ETV Bharat / international

সঙ্গীদের নিয়ে ইজরায়েলের বিরুদ্ধে লড়াই চালাবে ইরান: খামেনি - Iran supreme leader Khamenei - IRAN SUPREME LEADER KHAMENEI

Khamenei Speaks on Conflict With Israel : মধ্যপ্রাচ্যে সংকট বড় আকার নিয়েছে। এরইমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন।

Iran's supreme leader Khamenei
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে: খামেনি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2024, 6:47 PM IST

Updated : Oct 4, 2024, 6:57 PM IST

তেহরান, 4 অক্টোবর: ইজরায়েল ও ইরানের মধ্যে বিধ্বংসী লড়াইয়ের মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানে জুম্মার বক্তব্য রেখেছেন ৷ সেখানে তিনি জানান, তাঁর দেশ এবং তাদের মিত্রশক্তিরা ইজরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ৷ ইরানে কয়েক হাজার মানুষের বিশাল জনসমাগমকে সম্বোধন করে খামেনি আরবি ভাষায় জানান, প্রতিরোধের ক্ষেত্রে তাঁরা পিছপা হবেন না ৷ জয়ীও হবেন। এদি্কে ইরান ও ইজরায়েলের সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল স্বরাষ্ট্রমন্ত্রক ।

হিজবুল্লাহ সমর্থক ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইজরায়েলের প্রতিশোধ নিতে শুরু করেছে । তারই মাঝে এই বিবৃতি এসেছে ৷ পাল্টা ইরানও স্পষ্ট করেছে, হিজবুল্লাহর প্রাক্তন প্রধান নাসিরুল্লাহ এবং অন্য শীর্ষ ব্যক্তিদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে।

ইরানের বিরুদ্ধে ইজরায়েলের উপর দ্বিতীয়বার হামলা চালানোর পর প্রথম শুক্রবার তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির ভাষণ সামনে এসেছে ৷ ইজরায়েলি সেনাদের বিরুদ্ধে হিজবুল্লা যোদ্ধাদের গুলি বিনিময় লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হওয়ার পরও প্রথম বক্তব্য রেখেছেন খামেনি। 7 অক্টোবর প্য়ালেস্তাইন জঙ্গি গোষ্ঠী হামাস ইজরায়েলের উপর তার ইতিহাসে সবচেয়ে মারাত্মক হামলা শুরু করার প্রায় এক বছর পর, ইজরায়েল ঘোষণা করেছে, তারা লেবাননের সঙ্গে তাদের সীমান্ত সুরক্ষিত করার দিকে বিশেষ মনোযোগ দিয়েছে।

এক্স হ্যান্ডেলে একটি পোস্টে, খামেনি নিহত হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর প্রতি শ্রদ্ধাও নিবেদন করেছেন। এরপরই তিনি বলেন, "আমি বিশ্বাস করি আমার ভাই, আমার প্রিয়জন, যিনি আমার জন্য গর্বের, ইসলামি বিশ্বের একজন প্রশংসিত ব্যক্তিত্ব এবং এই অঞ্চলের জাতিগুলির স্পষ্ট কন্ঠস্বর, লেবাননের উজ্জ্বল রত্ন সেই হাসান নাসরাল্লাহকে সম্মান করা উচিত ৷" ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, "লেবাননের জনগণের প্রতি তাঁর জীবদ্দশায় শহিদ নাসরাল্লাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল, ইমাম মুসা সদর, আব্বাস মুসাভির মতো বিশিষ্ট ব্যক্তিদের হারিয়ে যাওয়ায় হতাশ হলে হবে না ৷ আক্রমণাত্মক শত্রুদের পরাজিত করতে হবে।"

ইরানের সর্বোচ্চ নেতা ইজরায়েলকে তীব্র আক্রমণ করে বলেন, "অসামরিক লোকদের হত্যা এবং বোমা হামলার পরিণতি হল জনগণের ক্ষোভ ও লড়াইয়ের প্রেরণা ৷ জীবন উৎসর্গ করতে ইচ্ছুক জনগণের উত্থান যা শেষ পর্যন্ত ইজরায়েলের অস্তিত্বের বিলুপ্তি ঘটাবে।" ইজরায়েল জানিয়েছে, তার উদ্দেশ্য হল হিজবুল্লাহের দ্বারা শুরু করা আন্তঃসীমান্ত রকেট হামলার কারণে বাস্তুচ্যুত 60 হাজার ইজরায়েলিকে তাদের বাড়িতে ফিরে যেতে দেওয়া। স্বাস্থ্য মন্ত্রকের দাবি, লেবাননের আশেপাশে হিজবুল্লাহের শক্ত ঘাঁটিতে ইজরায়েলের হামলায় 23 সেপ্টেম্বর থেকে 1 হাজারেরও বেশি লোক নিহত হয়েছে ৷

