শ্রীরামপুর, 19 সেপ্টেম্বর: মাহেশের আদলে শ্রীরামপুর স্টেশন (Shrirampur railway station) করার দাবি জানানো হল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) কাছে । শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত কেন্দ্রীয় মন্ত্রীকে কাছে পেয়ে এই অনুরোধ করেন । কেন্দ্রে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর স্টেশনকে মাহেশের আদলে তৈরি করার পরিকল্পনা নিয়েছিলেন । কিন্তু তা অর্ধসমাপ্ত হয়ে রয়েছে (Smriti Irani at Hooghly)। মাহেশের জগন্নাথ মন্দিরের সেবাইত পিয়াল অধিকারী এই স্টেশনকে মাহেশের আদলে (Mahesh temple) করার অনুরোধ জানান ।
লোকসভা প্রভাস যোজনা কর্মসূচিতে তিনদিনের বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি । সোমবার বেলা এগারোটায় কলকাতা বিমানবন্দরে নেমে প্রথমে তিনি যান হুগলির শ্রীরামপুরে বিজেপির দলীয় কার্যালয়ে । বিজেপি সূত্রের খবর, তিন দিনে 21টি জায়গা পরিদর্শন করবেন কেন্দ্রীয় মন্ত্রী । শ্রীরামপুর লোকসভার বেশ কয়েকটি বিধানসভা এলাকায় জনসংযোগ এবং দলীয় বৈঠকে অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ।
সোমবার সকালে হুগলির শ্রীরামপুরে দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে অংশ নেন তিনি । এরপর রিষড়ার বাঙুরপার্কে একটি হলে জনসংযোগ সেরে বিকেল তিনটে নাগাদ মাহেশ জগন্নাথ মন্দিরে পুজো দেন তিনি । একইসঙ্গে উত্তরপাড়ার বহু প্রাচীন ও ঐতিহ্যময় জয়কৃষ্ণ লাইব্রেরি পরিদর্শন করেন । স্বাধীনতা সংগ্রামী ও সাহিত্যিকদের আবক্ষ মূর্তিতে মাল্য করেন । তবে এ দিন সাংবাদিকদের কিছুই বলতে চাননি স্মৃতি । মঙ্গল ও বুধবার হুগলির মশাট, জাঙ্গিপাড়া ডানকুনি-সহ বিভিন্ন জায়গার নানা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি ।
আরও পড়ুন: ফোনে স্মৃতির গলা চিনতে না পারায় যোগীরাজ্যের কর্মীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ
মাহেশের জগন্নাথ মন্দিরের সেবাইত পিয়াল অধিকারী বলেন, "2019 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প করে দিয়েছেন । রন্ধনশালা, প্রসাধন কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখাই মন্ত্রীকে । তাঁর কাছে অনুরোধ জানালাম, শ্রীরামপুর স্টেশনের যে গৌরব সেটা যেন ফিরে আসে । দক্ষিণেশ্বর স্টেশন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি, বেলুড় মঠের স্টেশনটা বেলুড় মঠের আদলে তৈরি, শ্রীরামপুর স্টেশন যেন মাহেশ জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয় । এটা শুধু মাহেশ বা শ্রীরামপুরবাসীর নয়, সারা পশ্চিমবঙ্গবাসীর গর্ব হবে ।" কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বিষয়টি তিনি রেলমন্ত্রীকে জানাবেন ।