ETV Bharat / state

কামারপুকুরে রামকৃষ্ণের জন্মতিথি পালন

186 তম জন্মতিথি উপলক্ষ্যে সেজে উঠেছে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর রামকৃষ্ণ মঠ ।

author img

By

Published : Mar 15, 2021, 10:54 PM IST

করোনা পরিস্থিতিতে কামারপুকুরে রামকৃষ্ণের জন্মতিথি পালন
করোনা পরিস্থিতিতে কামারপুকুরে রামকৃষ্ণের জন্মতিথি পালন

হুগলি, 15 মার্চ : যাবতীয় কোভিড বিধি মেনে শুরু হল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি । 186 তম জন্মতিথি উপলক্ষ্যে সেজে উঠেছে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর রামকৃষ্ণ মঠ । আজ সকাল থেকেই শুরু হয় পুজো পাঠ, আরতি ।

করোনা পরিস্থিতিতে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী মঠ খোলা থাকবে । সামাজিক দূরত্ব বজায় রেখে ভক্তদের মঠে প্রবেশে করানো, প্রসাদ বিতরণ করাও হবে বলে জানিয়েছে মঠ কর্তৃপক্ষ । পাশাপাশি চলবে ভক্তিমূলক অনুষ্ঠান ।

রামকৃষ্ণের জন্মতিথি পালন কামারপুকুরে, দেখুন ভিডিয়ো..

এবারেও মেলা চলবে অথচ দোকানের সংখ্যা কম থাকবে । সমস্থ কোভিড পরিস্থিতির উপরে নজর রেখেই চলবে রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে উৎসব । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড় বাড়তে শুরু করেছে, তবে অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম ।

হুগলি, 15 মার্চ : যাবতীয় কোভিড বিধি মেনে শুরু হল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি । 186 তম জন্মতিথি উপলক্ষ্যে সেজে উঠেছে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর রামকৃষ্ণ মঠ । আজ সকাল থেকেই শুরু হয় পুজো পাঠ, আরতি ।

করোনা পরিস্থিতিতে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী মঠ খোলা থাকবে । সামাজিক দূরত্ব বজায় রেখে ভক্তদের মঠে প্রবেশে করানো, প্রসাদ বিতরণ করাও হবে বলে জানিয়েছে মঠ কর্তৃপক্ষ । পাশাপাশি চলবে ভক্তিমূলক অনুষ্ঠান ।

রামকৃষ্ণের জন্মতিথি পালন কামারপুকুরে, দেখুন ভিডিয়ো..

এবারেও মেলা চলবে অথচ দোকানের সংখ্যা কম থাকবে । সমস্থ কোভিড পরিস্থিতির উপরে নজর রেখেই চলবে রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে উৎসব । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড় বাড়তে শুরু করেছে, তবে অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.