ETV Bharat / state

শিশুকে শারীরিক নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার দাদু - যৌন নির্যাতন

তারকেশ্বর থানার তরফে জানা গেছে, ওই শিশু তার দাদুর সঙ্গে থাকত । মা থাকত মামাবাড়ি । প্রথমে মায়ের কাছেই থাকত শিশুটি ৷ কিন্তু, স্কুলে ভরতি করানোর জন্য দাদু তাকে নিজের কাছে নিয়ে যায় ৷ অভিযোগ, সেই থেকে দিনের পর দিন শারীরিক নিগ্রহ করা হয় শিশুটিকে ৷ বাড়িতে কাউকে কিছু জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় ৷

tarakeswar_child sexual abuse
ছবিটি প্রতীকী
author img

By

Published : Dec 19, 2019, 1:01 PM IST

তারকেশ্বর, 19 ডিসেম্বর : নাতনিকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে । হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙা এলাকার ঘটনা । তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুর মা ৷ শ্বশুরের শাস্তির দাবি জানিয়েছেন তিনি ৷

তারকেশ্বর থানার তরফে জানা গেছে, ওই শিশু তার দাদুর সঙ্গে থাকত । মা থাকত মামাবাড়ি । প্রথমে মায়ের কাছেই থাকত শিশুটি ৷ কিন্তু, স্কুলে ভরতি করানোর জন্য দাদু তাকে নিজের কাছে নিয়ে যায় ৷ অভিযোগ, সেই থেকে দিনের পর দিন শারীরিক নিগ্রহ করা হয় শিশুটিকে ৷ বাড়িতে কাউকে কিছু জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় ৷

এপ্রসঙ্গে শিশুটির মা বলেন, "রবিবার মেয়েকে বাপের বাড়িতে নিয়ে আসার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ও ৷ যন্ত্রণায় কাতরাতে থাকে ।
প্রথমে কিছু বলতে চাইছিল না । তারপর চাপ দেওয়ার পর সমস্ত ঘটনা আমাকে খুলে বলে । আমরা তখনই ওকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাই । ওখানকার ডাক্তার জানান, শিশুটি শারীরিক নির্যাতনের শিকার হয়েছে । আমরা থানায় অভিযোগ দায়ের করেছি । আমি চাই শ্বশুরের শাস্তি হোক ।"

গতকাল বিকেলে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির মা । অভিযোগের ভিত্তিতে গতরাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । তার বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু হয়েছে ।

তারকেশ্বর, 19 ডিসেম্বর : নাতনিকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে । হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙা এলাকার ঘটনা । তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুর মা ৷ শ্বশুরের শাস্তির দাবি জানিয়েছেন তিনি ৷

তারকেশ্বর থানার তরফে জানা গেছে, ওই শিশু তার দাদুর সঙ্গে থাকত । মা থাকত মামাবাড়ি । প্রথমে মায়ের কাছেই থাকত শিশুটি ৷ কিন্তু, স্কুলে ভরতি করানোর জন্য দাদু তাকে নিজের কাছে নিয়ে যায় ৷ অভিযোগ, সেই থেকে দিনের পর দিন শারীরিক নিগ্রহ করা হয় শিশুটিকে ৷ বাড়িতে কাউকে কিছু জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় ৷

এপ্রসঙ্গে শিশুটির মা বলেন, "রবিবার মেয়েকে বাপের বাড়িতে নিয়ে আসার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ও ৷ যন্ত্রণায় কাতরাতে থাকে ।
প্রথমে কিছু বলতে চাইছিল না । তারপর চাপ দেওয়ার পর সমস্ত ঘটনা আমাকে খুলে বলে । আমরা তখনই ওকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাই । ওখানকার ডাক্তার জানান, শিশুটি শারীরিক নির্যাতনের শিকার হয়েছে । আমরা থানায় অভিযোগ দায়ের করেছি । আমি চাই শ্বশুরের শাস্তি হোক ।"

গতকাল বিকেলে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির মা । অভিযোগের ভিত্তিতে গতরাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । তার বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু হয়েছে ।

Intro:Body:সাড়ে চার বছরের নাতনি কে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার দাদু।ঘটনা হুগলীর তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকার।
অভিযুক্তের নাম ফারুক মিদ্দা (৬০) ।পুলিশ সূত্রে খবর বেশ কয়েক দিন ধরেই ফারুক তার নিজের ছেলের শিশু কন্যা কে যৌন নির্যাতন করতো এবং কাউকে না বলার জন্য প্রাণে মেরে ফেলার ভয় দেখাতো।
বুধবার শিশু কন্যাটি তারা মায়ের সাথে খানকুলের বালিপুরে যায় মামার বাড়ি।সেখানে অসুস্থ হয়ে পড়ে এবং যন্ত্রনায় কাতরাতে থাকে।মায়ের আশ্বাসে শিশু টি তার দাদুর কুকীর্তির কথা জানায় মাকে।
শিশু কন্যার মা প্রথমে শিশু কন্যা কে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মহকুমা হাসপাতালে।ডাক্তারি পরীক্ষায় জানা যায় শিশু টি যৌন নির্যাতনের স্বীকার।
বুধ বার বিকেলে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ করে শিশু কন্যার মা।পুলিশ অভিযোগের ভিত্তিতে বুধবার রাত্রে দাদু ফারুক মিদ্দা কে গ্রেপ্তার কোরে পকসো আইনে মামলা রুজু করেছে। আজ তাকে চন্দন নগর মুহুকুমা আদালতে তোলা হবে।

wb_hgl_01_tarakeswar_child sexual abuse_copi_10007

B_1_মা
B_2_দাদু (মামা)

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.