হরিপাল, 15 জানুয়ারি : গাছ থেকে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক গৃহবধূ ও যুবকের দেহ । ঘটনাটি হরিপাল থানার ইলিপুর গ্রামের ।
মঙ্গলবার সকালে মকর সংক্রান্তি উপলক্ষ্যে দবারহাট্টার শ্বশুরবাড়ি থেকে ইলিপুরে বাবার বাড়ি এসেছিল প্রতিমা দাস (28) । সকালটা পরিবারের সঙ্গেই কাটায় সে । কিন্তু সন্ধ্যের পর থেকে তাকে আর বাড়িতে দেখা যায়নি । রাতে পরিবারের তরফে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয় । আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রতিমার দেহ ঝুলতে দেখা যায় । একই দড়িতে ঝুলছিল স্থানীয় যুবক অর্জুন রানার (23) দেহ ।হরিপাল থানার পুলিশ এসে মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবকের সঙ্গে প্রতিমার সম্পর্ক ছিল । প্রতিমার স্বামী প্রবীর দাস বলেন, "সংসারে কোনও অশান্তি ছিল না । আমি এ বিষয়ে কিছুই জানতাম না । আজ সকালে হঠাৎ এই খবর পাই ।" অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।