সিঙ্গুর, 3 জুলাই: সিঙ্গুরের নসিবপুর গ্রাম পঞ্চায়ত এলাকায় তৃণমূল কর্মীকে প্রকাশ্যে কান ধরে ওঠবোস করানো এবং হেনস্থা করার ভিডিয়ো ভাইরাল হতেই উতপ্ত হয়ে উঠল এলাকা ৷ অভিযোগ উঠেছে BJP-র বিরুদ্ধে । যদিও BJP এই অভিযোগ অস্বীকার করেছে ৷
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, শঙ্কর সী নামে এক তৃণমূল কর্মীকে কিছু লোকজন একটি দোকান থেকে টেনে হিঁচড়ে বের করছে এবং জোরপূর্বক তাঁকে কান ধরে ওঠবোস করানো হচ্ছে ৷ তৃণমূল কর্মীকে নানাভাবে হেনস্থা করার এই ভিডিয়ো ভাইরাল হতেই জেলায় রাজনৈতিক পারদের মাত্রা চড়েছে ৷ ঘটনাটি উপরমহলকে জানানো হয় এবং দলের তরফ থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় ৷ অন্যদিকে ঘটনার বিরোধিতা করে গতকাল শাসকদলের পক্ষ থেকে নসিবপুর গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় ৷
আক্রান্ত তৃণমূল কর্মী জানান, BJP-র কয়েকজন কর্মী ডেপুটেশন জমা দিতে এসে তাঁকে চায়ের দোকানে একা পেয়ে হেনস্থা করে৷ তাঁর বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ তুলে সর্বসমক্ষে কান ধরে ওঠবোস করানো হয় ৷ সেই মুহূর্তে ঘটনাস্থানে উপস্থিত কোনও এক ব্যক্তি ভিডিয়ো করে সোশাল মিডিয়ায় ছেড়ে দেয় ৷
যদিও BJP-র তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করে হুগলি সাংগঠনিক জেলার সহ সভাপতি সঞ্জয় পান্ডে বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ । যে ব্যক্তিকে কান ধরিয়ে ওঠবোস করানো হয়েছিল, সে গ্রামের এক যুবকের জব কার্ড কেড়ে নেওয়ার হুমকি দিয়েছিল ৷ এরই প্রতিবাদে গ্রামবাসীরা তাকে কান ধরিয়ে সকলের সামনে ক্ষমা চাওয়ায় ৷ এই ঘটনার সঙ্গে BJP -র কোনও সম্পর্ক নেই ৷ অন্যদিকে দিলীপ ঘোষের উপর আক্রমণের অভিযোগে নসিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার BJP কর্মীরা সিঙ্গুর থানায় শাসকদলের বিরুদ্ধে ডেপুটেশন জমা দেয় ৷