পোলবা, 24 জানুয়ারি : গঙ্গাজল না কিনলে হবে না আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক ! পোস্টমাস্টারের এই দাবির প্রতিবাদ করায় আধার কার্ড আটকে রাখার অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে হুগলির পোলবার গোস্বামী মালিপাড়া পোস্ট অফিসে (Post Master Allegedly Seize Aadhar Card in Malipara Post Office) ৷ আর সেই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন অভিযোগকারী যুবক সুরজিৎ ৷ যদিও, গঙ্গাজল কিনতে জোর করার অভিযোগ অস্বীকার করেছেন পোস্টমাস্টার অসীম চক্রবর্তী ৷
সুরজিৎ নামে ওই যুবক অভিযোগ করেছেন, গত শনিবার তিনি গোস্বামী মালিপাড়া পোস্ট অফিসে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাতে যান ৷ সেখানে আধার ও মোবাইল নম্বর লিঙ্ক করানোর পর তাঁর কাছে নির্ধারিত 50 টাকা চাওয়া হয় ৷ সেই টাকা তিনি দিয়ে দেন ৷ কিন্তু, এর পরেই ওই যুবককে আরও 30 টাকা দিয়ে গঙ্গাজল কিনতে বলা হয় পোস্ট অফিস থেকে ৷ তিনি অভিযোগ করেছেন, গঙ্গাজল না কিনলে আধার কার্ড না দেওয়ার হুমকি দেওয়া হয় ৷ যুবকের দাবি, তিনি গঙ্গাজল কেনার রশিদ চান ৷ কিন্তু, পোস্টঅফিস কোনও রশিদ দিতে না পারায় তিনি গঙ্গা জল কেনেনি ৷ পাশাপাশি তিনি এর প্রতিবাদ করায় পোস্ট মাস্টার তাঁর আধার কার্ড আটকে রেখেছেন বলে অভিযোগ করেছেন সুরজিৎ নামে ওই যুবক ৷
আরও পড়ুন : Aadhar Enrolment for New Born Babies : হাসপাতালেই নবজাতকদের আধার কার্ড দেওয়ার পরিকল্পনা সরকারের
যদিও, আধার কার্ড আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছেন পোস্টমাস্টার অসীম চক্রবর্তী ৷ তিনি জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশিকা মতো পোস্ট বিভাগ প্রতিটি পোস্ট অফিসে গঙ্গোত্রীর জল বিক্রি করছে ৷ আধার ও মোবাইল নম্বর লিঙ্ক করাতে আসা লোকজনকে পোস্ট অফিসের তরফে সেই জল কিনতে অনুরোধ করা হচ্ছে বলে জানিয়েছেন পোস্টমাস্টার ৷ জোর করা বা আধার কার্ড আটকে রাখা অভিযোগ তিনি অস্বীকার করেছেন ৷