ETV Bharat / state

অবৈধ পার্কিংয়ের জের, ডানকুনিতে পথ দুর্ঘটনায় মৃত এক - ডানকুনিতে পথ দুর্ঘটনায় মৃত 1

আজ সকালে ডানকুনির দিল্লি রোডের উপর দিয়ে যাওয়ার সময় একটি ট্রলার নিয়ন্ত্রন হারিয়ে প্রথমে একটি ট্রাককে ধাক্কা মারে । তারপর সাফাই কর্মী সেখ হবিলের ভ্যানে ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় সাফাই কর্মীর । এলাকার বাসিন্দারা দিল্লি রোড অবরোধ করে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ডানকুনি থানার পুলিশ । পৌর প্রশাসক ঘটনাস্থানে হাজির হন ।

Road accident
পথ দুর্ঘটনা
author img

By

Published : Oct 31, 2020, 1:43 PM IST

ডানকুনি , 31 অক্টোবর : অবৈধ পার্কিংয়ের ফলে বাড়ছে দুর্ঘটনা । বারবার প্রশাসনকে বলেও কোনও প্রতিকার হয়নি । আজ সকালে একটি ট্রেলার হঠাৎই সাফাই কর্মীর ভ্যানকে ধাক্কা মারে । তাতে মৃত্যু হয় ডানকুনি পৌরসভার সাফাইকর্মী শেখ হবিলের । ডানকুনির দিল্লি রোডের উপর ঘটনাটি ঘটে । ঘটনায় বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে স্থানীয়রা । অবৈধ পার্কিংয়ের জন্য সরব হয় ডানকুনির পৌরসভার প্রশাসক হাসিনা শবনমও । পরে ডানকুনি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।

আজ সকালে ডানকুনির দিল্লি রোডের উপর দিয়ে যাওয়ার সময় একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাককে ধাক্কা মারে । তারপর সাফাইকর্মী শেখ হবিলের ভ্যানে ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় সাফাইকর্মীর । এলাকার বাসিন্দারা দিল্লি রোড অবরোধ করেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ডানকুনি থানার পুলিশ । পৌর প্রশাসক ঘটনাস্থানে হাজির হন ।

স্থানীয় সাদ্দাম আনসারি বলেন , দীর্ঘদিন ধরে অবৈধ পার্কিংয়ের জন্য এই দুর্ঘটনা ঘটছে । প্রশাসনকে আরও কঠোর হওয়া দরকার । না হলে আগামী দিনে আরও বড় দুর্ঘটনা ঘটবে । ডানকুনি প্রশাসক হাসিনা শবনম বলেন , অবৈধ পার্কিংয়ের জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটছে । মদ্যপ অবস্থাতেও অনেকে গাড়ি চালাচ্ছে । যার জন্য দুর্ঘটনা হচ্ছে । পুলিশকে বিষয়টি দেখতে বলা হয়েছে ।

ডানকুনি , 31 অক্টোবর : অবৈধ পার্কিংয়ের ফলে বাড়ছে দুর্ঘটনা । বারবার প্রশাসনকে বলেও কোনও প্রতিকার হয়নি । আজ সকালে একটি ট্রেলার হঠাৎই সাফাই কর্মীর ভ্যানকে ধাক্কা মারে । তাতে মৃত্যু হয় ডানকুনি পৌরসভার সাফাইকর্মী শেখ হবিলের । ডানকুনির দিল্লি রোডের উপর ঘটনাটি ঘটে । ঘটনায় বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে স্থানীয়রা । অবৈধ পার্কিংয়ের জন্য সরব হয় ডানকুনির পৌরসভার প্রশাসক হাসিনা শবনমও । পরে ডানকুনি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।

আজ সকালে ডানকুনির দিল্লি রোডের উপর দিয়ে যাওয়ার সময় একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাককে ধাক্কা মারে । তারপর সাফাইকর্মী শেখ হবিলের ভ্যানে ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় সাফাইকর্মীর । এলাকার বাসিন্দারা দিল্লি রোড অবরোধ করেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ডানকুনি থানার পুলিশ । পৌর প্রশাসক ঘটনাস্থানে হাজির হন ।

স্থানীয় সাদ্দাম আনসারি বলেন , দীর্ঘদিন ধরে অবৈধ পার্কিংয়ের জন্য এই দুর্ঘটনা ঘটছে । প্রশাসনকে আরও কঠোর হওয়া দরকার । না হলে আগামী দিনে আরও বড় দুর্ঘটনা ঘটবে । ডানকুনি প্রশাসক হাসিনা শবনম বলেন , অবৈধ পার্কিংয়ের জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটছে । মদ্যপ অবস্থাতেও অনেকে গাড়ি চালাচ্ছে । যার জন্য দুর্ঘটনা হচ্ছে । পুলিশকে বিষয়টি দেখতে বলা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.