শেওড়াফুলি, 1 মে : হুগলির শেওড়াফুলি ঘোষ মার্কেট তারকেশ্বর রেলগেটে সংলগ্ন দু’টি ঝুপড়িতে আগুন লাগে শুক্রবার মাঝরাতে । সেখানেই মৃত্যু হয় এক প্রৌঢ়ার । নাম লক্ষ্মী রজক ৷ বয়স 50 বছর । রেলের জায়গায় 30 বছর ধরে বাস করেন তিনি ।
পাশেই আরেকটি ঝুপড়িতে বৃদ্ধা ছায়া পাকিরা ও তাঁর বউমা রূপা পাকিরা ছেলেকে নিয়ে থাকতেন । তাঁদের ঘরেও আগুন ছড়ায় । চিৎকার চেঁচামেচিতে ও আগুনের আভাস পেয়ে তাঁরা বেরিয়ে আসতে পারেন ৷ ফলে প্রাণে রক্ষা পেয়েছেন তাঁরা । তবে শাশুড়ি ও বোমা আহত অবস্থায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি আছেন ।
স্থানীয় সূত্রে খবর, রাত 1 টা নাগাদ আগুন লাগে । কী করে আগুন লাগল, তা স্পষ্ট নয় । তবে দমকল বিভাগের ধারণা শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছে । অবৈধ ইলেকট্রিক লাইন থাকায় বিপত্তি মনে করছে স্থানীয়রাও । পাশের বাড়ি নবগোপাল দাস রাতে একতলা বাড়ি থেকে প্রথম আগুন লক্ষ্য করেন । তাঁর চিৎকার চেঁচামেচিতে পড়শিরা উঠে পড়ার বাকি তিনজন প্রাণে বেঁচেছেন । তদন্তে রেল পুলিশ ও দমকল ।
আরও পড়ুন : আংশিক লকডাউনের নির্দেশিকা মেনে বাজার বন্ধের হুড়োহুড়ি চন্দ্রকোনাতে
স্থানীয় বাসিন্দা সোমনাথ দাস বলেন, ‘‘আগুন দেখে পুলিশ ও দমকল বিভাগে খবর দেওয়া হয় । ইলেকট্রক অফিসে জানানো হয় । দমকল আসার আগেই নির্মিয়মাণ আবাসন থেকে পাম্প চালিয়ে আগুন আয়ত্তে আনা হয় । পরে অবশ্য দমকল একটি ইঞ্জিন এসে পুরোপুরি আগুন আয়ত্তে আনে ।