ETV Bharat / state

কোরোনা আক্রান্তের চিকিৎসা হবে ব্যান্ডেল ESI হাসপাতালে, অসম্মতি জানিয়ে বিক্ষোভ - লকডাউন

কোরোনা আক্রান্তের চিকিৎসা হবে । তাই ব্যান্ডেল ESI হাসপাতালের রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হবে অন্যত্র । এর প্রতিবাদে আজ হাসপাতালে সামনে বিক্ষোভ দেখাল রোগীর পরিজনরা ।

agitation
বিক্ষোভ
author img

By

Published : Apr 11, 2020, 3:36 PM IST

ব্যান্ডেল, 11 এপ্রিল : কোরোনা আক্রান্তের চিকিৎসা হবে ব্যান্ডেল ESI হাসপাতালে । তাই রোগীদের সরিয়ে দেওয়া হবে অন্যত্র । এই কথা জানার পরই আজ সকাল থেকে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাল রোগীর আত্মীয়রা । পরে বিক্ষোভ শামিল হয় স্থানীয়রাও ।

কোরোনা চিকিৎসার জন্য জেলার বিভিন্ন হাসাপাতালকে চিহ্নিত করা হচ্ছে সরকারের তরফে । ব্যান্ডেলের ESI হাসপাতালকেও চিহ্নিত করা হয় কোরোনা চিকিৎসার জন্য । তাই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বর্তমানে যে রোগীরা ভরতি আছেন তাঁদের অন্যত্র সরিয়ে দেওয়া হবে । আর তারপরই বিক্ষোভ দেখাতে শুরু করে রোগীর আত্মীয়রা । তাঁদের দাবি, বিভিন্ন কলকারখানার শ্রমিকরা এখানে চিকিৎসার জন্য আসেন । এখানে কোরোনা আক্রান্তের চিকিৎসা হলে শ্রমিকরা কোথায় যাবেন ? তাই ESI হাসপাতাল কোয়ারান্টাইন বা আইসোলেশন সেন্টার করা যাবে না ।

বিক্ষোভকারীদের সঙ্গে একমত হন হুগলি জেলার লেবার শ্রমিক ইউনিয়নের সম্পাদক (CITU) গুরুদাস বন্দ্যোপাধ্যায় বলেন, "ব্যান্ডেল ESI- কে কোরোনা হাসপাতাল করা উচিত নয় । কারণ এই হাসপাতালে প্রতিদিন 1 থেকে 2 হাজার শ্রমিক চিকিৎসা পরিষেবা পান । জটিল রোগ ও হার্টের সমস্যার চিকিৎসা হয় । এখান থেকে বিভিন্ন রোগের ওষুধ নিয়ে যায় শ্রমিকরা । আর এই কোরোনা হাসপাতাল ঘোষণার ফলেই স্থানীয় মানুষ এবং শ্রমিকদের মধ্যে ক্ষোভ শুরু হয়েছে । শ্রমিকদের দাবি, এই হাসপাতালে যেন কোরোনা চিকিৎসা না হয় । তাই আমরা ESI কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, অন্য কোনও হাসপাতালকে কোরোনার চিকিৎসার জন্য ব্যবহার করা হোক । যদি সরকার এই হাসপাতালে বাধ্যতামূলকভাবে কোরোনার চিকিৎসা করে তাহলে সেক্ষেত্রে আমাদের দাবি, শ্রমিকদের জন্য অন্য কোথাও চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করা হোক ।"

ব্যান্ডেল, 11 এপ্রিল : কোরোনা আক্রান্তের চিকিৎসা হবে ব্যান্ডেল ESI হাসপাতালে । তাই রোগীদের সরিয়ে দেওয়া হবে অন্যত্র । এই কথা জানার পরই আজ সকাল থেকে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাল রোগীর আত্মীয়রা । পরে বিক্ষোভ শামিল হয় স্থানীয়রাও ।

কোরোনা চিকিৎসার জন্য জেলার বিভিন্ন হাসাপাতালকে চিহ্নিত করা হচ্ছে সরকারের তরফে । ব্যান্ডেলের ESI হাসপাতালকেও চিহ্নিত করা হয় কোরোনা চিকিৎসার জন্য । তাই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বর্তমানে যে রোগীরা ভরতি আছেন তাঁদের অন্যত্র সরিয়ে দেওয়া হবে । আর তারপরই বিক্ষোভ দেখাতে শুরু করে রোগীর আত্মীয়রা । তাঁদের দাবি, বিভিন্ন কলকারখানার শ্রমিকরা এখানে চিকিৎসার জন্য আসেন । এখানে কোরোনা আক্রান্তের চিকিৎসা হলে শ্রমিকরা কোথায় যাবেন ? তাই ESI হাসপাতাল কোয়ারান্টাইন বা আইসোলেশন সেন্টার করা যাবে না ।

বিক্ষোভকারীদের সঙ্গে একমত হন হুগলি জেলার লেবার শ্রমিক ইউনিয়নের সম্পাদক (CITU) গুরুদাস বন্দ্যোপাধ্যায় বলেন, "ব্যান্ডেল ESI- কে কোরোনা হাসপাতাল করা উচিত নয় । কারণ এই হাসপাতালে প্রতিদিন 1 থেকে 2 হাজার শ্রমিক চিকিৎসা পরিষেবা পান । জটিল রোগ ও হার্টের সমস্যার চিকিৎসা হয় । এখান থেকে বিভিন্ন রোগের ওষুধ নিয়ে যায় শ্রমিকরা । আর এই কোরোনা হাসপাতাল ঘোষণার ফলেই স্থানীয় মানুষ এবং শ্রমিকদের মধ্যে ক্ষোভ শুরু হয়েছে । শ্রমিকদের দাবি, এই হাসপাতালে যেন কোরোনা চিকিৎসা না হয় । তাই আমরা ESI কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, অন্য কোনও হাসপাতালকে কোরোনার চিকিৎসার জন্য ব্যবহার করা হোক । যদি সরকার এই হাসপাতালে বাধ্যতামূলকভাবে কোরোনার চিকিৎসা করে তাহলে সেক্ষেত্রে আমাদের দাবি, শ্রমিকদের জন্য অন্য কোথাও চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করা হোক ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.