হুগলি, 14 ফেব্রুয়ারি : পুলওয়ামা হামলার সেই কালো দিনটার ক্ষত আজও দগদগে তাঁর মনে ৷ আজকের দিনেই তো সে হারিয়েছিল তাঁর সবথেকে কাছের মানুষটাকে ৷ স্বামী যে আর ফিরবে না কোনও দিন, তা মনকে বোঝাতে সময়ও লেগেছিল অনেক ৷ সেই জঙ্গি হামলার পর কেটে গেছে গোটা একটা বছর ৷ তবু মনকে এখনও পুরোপুরি বোঝাতে পারেননি হুগলির মিতা সাঁতরা ৷ আজকের দিনের সেই জঙ্গি হানায় শহিদ হয়েছিলেন তাঁর স্বামী বাবলু সাঁতরা ৷
CRPF আর প্রশাসনের থেকে সাহায্য তো মিলেছিল ৷ কিন্তু মানসিকভাবে আজও সমান বিপর্যস্ত তিনি ৷ পুলওয়ামা হামলার এক বছর পেরিয়ে এসে আজ মিতাদেবী বলছেন, "আর যুদ্ধ চাই না ৷ যুদ্ধ মানেই শুধু মানব সম্পদের ক্ষতি ৷ চাই সবাই ভালো থাকুক ৷"
মিতাদেবী আরও বলছেন, "শান্তিপূর্ণ সহাবস্থান সমাজের পক্ষে মঙ্গল ৷ যুদ্ধ মানে শুধু মানব সম্পদের ক্ষতি । প্রতিটি যুদ্ধের পরেই শান্তি চুক্তি করা হয় । আর যুদ্ধ চাই না, আমি চাই যুদ্ধটাকে মুখ্য না করে সমাজে বা দেশের অন্যদিক দিকগুলো নজর দিক, তাহলে ভালো হয় । "
সেই ক্ষত কতটা ভুলতে পেরেছেন? কেমন আছেন এখন মিতাদেবী? এই বিষয়ে প্রশ্ন করা হলে তার উত্তর,"যে জায়গাটা শূন্য হয়ে গেছে, সে জায়গাটা আর কোনওদিন পূরণ হওয়ার নয় । প্রতিটি মানুষ যেভাবে দিনযাপন করে আমিও সেই ভাবেই দিন যাপন করছি । চাওয়া না চাওয়ার দিন আমার জন্য শেষ । আলাদা করে কিছু নেই ।"
পাশাপাশি সেনাদের সুরক্ষার দিকে যাতে সরকার আরও নজর দেয় সেই কথাও আজ জানালেন বাবলু সাঁতরার স্ত্রী ৷