তেহরান, 4 অক্টোবর: ইজরায়েল ও ইরানের মধ্যে বিধ্বংসী লড়াইয়ের মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানে জুম্মার বক্তব্য রেখেছেন ৷ সেখানে তিনি জানান, তাঁর দেশ এবং তাদের মিত্রশক্তিরা ইজরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ৷ ইরানে কয়েক হাজার মানুষের বিশাল জনসমাগমকে সম্বোধন করে খামেনি আরবি ভাষায় জানান, প্রতিরোধের ক্ষেত্রে তাঁরা পিছপা হবেন না ৷ জয়ীও হবেন। এদি্কে ইরান ও ইজরায়েলের সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল স্বরাষ্ট্রমন্ত্রক ।

হিজবুল্লাহ সমর্থক ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইজরায়েলের প্রতিশোধ নিতে শুরু করেছে । তারই মাঝে এই বিবৃতি এসেছে ৷ পাল্টা ইরানও স্পষ্ট করেছে, হিজবুল্লাহর প্রাক্তন প্রধান নাসিরুল্লাহ এবং অন্য শীর্ষ ব্যক্তিদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে।

ইরানের বিরুদ্ধে ইজরায়েলের উপর দ্বিতীয়বার হামলা চালানোর পর প্রথম শুক্রবার তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির ভাষণ সামনে এসেছে ৷ ইজরায়েলি সেনাদের বিরুদ্ধে হিজবুল্লা যোদ্ধাদের গুলি বিনিময় লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হওয়ার পরও প্রথম বক্তব্য রেখেছেন খামেনি। 7 অক্টোবর প্য়ালেস্তাইন জঙ্গি গোষ্ঠী হামাস ইজরায়েলের উপর তার ইতিহাসে সবচেয়ে মারাত্মক হামলা শুরু করার প্রায় এক বছর পর, ইজরায়েল ঘোষণা করেছে, তারা লেবাননের সঙ্গে তাদের সীমান্ত সুরক্ষিত করার দিকে বিশেষ মনোযোগ দিয়েছে।

এক্স হ্যান্ডেলে একটি পোস্টে, খামেনি নিহত হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর প্রতি শ্রদ্ধাও নিবেদন করেছেন। এরপরই তিনি বলেন, "আমি বিশ্বাস করি আমার ভাই, আমার প্রিয়জন, যিনি আমার জন্য গর্বের, ইসলামি বিশ্বের একজন প্রশংসিত ব্যক্তিত্ব এবং এই অঞ্চলের জাতিগুলির স্পষ্ট কন্ঠস্বর, লেবাননের উজ্জ্বল রত্ন সেই হাসান নাসরাল্লাহকে সম্মান করা উচিত ৷" ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, "লেবাননের জনগণের প্রতি তাঁর জীবদ্দশায় শহিদ নাসরাল্লাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল, ইমাম মুসা সদর, আব্বাস মুসাভির মতো বিশিষ্ট ব্যক্তিদের হারিয়ে যাওয়ায় হতাশ হলে হবে না ৷ আক্রমণাত্মক শত্রুদের পরাজিত করতে হবে।"

ইরানের সর্বোচ্চ নেতা ইজরায়েলকে তীব্র আক্রমণ করে বলেন, "অসামরিক লোকদের হত্যা এবং বোমা হামলার পরিণতি হল জনগণের ক্ষোভ ও লড়াইয়ের প্রেরণা ৷ জীবন উৎসর্গ করতে ইচ্ছুক জনগণের উত্থান যা শেষ পর্যন্ত ইজরায়েলের অস্তিত্বের বিলুপ্তি ঘটাবে।" ইজরায়েল জানিয়েছে, তার উদ্দেশ্য হল হিজবুল্লাহের দ্বারা শুরু করা আন্তঃসীমান্ত রকেট হামলার কারণে বাস্তুচ্যুত 60 হাজার ইজরায়েলিকে তাদের বাড়িতে ফিরে যেতে দেওয়া। স্বাস্থ্য মন্ত্রকের দাবি, লেবাননের আশেপাশে হিজবুল্লাহের শক্ত ঘাঁটিতে ইজরায়েলের হামলায় 23 সেপ্টেম্বর থেকে 1 হাজারেরও বেশি লোক নিহত হয়েছে ৷

Last Updated : Oct 4, 2024, 6:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.