ETV Bharat / state

চাল কম দেওয়ার অভিযোগ, হুগলিতে রেশন ডিলারকে ধমক পুলিশের

হুগলির পাটরা গ্রামে এক রেশন ডিলার জন পিছু 7 কেজি চালের জায়গায় 5 কেজি করে দিচ্ছিলেন বলে অভিযোগ । গ্রাহকরা এই নিয়ে অভিযোগ তোলার পর ঘটনাস্থানে যায় পুলিশ ।

চাল কম দেওয়ায় অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে
চাল কম দেওয়ায় অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে
author img

By

Published : May 1, 2020, 4:41 PM IST

হুগলি, 1 মে: অন্ত্যোদয় সহ সব কার্ড থেকে নাকি 2-5 কেজি চাল কম দিচ্ছিলেন রেশন ডিলার । বিষয়টি প্রথমে বুঝতে না পারলেও পরে তা ধরে ফেলেন বাসিন্দারা । এরপর রেশন ডিলারের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ তুলে পান্ডুয়া থানায় অভিযোগ করা হয় । শেষে পুলিশ এসে ধমক দিলে ভুল শোধরায় ওই রেশন ডিলার । ঘটনাটি হুগলির শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের পাটরা গ্রামে ।

আজ হুগলির পাটরা গ্রামে সামশের আলি নামে ওই রেশন ডিলার চাল বিলি করছিলেন । জন পিছু 7 কেজি চালের জায়গায় 5 কেজি করে দিচ্ছিলেন বলে অভিযোগ । তা শুনে পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা রেশন দোকানে যান । যদিও রেশন ডিলার কম চাল দেওয়ার অভিযোগ অস্বীকার করে । পরে ঘটনার অভিযোগ পেয়ে পান্ডুয়া থানার পুলিশ ও BDO ঘটনাস্থানে আসেন । পুলিশের ধমকে একপ্রকার বাধ্য হয়ে ভুল শোধরায় এই রেশন ডিলার । এরপর পুলিশের পাহারায় রেশন বিলি শুরু হয় । ওই রেশন ডিলার বিরুদ্ধে স্থানীয় মানুষ লিখিত অভিযোগ জানিয়েছেন । খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

পুলিশের ধমক
পুলিশের ধমক
এই বিষয়ে গ্রাহক প্রসেনজিৎ দাস বলেন, "আমাদের তিনটি অন্ত্যোদয় কার্ডে 30 কেজি চাল পাওয়া কথা । অথচ ডিলার আমাদের 22 কেজি চাল দিয়েছে । আমরা BDO-কে বিষয়টি জানিয়েছি ।" পান্ডুয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অসিত চট্টোপাধ্যায় বলেন, "পাটরা গ্রামে ত্রাণ বিলি করতে এসেছিলাম । সেখানে রেশন ডিলার সামশের আলি নির্ধারিত পরিমাণ চাল দিচ্ছিলেন না । অন্ত্যোদয় কার্ডে প্রত্যেক পরিবারকে 15 কেজি চাল দেওয়া উচিত । সেই সঙ্গে গ্রাহকদের 5 কেজি করে আরও চাল দেওয়া হবে । পাঁচ জনের সদস্যের পরিবারে মোট 40 কেজি চাল পাওয়ার কথা । কিন্তু তাঁরা পরিবার পিছু 30 কেজি করে চাল পাচ্ছেন না বলে জানিয়েছেন বাসিন্দারা। তা ছাড়া SPHH কার্ড হোল্ডারদের 7 কেজি করে চাল দেওয়ার কথা ছিল । কিন্তু ওই ডিলার 5 কেজি করে চাল দিচ্ছিল ।"

তিনি আরও বলেন, "আমরা পান্ডুয়া BDO ও পুলিশকে এর বিরুদ্ধে তদন্তের কথা জানিয়েছি । আমরা চাই প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিক । ডিলারের শাস্তি চাই ।"

হুগলি, 1 মে: অন্ত্যোদয় সহ সব কার্ড থেকে নাকি 2-5 কেজি চাল কম দিচ্ছিলেন রেশন ডিলার । বিষয়টি প্রথমে বুঝতে না পারলেও পরে তা ধরে ফেলেন বাসিন্দারা । এরপর রেশন ডিলারের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ তুলে পান্ডুয়া থানায় অভিযোগ করা হয় । শেষে পুলিশ এসে ধমক দিলে ভুল শোধরায় ওই রেশন ডিলার । ঘটনাটি হুগলির শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের পাটরা গ্রামে ।

আজ হুগলির পাটরা গ্রামে সামশের আলি নামে ওই রেশন ডিলার চাল বিলি করছিলেন । জন পিছু 7 কেজি চালের জায়গায় 5 কেজি করে দিচ্ছিলেন বলে অভিযোগ । তা শুনে পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা রেশন দোকানে যান । যদিও রেশন ডিলার কম চাল দেওয়ার অভিযোগ অস্বীকার করে । পরে ঘটনার অভিযোগ পেয়ে পান্ডুয়া থানার পুলিশ ও BDO ঘটনাস্থানে আসেন । পুলিশের ধমকে একপ্রকার বাধ্য হয়ে ভুল শোধরায় এই রেশন ডিলার । এরপর পুলিশের পাহারায় রেশন বিলি শুরু হয় । ওই রেশন ডিলার বিরুদ্ধে স্থানীয় মানুষ লিখিত অভিযোগ জানিয়েছেন । খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

পুলিশের ধমক
পুলিশের ধমক
এই বিষয়ে গ্রাহক প্রসেনজিৎ দাস বলেন, "আমাদের তিনটি অন্ত্যোদয় কার্ডে 30 কেজি চাল পাওয়া কথা । অথচ ডিলার আমাদের 22 কেজি চাল দিয়েছে । আমরা BDO-কে বিষয়টি জানিয়েছি ।" পান্ডুয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অসিত চট্টোপাধ্যায় বলেন, "পাটরা গ্রামে ত্রাণ বিলি করতে এসেছিলাম । সেখানে রেশন ডিলার সামশের আলি নির্ধারিত পরিমাণ চাল দিচ্ছিলেন না । অন্ত্যোদয় কার্ডে প্রত্যেক পরিবারকে 15 কেজি চাল দেওয়া উচিত । সেই সঙ্গে গ্রাহকদের 5 কেজি করে আরও চাল দেওয়া হবে । পাঁচ জনের সদস্যের পরিবারে মোট 40 কেজি চাল পাওয়ার কথা । কিন্তু তাঁরা পরিবার পিছু 30 কেজি করে চাল পাচ্ছেন না বলে জানিয়েছেন বাসিন্দারা। তা ছাড়া SPHH কার্ড হোল্ডারদের 7 কেজি করে চাল দেওয়ার কথা ছিল । কিন্তু ওই ডিলার 5 কেজি করে চাল দিচ্ছিল ।"

তিনি আরও বলেন, "আমরা পান্ডুয়া BDO ও পুলিশকে এর বিরুদ্ধে তদন্তের কথা জানিয়েছি । আমরা চাই প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিক । ডিলারের শাস্তি চাই ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.