হুগলি, 23 ডিসেম্বর: ইন্ডিয়া জোটের একটাই লক্ষ্য, জোটকে অক্ষুণ্ণ রেখে মানুষের মন জয় করা ৷ বিরোধী জোটের সেই হুংকারে সুর মেলালেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ তাঁর দাবি, আগামী দিনে ক্ষমতায় 'ইন্ডিয়া' জোট আসবে, সেটা নিয়ে সকলে নিশ্চিন্তে থাকতে পারে ৷ পাশাপাশি, ডিএ প্রসঙ্গেও আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের আশ্বস্ত করেছেন শোভনদেব ৷
সংসদের চলতি শীতকালীন অধিবেশনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ফুঁসছে বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ গত কয়েকদিনে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে 146 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে ৷ সেই সাসপেনশনের তালিকায় আছেন কংগ্রেস, তৃণমূল, আপ, ডিএমকে-সহ অন্যান্য রাজনৈতিক দলের সাংসদরা ৷ প্রতিবাদে একসঙ্গে 'ইন্ডিয়া' জোট শুক্রবার দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসে ৷ তারা সিদ্ধান্ত নিয়েছে শুধু দিল্লি নয়, দেশ জুড়ে চলবে তাদের ইন্ডিয়া জোটের কর্মসূচি ৷ ফলে যে রাজ্যে 'ইন্ডিয়া' জোটের শরিক দল থাকবে, তারা সেখানে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নামবে ৷ এই 'ইন্ডিয়া' জোটই আগামী দিনে ক্ষমতায় আসবে, হুগলির হরিপাল থেকে সেই বার্তাই দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷
যদিও চার রাজ্যের ভোটের ফল প্রকাশের পরে বিজেপি নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছিলেন, "জোট কি আদৌ আছে ? ইন্ডিয়া কোথায় ? পশ্চিমবঙ্গে আছে ? পরস্পর পরস্পরকে গালাগাল, দোষারোপ করতেই ব্যস্ত ৷"
অন্যদিকে, হরিপালের মঞ্চ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যেও বার্তা দিলেন ৷ তিনি বলেন, "আন্দোলন মানুষের গণতান্ত্রিক অধিকার ৷ তার জন্য কিছু বলতে পারব না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষকে আগে সুযোগ দিচ্ছেন ৷ আমাদের একটু সময় দিতে হবে ৷ যাঁরা মহার্ঘভাতা নিয়ে আন্দোলন করছেন, তাঁদের কাছে অনুরোধ দিল্লির বিরুদ্ধেও আন্দোলন করুন ৷ দিল্লির সরকার বাংলার হকের টাকা আটকে রেখে দিয়েছে ৷ হকের টাকা দিচ্ছে না ৷ সেই টাকা দিলে মমতা বন্দ্যোপাধ্যায় আরও কিছু শতাংশ টাকা ডিএ বৃদ্ধি করতে পারবেন ৷"
আরও পড়ুন: