ETV Bharat / state

First Day College: নেই ভ্যাকসিনেশনের শংসাপত্র, আরামবাগে প্রথমদিন কলেজে ঢুকতে পারলেন না বহু পড়ুয়া - কলেজের প্রথম দিনেই প্রবেশের বাধা

ভ্যাকসিনেশনের শংসাপত্র না থাকায় কলেজে ঢুকতে পারলেন না পড়ুয়ারা ৷ হুগলির আরামবাগ কলেজের ঘটনায় চাঞ্চল্য ৷ সমস্যার সমাধানের জন্য মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন পড়ুয়ারা ৷

Students could not enter the college for not having covid vaccination certificate in Siliguri Arambag Netaji College
নেই ভ্যাকসিনেশনের সংশাপত্র, শিলিগুড়িতে প্রথমদিন কলেজে ঢুকতে পারল না বহু পড়ুয়া
author img

By

Published : Nov 16, 2021, 7:39 PM IST

আরামবাগ, 16 নভেম্বর : ভ্যাকসিনেশনের শংসাপত্র না থাকায় প্রথমদিন কলেজে ঢুকতে পারলেন না হুগলি আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ারা ৷ কলেজ জীবনের প্রথমদিনেই কলেজের গেট থেকে ফিরে যেতে হল অধিকাংশ পড়ুয়াকে ৷ আর এনিয়ে ক্ষোভপ্রকাশ করে মহকুমা শাসকের দ্বারস্থ হলেন পড়ুয়ারা ৷ মহকুমা শাসক কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন ৷

জানা গিয়েছে, দীর্ঘ লকডাউনের পর এদিন আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ারা প্রথমবার কলেজে ক্লাস করার জন্য যান ৷ কিন্তু, কলেজের গেটে প্রবেশের আগে তাঁদের কাছে ভ্যাকসিনেশনের শংসাপত্র চাওয়া হয় ৷ বহু পড়ুয়াই সেই সার্টিফিকেট দেখাতে না পারায়, তাঁদের কলেজে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ ফলে পড়ুয়া এবং তাঁদের অভিভাবকরা স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েন ৷ বিষয়টি জানতে পেরে পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন কলেজের ছাত্র ইউনিয়নের নেতা সৈয়দ আশিক হোসেন ৷ তিনি দ্রুত সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছেন ৷

আরও পড়ুন : Schools Reopen: স্কুল খোলায় খুশির হাওয়া রায়গঞ্জে, উদ্বেগ কাটছে না অভিভাবকদের

এবিষয়ে কলেজ ফেরত পড়ুয়া জানিয়েছেন, কারও বয়স বা কারও শারীরিক অসুস্থতার কারণে কলেজের ভ্যাকসিন ক্যাম্পে তাঁরা যেতে পারেননি ৷ স্বাভাবিকভাবে তাঁদের ভ্যাকসিন হয়নি ৷ কিন্তু, এদিন তাঁরা কলেজে গেলে, তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে ৷ ফলে এবার কীভাবে পড়ুয়ারা ক্লাস করবেন, তা বুঝে উঠতে পারছেন না কেউ ৷ বিষয়টি প্রশাসনের নজরে আসা উচিত বলেও জানিয়েছেন তাঁরা ৷ পড়ুয়ারা যাতে কলেজে ক্লাস করতে পারে তার জন্য প্রশাসন সদর্থক পদক্ষেপ নিক এমনটাই চাইছেন অভিভাবকরাও ৷

আরও পড়ুন : School Reopening : আসানসোলের স্কুলে স্যানিটাইজারের সঙ্গে ফুল আর মিষ্টিতে স্বাগত পড়ুয়াদের

এনিয়ে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ অসীমকুমার দে বলেন, ‘‘কিছু ছাত্রছাত্রীর গাফিলতির কারণে সমস্যা হয়েছে ৷ তবে বিষয়টি নজরে এসেছে ৷ দ্রুত সমাধান করার চেষ্টা চলছে ৷’’ এবিষয়ে তৃণমূল ছাত্র নেতা সৈয়দ আশিক হোসেন বলেন, ‘‘ছাত্রছাত্রীদের নিয়ে তিনি মহকুমা শাসকের দ্বারস্থ হচ্ছেন ৷ কিছু ভুল বোঝাবুঝির কারণে হয়তো সমস্যা হয়েছে ৷ তবে, ছাত্রছাত্রীরা যাতে কলেজে ক্লাস করতে পারেন তার ব্যবস্থা করা হবে ৷’’

আরামবাগ, 16 নভেম্বর : ভ্যাকসিনেশনের শংসাপত্র না থাকায় প্রথমদিন কলেজে ঢুকতে পারলেন না হুগলি আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ারা ৷ কলেজ জীবনের প্রথমদিনেই কলেজের গেট থেকে ফিরে যেতে হল অধিকাংশ পড়ুয়াকে ৷ আর এনিয়ে ক্ষোভপ্রকাশ করে মহকুমা শাসকের দ্বারস্থ হলেন পড়ুয়ারা ৷ মহকুমা শাসক কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন ৷

জানা গিয়েছে, দীর্ঘ লকডাউনের পর এদিন আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ারা প্রথমবার কলেজে ক্লাস করার জন্য যান ৷ কিন্তু, কলেজের গেটে প্রবেশের আগে তাঁদের কাছে ভ্যাকসিনেশনের শংসাপত্র চাওয়া হয় ৷ বহু পড়ুয়াই সেই সার্টিফিকেট দেখাতে না পারায়, তাঁদের কলেজে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ ফলে পড়ুয়া এবং তাঁদের অভিভাবকরা স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েন ৷ বিষয়টি জানতে পেরে পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন কলেজের ছাত্র ইউনিয়নের নেতা সৈয়দ আশিক হোসেন ৷ তিনি দ্রুত সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছেন ৷

আরও পড়ুন : Schools Reopen: স্কুল খোলায় খুশির হাওয়া রায়গঞ্জে, উদ্বেগ কাটছে না অভিভাবকদের

এবিষয়ে কলেজ ফেরত পড়ুয়া জানিয়েছেন, কারও বয়স বা কারও শারীরিক অসুস্থতার কারণে কলেজের ভ্যাকসিন ক্যাম্পে তাঁরা যেতে পারেননি ৷ স্বাভাবিকভাবে তাঁদের ভ্যাকসিন হয়নি ৷ কিন্তু, এদিন তাঁরা কলেজে গেলে, তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে ৷ ফলে এবার কীভাবে পড়ুয়ারা ক্লাস করবেন, তা বুঝে উঠতে পারছেন না কেউ ৷ বিষয়টি প্রশাসনের নজরে আসা উচিত বলেও জানিয়েছেন তাঁরা ৷ পড়ুয়ারা যাতে কলেজে ক্লাস করতে পারে তার জন্য প্রশাসন সদর্থক পদক্ষেপ নিক এমনটাই চাইছেন অভিভাবকরাও ৷

আরও পড়ুন : School Reopening : আসানসোলের স্কুলে স্যানিটাইজারের সঙ্গে ফুল আর মিষ্টিতে স্বাগত পড়ুয়াদের

এনিয়ে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ অসীমকুমার দে বলেন, ‘‘কিছু ছাত্রছাত্রীর গাফিলতির কারণে সমস্যা হয়েছে ৷ তবে বিষয়টি নজরে এসেছে ৷ দ্রুত সমাধান করার চেষ্টা চলছে ৷’’ এবিষয়ে তৃণমূল ছাত্র নেতা সৈয়দ আশিক হোসেন বলেন, ‘‘ছাত্রছাত্রীদের নিয়ে তিনি মহকুমা শাসকের দ্বারস্থ হচ্ছেন ৷ কিছু ভুল বোঝাবুঝির কারণে হয়তো সমস্যা হয়েছে ৷ তবে, ছাত্রছাত্রীরা যাতে কলেজে ক্লাস করতে পারেন তার ব্যবস্থা করা হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.