চুঁচুড়া, 15 মার্চ : পরিচালক রাজ চক্রবর্তীর নাম ও ছবি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । ধৃত ওই যুবকের নাম সৌরভ দাস । বাড়ি মেমারি এলাকায় । অভিযোগ, 5 মার্চ চুঁচুড়া কোর্টের সামনে অর্চিতা দাস নামে এক মহিলার কাছ থেকে 55 হাজার টাকা নেয় সে । অর্চিতা দেবী তাঁর 13 বছরের মেয়েকে সিনেমায় অভিনয় করানোর জন্য এই টাকা দিয়েছিলেন ।
টাকা নেওয়ার পর থেকেই বেপাত্তা হয় যায় সৌরভ । বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে যোগাযোগ না করতে পেরে মহিলা বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন । তারপর চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতেই চন্দননগর কমিশনার পুলিশ শনিবার সৌরভ দাসকে গ্রেপ্তার করে ।
সৌরভকে পুলিশি হেপাজতে নেওয়ার জন্য আবেদন জানায় চুঁচুড়া আদালতে । পুলিশ তদন্ত করে দেখছে অর্চিতা দেবীর মতো আর কেউ প্রতারিত হয়েছেন কিনা । সৌরভের থেকে 10টি সিম, দু'টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ ।
চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ুন কবির বলেন, "রাজ চক্রবর্তীর ছবি দিয়ে একটা ফেসবুক প্রোফাইল বানিয়েছিল সৌরভ দাস । সেই ফেসবুক থেকেই মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাত । মোবাইলেই তাদের সঙ্গে কথা বলে সিনেমায় অভিনয়ে আগ্রহী মেয়েদের ফাঁদে ফেলত সে ।" অর্চিতা দেবী থেকে 55 হাজার টাকা নিয়ে যায় সৌরভ । এবং আশ্বাস দেয় পরের সপ্তাহ থেকেই তাঁর মেয়েকে সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেবে । তারপর থেকেই বেপাত্তা হয়ে যায় সৌরভ । চন্দননগর কমিশনার আরও বলেন, "আমরা খতিয়ে দেখছি আর কারও কাছ থেকে সৌরভ টাকা-পয়সা নিয়েছে কিনা ।" তদন্তে নেমে মেমারি থেকে সৌরভকে গ্রেপ্তার করে পুলিশ ।
অর্চিতা দাস বলেন, "মোবাইলে চ্যাট থেকেই আমার মেয়ে সিনেমার প্রলোভনে পা দেয় । সুমন বলে একজন আমাদের বলে চুঁচুড়া কোর্টে এসে টাকা দিয়ে যেতে । সেই অনুযায়ী 55 হাজার টাকা আমি দিয়েছিলাম । আমাকে সাহায্য করার জন্য পুলিশকে অশেষ ধন্যবাদ । মানুষকে বলব, আমার মতa এই ধরনের প্রলোভনে কেউ পা দেবেন না ।"