ETV Bharat / state

তারকেশ্বরে পথ দুর্ঘটনায় মৃত 3 - লরি অটো ও মোটরবাইককে ধাক্কা মারে

আজ বিকেলে তারকেশ্বর রোডের হরিপাল থানার নন্দকুটি মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি অটো ও মোটর বাইককে ধাক্কা মারে ৷ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত আরও তিনজন ৷

ছবি
author img

By

Published : Sep 24, 2019, 10:46 PM IST

তারকেশ্বর, 24 সেপ্টেম্বর : লরির সঙ্গে অটো ও মোটর বাইকের সংঘর্ষ ৷ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের নাম বিকাশ রাউত,নাগমা বিবি ও রণজিৎ মালিক৷ গুরুতর আহত আরও তিনজন ৷ তাদের প্রথমে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ পরে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

আজ বিকেলে তারকেশ্বর থেকে বৈদ্যবাটির দিকে যাচ্ছিল লরিটি ৷ সেই সময় উলটো দিকে থেকে আসছিল একটি অটো এবং বাইক ৷ তারকেশ্বর রোডের হরিপাল থানার নন্দকুটি মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিকে থেকে আসা অটো ও বাইককে ধাক্কা মারে লরি ৷ দুর্ঘটনায় অটোতে থাকা পাঁচজন ও বাইক আরোহী গুরুতর আহত হন ৷ স্থানীয়রা তাদের উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ পরে চিকিৎসরা তাদের মধ্যে তিনজনকে মৃত বলে ঘোষণা করে ৷ বাকি তিনজনকে গুরুতর অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

দেখুন ভিডিয়ো

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ ঘাতক লরিটিকে আটক করা হয়েছে ৷ লরির চালক পলাতক ৷

তারকেশ্বর, 24 সেপ্টেম্বর : লরির সঙ্গে অটো ও মোটর বাইকের সংঘর্ষ ৷ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের নাম বিকাশ রাউত,নাগমা বিবি ও রণজিৎ মালিক৷ গুরুতর আহত আরও তিনজন ৷ তাদের প্রথমে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ পরে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

আজ বিকেলে তারকেশ্বর থেকে বৈদ্যবাটির দিকে যাচ্ছিল লরিটি ৷ সেই সময় উলটো দিকে থেকে আসছিল একটি অটো এবং বাইক ৷ তারকেশ্বর রোডের হরিপাল থানার নন্দকুটি মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিকে থেকে আসা অটো ও বাইককে ধাক্কা মারে লরি ৷ দুর্ঘটনায় অটোতে থাকা পাঁচজন ও বাইক আরোহী গুরুতর আহত হন ৷ স্থানীয়রা তাদের উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ পরে চিকিৎসরা তাদের মধ্যে তিনজনকে মৃত বলে ঘোষণা করে ৷ বাকি তিনজনকে গুরুতর অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

দেখুন ভিডিয়ো

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ ঘাতক লরিটিকে আটক করা হয়েছে ৷ লরির চালক পলাতক ৷

Intro:Body:লরির সাথে অটো ও মোটরবাইক আরোহীর সংঘর্ষে মৃত তিন। গুরুতর আহত তিন।আহতদের প্রথমে হরিপাল গ্ৰামীন হাসপাতালে ভর্তি করা পরে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনাটি ঘটে বৈদ‍্যবাটি তারকেশ্বর রোডের হরিপাল থানার নন্দকুটি মোড়ে ।
‌মৃত তিন জনের মধ‍্যে একজন মহিলা একজন পুরুষ( শিক্ষক)একজন নাবালক ছেলে।

wb_hgl_01_haripal_accident_copi_10007Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.