ETV Bharat / state

মদের আসরে গুলি, মৃত্যু

author img

By

Published : Mar 24, 2019, 5:20 PM IST

মদ্যপানের আসরে বচসার জেরে এক যুবককে গুলি করা হয়। মৃত্যু হয় তার। আটক তিন।

মৃত যুবক

শ্রীরামপুর, 24মার্চ : মদ্যপানের সময় বচসার জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। নাম রাজাবাবু মাহাত (22)। গুলি চালানোর ঘটনায় তিনজনকে আটক করেছে শ্রীরামপুর থানার পুলিশ। ঘটনাটি রিষড়ার শ্রীকৃষ্ণনগরের।

আজ সকালে শ্রীকৃষ্ণনগরের একটি ঘরে চার যুবক মদ্যপান করছিল। বেলা 12টা নাগাদ স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ শুনতে পায়। স্থানীয়রা রাজাবাবুকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, চারজনই এলাকায় বিভিন্ন দুষ্কর্মের সঙ্গে জড়িত।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় শ্রীরামপুর থানার পুলিশ। বিকাশ তিওয়ারি নামে এক যুবককে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুই যুবককেও আটক করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওয়ান শাটার থেকে গুলি চালানো হয়েছে।

শ্রীরামপুর, 24মার্চ : মদ্যপানের সময় বচসার জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। নাম রাজাবাবু মাহাত (22)। গুলি চালানোর ঘটনায় তিনজনকে আটক করেছে শ্রীরামপুর থানার পুলিশ। ঘটনাটি রিষড়ার শ্রীকৃষ্ণনগরের।

আজ সকালে শ্রীকৃষ্ণনগরের একটি ঘরে চার যুবক মদ্যপান করছিল। বেলা 12টা নাগাদ স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ শুনতে পায়। স্থানীয়রা রাজাবাবুকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, চারজনই এলাকায় বিভিন্ন দুষ্কর্মের সঙ্গে জড়িত।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় শ্রীরামপুর থানার পুলিশ। বিকাশ তিওয়ারি নামে এক যুবককে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুই যুবককেও আটক করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওয়ান শাটার থেকে গুলি চালানো হয়েছে।

মদের আসরে চলল গুলি।গুলি বিদ্ধ যুবকের মৃত্যু শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে।মৃত যুবকের নাম রাজাবাবু মাহাত(২২)।ঘটনাটি রিষড়ার শ্রীকৃষ্ণনগরে।সেখানেই একটি বাড়ির ঘরে চারজন মিলে মদ্যপান করছিল।মদের জেরেই শুরু হয় বচসা চলে গুলি।12 নাগাদ স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ শুনতে পায়।পরে রাজা বাবু কে তারা শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়।চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তাকে।শ্রীরামপুর থানার পুলিশ বিকাশ তেওয়ারী নামে এক যুবককে আটক করেছে।তবে কি কারণে এই মৃত্যু তা এখন পরিষ্কার হয়নি।পুলিশ বিকাশ কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।পরে বাকি তিনজনকেও আটক করেছে।স্থানীয় সূত্রে খবর এরা প্রত্যেকেই দুষ্কৃতী কার্যকলাপের সঙ্গে যুক্ত।পুলিশের প্রাথমিক অনুমান ওয়ান সাটার দিয়ে গুলি করা হয়। স্থানীয় কাউন্সিলার বলেন আমি বিষয়টি এখনও কিছু জানি না।মদের আসরে বসে গুলি চলে। রাজা বাবু কলকাতায় একটি কাপড়ের দোকানে কাজ করে।ছুটির দিন ছিল তাই মদের আসর চলে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.