চুঁচুড়া, 25 এপ্রিল : করোনার ভয়াবহ প্রকোপে বিধ্বস্ত গোটা দেশ ৷ সংক্রমণের নিরিখে পিছিয়ে নেই রাজ্যও ৷ সংক্রমণ রুখতে মাস্ক পরার পাশাপাশি পারস্পরিক দূরত্ব বজায় রাখার কথাও বলা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে রবিবার চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে দেখা গেল অন্য চিত্র ৷
এখানে করোনা আক্রান্ত রোগীর সঙ্গে থাকছেন তাঁর আত্মীয়রা । এতেই বাড়ছে সংক্রমণের আশঙ্কা ৷ রবিবার এমনই চিত্র চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালের কোভিড ওয়ার্ডে । এই হাসপাতালের তিনতলায় রয়েছে কোভিড ওয়ার্ড ৷ সেখানেই করোনা আক্রান্তদের ভর্তি করা হচ্ছে ৷
আশ্চর্যজনকভাবে রোগীর পরিবারের লোকও ওই কোভিড ওয়ার্ডেই আক্রান্তের সঙ্গে থাকছেন । ফলে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থাকছে প্রবল ৷ সংক্রমণ কমানোর জন্য যেখানে একে অপরের থেকে দু'মিটার দূরে থাকার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে, সেখানে একটি সরকারি হাসপাতালে কীভাবে আক্রান্তদের সঙ্গে তাঁর পরিবারকে একই জায়গায় রাখা হচ্ছে, তানিয়ে প্রশ্ন উঠছে ৷
আরও পড়ুন : দ্বিতীয়বার করোনায় আক্রান্ত বাবুল, পজ়িটিভ তাঁর স্ত্রী-ও
এ বিষয়ে প্রশ্ন করা হলে হাসপাতাল সুপার জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে ৷ রবিবার ছুটির দিন বলেই হয়ত এমনটা হয়েছে ৷ আক্রান্তের সঙ্গে থাকা কখনোই উচিত নয় ৷ আমরা দেখছি কী কারণে এই ঘটনা ঘটছে ৷