ETV Bharat / state

আরামবাগে আক্রান্ত পুলিশ কর্মী - nesw of Arambagh police

আরামবাগে আক্রান্ত পুলিশকর্মী । পুরো ঘটনায় গ্রেফতার তিন ৷ আক্রান্ত প্রশাসনিক কর্তাদের ভর্তি করা হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালে ।

Police 'injured' in Arambagh
Police 'injured' in Arambagh
author img

By

Published : May 21, 2021, 12:56 PM IST

আরামবাগ , 21 মে : আরামবাগে আক্রান্ত পুলিশকর্মী । ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও ৷ পুরো ঘটনায় গ্রেফতার তিন ৷

সরকারি বিধি নিষেধ সফল করতে বৃহস্পতিবার অভিযান চালায় আরামবাগ থানার পুলিশ ৷ তখনই গ্রামবাসীদের বচসা জড়িয়ে পড়েন প্রশাসনিক কর্তারা । বাক্যুদ্ধ হাতাহাতিতে পরিণত হলে জখম হন বেশ কয়েক জন পুলিশ কর্মী ।

Police 'injured' in Arambagh
ইটের আঘাতে ভেঙে গেছে পুলিশের গাড়ি

আহত পুলিশ কর্মীদের ভর্তি করা হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালে । ইটের আঘাতে ভেঙেছে পুলিশের গাড়িও ৷

আরও পড়ুন : বীরভূমে শুরু হল দুয়ারে রেশন

ঘটনার জেরে উত্তাল আরামবাগের পূর্ব কেশবপুর এলাকা । ইতিমধ্যেই সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ৷ নামানো হয়েছে র‍্যাফ ।

আরামবাগে 'আক্রান্ত' পুলিশ কর্মী

পুরো ঘটনায় তিন জনকে আটক করেছে আরামবাগ থানার পুলিশ । শুরু হয়েছে তদন্ত ৷

আরামবাগ , 21 মে : আরামবাগে আক্রান্ত পুলিশকর্মী । ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও ৷ পুরো ঘটনায় গ্রেফতার তিন ৷

সরকারি বিধি নিষেধ সফল করতে বৃহস্পতিবার অভিযান চালায় আরামবাগ থানার পুলিশ ৷ তখনই গ্রামবাসীদের বচসা জড়িয়ে পড়েন প্রশাসনিক কর্তারা । বাক্যুদ্ধ হাতাহাতিতে পরিণত হলে জখম হন বেশ কয়েক জন পুলিশ কর্মী ।

Police 'injured' in Arambagh
ইটের আঘাতে ভেঙে গেছে পুলিশের গাড়ি

আহত পুলিশ কর্মীদের ভর্তি করা হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালে । ইটের আঘাতে ভেঙেছে পুলিশের গাড়িও ৷

আরও পড়ুন : বীরভূমে শুরু হল দুয়ারে রেশন

ঘটনার জেরে উত্তাল আরামবাগের পূর্ব কেশবপুর এলাকা । ইতিমধ্যেই সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ৷ নামানো হয়েছে র‍্যাফ ।

আরামবাগে 'আক্রান্ত' পুলিশ কর্মী

পুরো ঘটনায় তিন জনকে আটক করেছে আরামবাগ থানার পুলিশ । শুরু হয়েছে তদন্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.