোটি কোটি ভারতীয় সমর্থকদেরও । আর সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ক্রিকেটপ্রেমীর । মৃতের নাম শ্রীকান্ত মাইতি (৩৩) । বাড়ি হুগলির খানাকুলের তাঁতিশাল গ্রামে ।

শ্রীকান্ত মাইতি
শ্রীকান্ত মাইতি

খানাকুলের সেকেন্দার পুর মোড়ে সাইকেলের দোকানে গতকাল সন্ধ্যায় মোবাইলে খেলা দেখছিলেন তিনি। ধোনির আউটের পরই মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় আরামবাগের দক্ষিণ নারায়ণপুর ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

শুরুতেই ভারত পরপর উইকেট হারানোর পরই মুষড়ে পড়েন শ্রীকান্ত । আর ধোনি রান আউট হওয়ার পরই মাটিতে লুটিয়ে পড়েন ।

স্থানীয় বাসিন্দারা বলেন, খেলা পাগল ছিলেন শ্রীকান্ত । তাই সব কাজ ফেলে খেলা দেখছিলেন । তবে ধোনি আউট হতেই তাঁর মন ভেঙে যায় । সেই যন্ত্রণাই তাঁর মৃত্যুর কারণ বলে অনুমান স্থানীয়দের ।

খানাকুল, 11 জুলাই : নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হারের পর বিশ্বজয়ের স্বপ্ন শেষ কোহলিদের। স্বপ্নভঙ্গ হয়েছে কোটি কোটি ভারতীয় সমর্থকদেরও । আর সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ক্রিকেটপ্রেমীর । মৃতের নাম শ্রীকান্ত মাইতি (৩৩) । বাড়ি হুগলির খানাকুলের তাঁতিশাল গ্রামে ।

শ্রীকান্ত মাইতি
শ্রীকান্ত মাইতি

খানাকুলের সেকেন্দার পুর মোড়ে সাইকেলের দোকানে গতকাল সন্ধ্যায় মোবাইলে খেলা দেখছিলেন তিনি। ধোনির আউটের পরই মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় আরামবাগের দক্ষিণ নারায়ণপুর ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

শুরুতেই ভারত পরপর উইকেট হারানোর পরই মুষড়ে পড়েন শ্রীকান্ত । আর ধোনি রান আউট হওয়ার পরই মাটিতে লুটিয়ে পড়েন ।

স্থানীয় বাসিন্দারা বলেন, খেলা পাগল ছিলেন শ্রীকান্ত । তাই সব কাজ ফেলে খেলা দেখছিলেন । তবে ধোনি আউট হতেই তাঁর মন ভেঙে যায় । সেই যন্ত্রণাই তাঁর মৃত্যুর কারণ বলে অনুমান স্থানীয়দের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.