হুগলি, 8 মার্চ : পথ দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন প্রাক্তন ফুটবলার রহিম নবি৷ সোমবার হুগলির শেওড়াফুলির কাছে তিনি দুর্ঘটনার কবলে পড়েন বলে জানা গিয়েছে৷ ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক নবির বাড়ি হুগলির পান্ডুয়ায়৷ এদিন বিকেলে তিনি কলকাতা থেকে বাড়িতেই ফিরছিলেন বলে জানা গিয়েছে৷
বিকেল চারটে নাগাদ শেওড়াফুলির কাছে দুর্ঘটনাটি ঘটে৷ তাঁর গাড়িতে পিছন দ্রুতগতিতে আসা একটি চার চাকা গাড়ি সজোরে ধাক্কা মারে। দুমড়ে-মুচড়ে যায় রহিম নবির গাড়ির পিছনের অংশ। অল্পের জন্য রক্ষা পান এই প্রাক্তন ফুটবলার৷
আরও পড়ুন : কোবরা ক্যাম্পে গুলি, মৃত এক মহিলা সহ 2 সিআরপিএফ জওয়ান
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে যে রহিম নবি নিজেই গাড়ির চালকের আসনে ছিলেন৷ তাঁর কোনও ক্ষতি না হলেও দুর্ঘটনার আকস্মিকতায় তিনি আর একা বাড়ি ফিরতে পারেননি৷ খবর দেওয়া হয় তাঁর বাড়িতে৷ পরে পরিবারের লোকজন গিয়ে তাঁকে বাড়িতে নিয়ে আসে। জানা গিয়েছে যে আপাতত সুস্থই আছেন তিনি।