ETV Bharat / state

'ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট, নিশ্চিন্তে থাকতে পারেন'; হুগলিতে বার্তা মন্ত্রী শোভনদেবের - ডিএ

Sovandeb Chattopadhyay on INDIA Coalition: বিজেপিকে কেন্দ্র থেকে সরিয়ে 'ইন্ডিয়া' জোট ক্ষমতায় আসবে ৷ হুগলির হরিপাল থেকে এমনটাই বললেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ যন্তর মন্তরে 'ইন্ডিয়া' জোটের ধরনার সমর্থনে একথা বলেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 2:55 PM IST

আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাতের ডাক শোভনদেবের

হুগলি, 23 ডিসেম্বর: ইন্ডিয়া জোটের একটাই লক্ষ্য, জোটকে অক্ষুণ্ণ রেখে মানুষের মন জয় করা ৷ বিরোধী জোটের সেই হুংকারে সুর মেলালেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ তাঁর দাবি, আগামী দিনে ক্ষমতায় 'ইন্ডিয়া' জোট আসবে, সেটা নিয়ে সকলে নিশ্চিন্তে থাকতে পারে ৷ পাশাপাশি, ডিএ প্রসঙ্গেও আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের আশ্বস্ত করেছেন শোভনদেব ৷

সংসদের চলতি শীতকালীন অধিবেশনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ফুঁসছে বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ গত কয়েকদিনে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে 146 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে ৷ সেই সাসপেনশনের তালিকায় আছেন কংগ্রেস, তৃণমূল, আপ, ডিএমকে-সহ অন্যান্য রাজনৈতিক দলের সাংসদরা ৷ প্রতিবাদে একসঙ্গে 'ইন্ডিয়া' জোট শুক্রবার দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসে ৷ তারা সিদ্ধান্ত নিয়েছে শুধু দিল্লি নয়, দেশ জুড়ে চলবে তাদের ইন্ডিয়া জোটের কর্মসূচি ৷ ফলে যে রাজ্যে 'ইন্ডিয়া' জোটের শরিক দল থাকবে, তারা সেখানে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নামবে ৷ এই 'ইন্ডিয়া' জোটই আগামী দিনে ক্ষমতায় আসবে, হুগলির হরিপাল থেকে সেই বার্তাই দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷

যদিও চার রাজ্যের ভোটের ফল প্রকাশের পরে বিজেপি নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছিলেন, "জোট কি আদৌ আছে ? ইন্ডিয়া কোথায় ? পশ্চিমবঙ্গে আছে ? পরস্পর পরস্পরকে গালাগাল, দোষারোপ করতেই ব্যস্ত ৷"

অন্যদিকে, হরিপালের মঞ্চ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যেও বার্তা দিলেন ৷ তিনি বলেন, "আন্দোলন মানুষের গণতান্ত্রিক অধিকার ৷ তার জন্য কিছু বলতে পারব না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষকে আগে সুযোগ দিচ্ছেন ৷ আমাদের একটু সময় দিতে হবে ৷ যাঁরা মহার্ঘভাতা নিয়ে আন্দোলন করছেন, তাঁদের কাছে অনুরোধ দিল্লির বিরুদ্ধেও আন্দোলন করুন ৷ দিল্লির সরকার বাংলার হকের টাকা আটকে রেখে দিয়েছে ৷ হকের টাকা দিচ্ছে না ৷ সেই টাকা দিলে মমতা বন্দ্যোপাধ্যায় আরও কিছু শতাংশ টাকা ডিএ বৃদ্ধি করতে পারবেন ৷"

আরও পড়ুন:

  1. সাসপেন্ড 146 সাংসদ ! যন্তর মন্তরে 'ইন্ডিয়া' জোটের প্রতিবাদ সভায় হাজির খাড়গে-শরদ-ইয়েচুরি-রাহুল
  2. মমতার মাস্টারস্ট্রোক ! দলিত মুখ ও দাক্ষিণাত্য নীতি মেনেই খাড়গের নাম প্রস্তাব
  3. প্রধানমন্ত্রিত্বের দৌড় থেকে রাহুল গান্ধিকে সরাতে চায় 'ইন্ডিয়া' জোট, চাঞ্চল্যকর দাবি বিজেপির

আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাতের ডাক শোভনদেবের

হুগলি, 23 ডিসেম্বর: ইন্ডিয়া জোটের একটাই লক্ষ্য, জোটকে অক্ষুণ্ণ রেখে মানুষের মন জয় করা ৷ বিরোধী জোটের সেই হুংকারে সুর মেলালেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ তাঁর দাবি, আগামী দিনে ক্ষমতায় 'ইন্ডিয়া' জোট আসবে, সেটা নিয়ে সকলে নিশ্চিন্তে থাকতে পারে ৷ পাশাপাশি, ডিএ প্রসঙ্গেও আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের আশ্বস্ত করেছেন শোভনদেব ৷

সংসদের চলতি শীতকালীন অধিবেশনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ফুঁসছে বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ গত কয়েকদিনে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে 146 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে ৷ সেই সাসপেনশনের তালিকায় আছেন কংগ্রেস, তৃণমূল, আপ, ডিএমকে-সহ অন্যান্য রাজনৈতিক দলের সাংসদরা ৷ প্রতিবাদে একসঙ্গে 'ইন্ডিয়া' জোট শুক্রবার দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসে ৷ তারা সিদ্ধান্ত নিয়েছে শুধু দিল্লি নয়, দেশ জুড়ে চলবে তাদের ইন্ডিয়া জোটের কর্মসূচি ৷ ফলে যে রাজ্যে 'ইন্ডিয়া' জোটের শরিক দল থাকবে, তারা সেখানে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নামবে ৷ এই 'ইন্ডিয়া' জোটই আগামী দিনে ক্ষমতায় আসবে, হুগলির হরিপাল থেকে সেই বার্তাই দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷

যদিও চার রাজ্যের ভোটের ফল প্রকাশের পরে বিজেপি নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছিলেন, "জোট কি আদৌ আছে ? ইন্ডিয়া কোথায় ? পশ্চিমবঙ্গে আছে ? পরস্পর পরস্পরকে গালাগাল, দোষারোপ করতেই ব্যস্ত ৷"

অন্যদিকে, হরিপালের মঞ্চ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যেও বার্তা দিলেন ৷ তিনি বলেন, "আন্দোলন মানুষের গণতান্ত্রিক অধিকার ৷ তার জন্য কিছু বলতে পারব না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষকে আগে সুযোগ দিচ্ছেন ৷ আমাদের একটু সময় দিতে হবে ৷ যাঁরা মহার্ঘভাতা নিয়ে আন্দোলন করছেন, তাঁদের কাছে অনুরোধ দিল্লির বিরুদ্ধেও আন্দোলন করুন ৷ দিল্লির সরকার বাংলার হকের টাকা আটকে রেখে দিয়েছে ৷ হকের টাকা দিচ্ছে না ৷ সেই টাকা দিলে মমতা বন্দ্যোপাধ্যায় আরও কিছু শতাংশ টাকা ডিএ বৃদ্ধি করতে পারবেন ৷"

আরও পড়ুন:

  1. সাসপেন্ড 146 সাংসদ ! যন্তর মন্তরে 'ইন্ডিয়া' জোটের প্রতিবাদ সভায় হাজির খাড়গে-শরদ-ইয়েচুরি-রাহুল
  2. মমতার মাস্টারস্ট্রোক ! দলিত মুখ ও দাক্ষিণাত্য নীতি মেনেই খাড়গের নাম প্রস্তাব
  3. প্রধানমন্ত্রিত্বের দৌড় থেকে রাহুল গান্ধিকে সরাতে চায় 'ইন্ডিয়া' জোট, চাঞ্চল্যকর দাবি বিজেপির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.