সিঙ্গুর, 8 মে: বাড়ি ফিরলেন 45 দিন ধরে বারাণসীর PN গঙ্গা হোটেলে আটকে থাকা সিঙ্গুরের 17 জন প্রবীণ পর্যটক। গতকাল সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের এন্ট্রি পাস পাওয়ার পর রাতেই গাড়িতে রওনা দেন তাঁরা। লকডাউনে দীর্ঘদিন হোটেলবন্দী থাকার পর শুক্রবার বাড়ি ফিরতে পেরে স্বভাবতই খুশি তাঁরা। এদিন সিঙ্গুর ব্লক তৃণমুল যুব কংগ্ৰেস সভাপতি মহাদেব দাস ঘরে ফেরা প্রবীণ পর্যটকদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
গত 13 মার্চ সিঙ্গুর থেকে বারাণসীর উদ্দেশে রওনা দিয়েছিলেন প্রবীণ পর্যটকেরা। দিল্লী হয়ে তাঁরা বারাণসী পৌঁছাবার পর প্রথম দফার লকডাউন শুরু হয়ে যায়। ফলে সেই থেকেই বারাণসীর PN গঙ্গা হোটেল আটকে পড়েন বাংলার এই 17 জন প্রবীণ পর্যটক। এদিকে, প্রথম দফায় লকডাউন শেষ হওয়ার পরেও বাড়ি ফেরার অনুমতি পাননি তাঁরা। এক্ষেত্রে উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ দুই রাজ্যের তরফেই আপত্তি জানানো হয়। এরপর শুরু হয়ে যায় দ্বিতীয় দফার লকডাউন। দ্বিতীয় দফার লকডাউনে হাজার আবেদনের পরেও তাঁরা ঘরে ফেরার অনুমতি পাননি। সেই সময় এই 17 জন পর্যটক সিঙ্গুরের বিধায়ক, জেলাশাসক, এমনকী রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তাঁদের ঘরে ফেরানোর আবেদন করেন। পরবর্তীকালে প্রধানমন্ত্রীকে বার্তা দেন প্রবীণরা। শুরুতে তাতেও অবশ্য সুরাহা হয়নি। অবশেষে তৃতীয় দফার লকডাউন চলাকালীন রাজ্য সরকারের তৎপরতায় এদিন বাড়ি ফিরলেন সিঙ্গুরের একঝাঁক প্রবীণ পর্যটক। এদিন তাঁদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান সিঙ্গুর ব্লক তৃণমুল যুব কংগ্ৰেস সভাপতি মহাদেব দাস।
পর্যটকরা জানান, গাড়ি ছাড়ার আগে একদফা স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। বাংলা ঝাড়খণ্ড সীমান্তে আরেক দফা স্বাস্থ্য পরীক্ষা হয় আমাদের। পরে সিঙ্গুরে আসার পর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাড়ি ফিরছেন তাঁরা।